Rohit Sharma: বাংলাদেশকে মজা নিতে দিন… রোহিতের মন্তব্যে হাসির রোল
India vs Bangladesh 1st Test: অনেকেই মনে করছেন, এ বারের সিরিজ একতরফা হবে না। বাংলাদেশকে ভারত সমীহ করছে এ কথা উড়িয়ে দেওয়ার জায়গা নেই। তবে বাংলাদেশকে যে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে না ভারতীয় দল, রোহিত শর্মার সাংবাদিক সম্মেলনেই যেন পরিষ্কার।
পাকিস্তানের মাটিতে প্রথম বার সিরিজ জিতেছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে এখনও অবধি ভারতকে হারাতে পারেনি তারা। পাকিস্তানে সিরিজ জিতে আসায় বাংলাদেশের নজরে এ বার ভারতের বিরুদ্ধে প্রথম জয়। স্বাভাবিক ভাবেই এই সিরিজ নিয়ে ব্যাপক উন্মাদনা। অনেকেই মনে করছেন, এ বারের সিরিজ একতরফা হবে না। বাংলাদেশকে ভারত সমীহ করছে এ কথা উড়িয়ে দেওয়ার জায়গা নেই। তবে বাংলাদেশকে যে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে না ভারতীয় দল, রোহিত শর্মার সাংবাদিক সম্মেলনেই যেন পরিষ্কার।
চেন্নাইতে প্রথম টেস্ট। দু-দলই জোরকদমে প্রস্তুতি সারছে চিপক স্টেডিয়ামে। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছেন, এই সিরিজ ভারতের কাছে খুবই কঠিন হতে চলেছে। বিশেষ করে ওরা পাকিস্তানকে হারিয়ে আসায়। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তি ক্রিকেটার অবশ্য মন্তব্য করেছেন, পাকিস্তানের সঙ্গে ভারতকে এক সারিতে রাখলে চলবে না। পাকিস্তানকে হারিয়েছে মানেই ভারতের বিরুদ্ধেও একই ফল হবে, এমনটা নয়। রোহিত শর্মার মন্তব্যেও যেন তেমনই ইঙ্গিত।
বৃহস্পতিবার শুরু প্রথম টেস্ট। তার আগে এ দিন সাংবাদিক সম্মেলনে ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশ ক্রিকেট টিম প্রসঙ্গে বলছেন, ‘সব টিমই ভারতকে হারাতে পারলে খুশি হয়। মজা পায়। ওদের মজা নিতে দিন।’ রোহিতের এই মন্তব্যের পরই হাসির রোল।
ভারত অধিনায়ক আরও যোগ করেন, ‘ওরা কী ভাবছে, সেটা আমাদের ভাবনা নয়। ইংল্যান্ডও ভারতে এসে বড় বড় কথা বলেছিল। আমরা ওদের নিয়ে ভাবিনি। প্রতিপক্ষকে নিয়ে না ভেবে নিজেদের উপর ফোকাস করেছি। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড যে টিমই হোক, দু-একজন নতুন প্লেয়ার থাকে, তাদের নিয়ে সামান্য আলোচনা হয়, বাকি নিজেদের উপর ফোকাস করাটাই শ্রেয়। বাংলাদেশের ক্ষেত্রেও সেটাই করছি।’