T20 World Cup 2021: বাবরকে দ্রুত ফেরালেই ভাঙা যাবে পাকিস্তানের ব্যাটিং: পানেসার

পাক ক্রিকেটাররা আরবের পরিবেশে অন্য সবার থেকে অনেকটা এগিয়ে থাকবে বলেই মনে করছেন মন্টি। পাকিস্তানকে ভালো দল মনে করলেও ভারতের বিরুদ্ধে ম্যাচে পাকিস্তানের থেকে বিরাটদের এগিয়ে রাখছেন তিনি।

T20 World Cup 2021: বাবরকে দ্রুত ফেরালেই ভাঙা যাবে পাকিস্তানের ব্যাটিং: পানেসার
T20 World Cup 2021: বাবরকে দ্রুত ফেরালেই ভাঙা যাবে পাকিস্তানের ব্যাটিং: পানেসার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2021 | 9:13 AM

দুবাই: ২৪ তারিখ টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারত-পাকিস্তান (India vs Pakistan) দ্বৈরথ। ক্রিকেট মহলের মতে বিশ্বকাপের সব থেকে বড় ম্যাচ। প্রাক্তন থেকে বর্তমান, সব দেশের ক্রিকেটারদের ফোকাস আছে এই ম্যাচের দিকে। প্রাক্তন ইংল্যান্ড স্পিনার মন্টি পানেসারও (Monty Panesar) ভারত-পাক ম্যাচ নিয়ে নিজের কথা জানালেন। ক্রিকেট শক্তির বিচারে দুই দলকেই সমান পর্যায়ে দেখছেন মন্টি। তবে ভারত-পাক ম্যাচে এগিয়ে রাখছেন বিরাটের (Virat Kohli) দলকেই। কারণ হিসেবে যেমন আছে অতীতের রেকর্ড তেমনই আছে অভিজ্ঞতা।

আরব দেশে দীর্ঘ সময় খেলেছে পাকিস্তান। তাদের কাছে সেকেন্ড হোম। তাই পাক ক্রিকেটাররা আরবের পরিবেশে অন্য সবার থেকে অনেকটা এগিয়ে থাকবে বলেই মনে করছেন মন্টি। বলেছেন, “বোলিংয়ে শাহিন আফ্রিদি, ব্যাটিংয়ে বাবর আজম (Babar Azam) রয়েছে। পাকিস্তান দল সব দিক থেকে তৈরি। একমাত্র পাকিস্তানই পারে পাকিস্তানকে হারাতে। নিজেদের দিনে সবাইকে হারানোর ক্ষমতা রাখে পাকিস্তান।”

পাকিস্তানকে ভালো দল মনে করলেও ভারতের বিরুদ্ধে ম্যাচে পাকিস্তানের থেকে বিরাটদের এগিয়ে রাখছেন মন্টি পানেসার, বলছেন, “ভারতের বিরুদ্ধে চাপে থাকবে বাবর আজমরা। কারণ অতীতের রেকর্ড। ভারত অনেকটা এগিয়ে থেকেই মাঠে নামবে। ভারত শুরুতেই বাবর অজমকে ফিরিয়ে দিতে পারলেই পাকিস্তানের ব্যাটিংয়ে ভাঙন ধরবে।”

বিশ্বকাপে টিম ইন্ডিয়ার নেতা বিরাট কোহলির তুরুপের তাস হতে পারেন শার্দূল ঠাকুর। মত প্রাক্তন ইংল্যান্ড স্পিনারের। “ব্যাট ও বল হাতে ম্যাচ উইনার হয়ে ওঠার সব ক্ষমতা আছে শার্দূলের। গোটা ক্রিকেট বিশ্ব ওকা তেমন পাত্তা দিচ্ছে না। সবাই মনে করছে বিটস অ্যান্ড পিসেস ক্রিকেটার। কিন্তু সবার আড়ালে থেকে শার্দূল থেকে যে কোনও সময় ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখে।” শার্দূলের পাশাপাশি আর অশ্বিনকেও টিম ইন্ডিয়ার বড় শক্তি বলে মনে করছেন প্রাক্তন ইংল্যান্ড স্পিনার মন্টি পানেসার।

আরও পড়ুন: T20 World Cup 2021: হার্দিকের বদলে ‘বোলার বিরাট’ অস্ত্রে শান দিচ্ছে ভারত

আরও পড়ুন:  T20 World Cup 2021: ভারত-পাক ম্যাচের আগেই রোহিতের ক্যাপ্টেন্সিতে খেললেন বিরাট

আরও পড়ুন:T20 World Cup 2021: বিশ্বকাপে এক হাতে দুরন্ত ক্যাচ স্কটল্যান্ডের রিচি ব্যারিংটনের