Pakistan Cricket: ফিটনেসে লবডঙ্কা, বাবর আজমদের জন্য আর্মি ট্রেনিংয়ের ব্যবস্থা PCB-র

Pakistan Cricket News: পাকিস্তান ক্রিকেট টিম প্রথম বার আর্মি ট্রেনিং নেবে তা নয়। এর আগে মিসবা উল হক নেতা থাকাকালীন এমনটা হয়েছিল। পাকিস্তান সুপার লিগ (PSL) শেষ হচ্ছে ১৮ মার্চ। এরপরই সেনাবাহিনীর সঙ্গে এই বিশেষ ট্রেনিং শুরু হবে পাকিস্তান ক্রিকেট টিমের। ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল, এই সময়ের মধ্যে এই ট্রেনিং হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি আশাবাদী, এই ট্রেনিংয়ের ফলে বাবরদের ফিটনেসে উন্নতি হবে।

Pakistan Cricket: ফিটনেসে লবডঙ্কা, বাবর আজমদের জন্য আর্মি ট্রেনিংয়ের ব্যবস্থা PCB-র
Image Credit source: X
Follow Us:
| Updated on: Mar 06, 2024 | 5:30 PM

পাকিস্তান ক্রিকেট টিমের ফিটনেস বরাবরই ‘আলোচনায়’। আরও পরিষ্কার করে বললে, সমালোচনায়। অনেক ক্ষেত্রেই হাসির পরিস্থিতিও তৈরি করে দেয়। কয়েক সপ্তাহ আগে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়েও হাস্যকর পরিস্থিতি তৈরি করেছিল পাকিস্তান ক্রিকেট টিম। বাউন্ডারি আটকানোর চেষ্টায় নিজের প্লেয়ারকেই ট্যাকল করেন। যেন ক্রিকেট নয়, ফুটবল খেলছেন। বাবর-শাহিনদের ফিটনেসে উন্নতি করতে এ বার কড়া সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীর সঙ্গে প্র্যাক্টিস করতে হবে। আর্মি ট্রেনিংয়ের জন্য তৈরি তো পাক ক্রিকেটাররা! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আসার আগে আত্মবিশ্বাসের নানা কথা শুনিয়েছিল পাকিস্তান ক্রিকেট টিম। আর ভারতের পৌঁছে! হায়দরাবাদি বিরিয়ানিতেই যেন বেশি ব্যস্ত ছিল পাক টিম। আতিথেয়তায় এতটাই মুগ্ধ হয়েছিল, বিশ্বকাপের কথা যেন মাথাতেই ছিল না। আফগানিস্তানের মতো তথাকথিত ছোট দলও হারিয়ে দিয়েছে পাকিস্তানকে। গ্রুপ পর্বেই বিদায় নেয়। টুর্নামেন্টে তাদের অন্যতম চিন্তার বিষয় ছিল ফিটনেস। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। হয়তো বিশ্বকাপের কথা ভেবেই নতুন সিদ্ধান্ত।

পাকিস্তান ক্রিকেট টিম প্রথম বার আর্মি ট্রেনিং নেবে তা নয়। এর আগে মিসবা উল হক নেতা থাকাকালীন এমনটা হয়েছিল। পাকিস্তান সুপার লিগ (PSL) শেষ হচ্ছে ১৮ মার্চ। এরপরই সেনাবাহিনীর সঙ্গে এই বিশেষ ট্রেনিং শুরু হবে পাকিস্তান ক্রিকেট টিমের। ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল, এই সময়ের মধ্যে এই ট্রেনিং হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি আশাবাদী, এই ট্রেনিংয়ের ফলে বাবরদের ফিটনেসে উন্নতি হবে।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘লাহোরে পিএসএলের ম্যাচ দেখছিলাম। একটা ছয়ও মনে পড়ছে না, যেটা গ্যালারিতে গিয়ে পড়েছিল। বিদেশি ক্রিকেটাররা কয়েকটা ছয় মেরেছে যা স্ট্যান্ডে পৌঁছেছে। বোর্ডকে পরিকল্পনার কথা জানিয়েছিলাম। প্লেয়ারদের ফিটনেসে উন্নতি প্রয়োজন।’