T20 World Cup 2021: নামিবিয়াকে হারিয়ে ভারতের চাপ বাড়াল নিউজিল্যান্ড
টি-টোয়েন্টি এমন ফর্ম্যাট, যে কোনও দিন যে কেউ খেলে দিতে পারে। তবু এই কুড়ি-বিশে বড় টিমগুলাই দাপট দেখাচ্ছে কেন? সোজা উত্তর, অভিজ্ঞতার কারণে। ওপেনাররা ব্যর্থ হলে মিডল অর্ডার খেলে দিচ্ছে, না হলে অলরাউন্ডাররা টেনে নিয়ে যাচ্ছেন। নিউজিল্যান্ডের ক্ষেত্রে তাই হল।
নিউজিল্যান্ড ১৬৩-৪ (২০ ওভারে)
নামিবিয়া ১১৭-৭ (২০ ওভারে)
শারজা: বিরাট কোহলির টিম কি শেষ চারে পা রাখতে পারবে? এই প্রশ্নের উত্তরকে আরও জটিল করে তুলছে নিউজিল্যান্ড (New Zealand)। কেন উইলিয়ামসনের টিম অন্তত একটা ম্যাচ না হারলে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনাল যাওয়ার কোনও সম্ভাবনা থাকবে না। যদি শুক্রবারে চোখ রাখা হয়, তা হলে এটুকু বলতে হবে, এই গ্রুপের কোনও টিমের কিউয়িদের হারানোর মতো ক্ষমতা নেই। আফগানিস্তান কি পারবে? রশিদ খানরা যতই সাড়া ফেলুন, বড় টিমকে আটকানোর মন্ত্র এখনও জানেন না। পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে সেটা বুঝিয়ে দিয়েছে। নিউজিল্যান্ডের যদি চরম ভরাডুবি না হয়, তা হলে উইলিয়ামসনের টিমই সেমিতে যাবে। অন্তত নামিবিয়া ম্যাচে তাই দেখালেন ট্রেন্ট বোল্ট, টিম সাউদিরা।
টি-টোয়েন্টি এমন ফর্ম্যাট, যে কোনও দিন যে কেউ খেলে দিতে পারে। তবু এই কুড়ি-বিশে বড় টিমগুলাই দাপট দেখাচ্ছে কেন? সোজা উত্তর, অভিজ্ঞতার কারণে। ওপেনাররা ব্যর্থ হলে মিডল অর্ডার খেলে দিচ্ছে, না হলে অলরাউন্ডাররা টেনে নিয়ে যাচ্ছেন। নিউজিল্যান্ডের ক্ষেত্রে তাই হল। মার্টিন গাপ্টিল (১৮), ড্যারেল মিচেল (১৯) শুরুতে ঝড় তুলতে না পারলে কী হবে, মাঝের ওভারে কেন উইলিয়ামসন (২৮), ডেভন কনওয়ে (১৭) সেট হয়েও ফিরে গেলে কী হবে, গ্লেন ফিলিপস আর জিমি নিস্যামই যথেষ্ট। ফিলিপস ২১ বলে নট আউট ৩৯ করে গেলেন। তিনটে বল হারানো ছয় দিয়ে। আর নিস্যাম, ২টো ছয় দিয়ে ২৩ বলে নট আউট ৩৫। এক সময় মনে হচ্ছিল, ট্রাম্পেলম্যানদের আঁটোসাঁটো বোলিংয়ে ১২০ পার করতে পারবে না কিউয়িরা। সেখানে শেষ চার ওভারে ৬০ রানের কাছাকাছি তুলে ১৬৩-৪ এ শেষ করল নিউজিল্যান্ড। এর পর আর ম্যাচের কী থাকে!
Result in Sharjah! Southee 2-15, Boult 2-20, Neesham 1-6, Santner 1-20 and Sodhi 1-22. Scorecard | https://t.co/EzpZJ9Jqlu #T20WorldCup pic.twitter.com/qhlCjeJNg9
— BLACKCAPS (@BLACKCAPS) November 5, 2021
সাউদি আর বোল্ট ২টো করে উইকেট নিয়ে গেলেন। ১টা করে স্যান্টনার, সোধি ও নিস্যাম। এরাসমাসরা একটু চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু ওই চেষ্টা দিয়ে নিউজিল্যান্ডকে হারানো যায় না!
কিউয়ি ক্যাপ্টেন উইলিয়ামসন ম্যাচের পর বলে গেলেন, ‘এই ম্যাচ থেকে কী দরকার ছিল, আমরা খুব ভালো করে জানতাম। সেই মতোই খেলার চেষ্টা করেছি। পরের ম্যাচটা নিয়ে ভাবতে শুরু করে দিয়েছি। আফগানিস্তান খুব শক্তিশালী টিম। এই টুর্নামেন্টে ওরা দারুণ খেলছে। ওদের হারাতে হলে সেরাটা দিতে হবে আমাদের।’
আরও পড়ুন:India vs Scotland Live Score, T20 World Cup 2021: মুনসিকে ফেরালেন সামি, স্কটদের দ্বিতীয় উইকেটের পতন