T20 World Cup 2024: বন্যায় বিধ্বস্ত ফ্লোরিডা, পাক ফ্যানরা চাইছেন বিশ্বকাপের ভেনু বদল হোক
Watch Video: ফ্লোরিডাতে তুমুল বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। চারিদিকে জল থৈ থৈ অবস্থা। রাস্তা ঘাটে অবধি হাঁটু জল। ডুবে যাচ্ছে অর্ধেকের বেশি গাড়ি। সেখানে বন্যার জন্য বিশেষ সতর্কতা জারি হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের সমর্থকরা প্রবলভাবে চাইছেন ভেনু বদল হোক।
কলকাতা: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) নিউ ইয়র্ক পর্ব শেষ। এ বার ফ্লোরিডায় বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ হওয়ার পালা। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ ফ্লোরিডার লডারহিলে। শুধু ভারতেরই নয়, ফ্লোরিডায় রয়েছে পাকিস্তানের ম্যাচও। আরও ভালো করে বললে এ বার ‘এ’ গ্রুপের টিমগুলোর এ বার গন্তব্য ফ্লোরিডা। রোহিত শর্মার ভারত ইতিমধ্যেই বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গিয়েছে। কিন্তু ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় কোন দল সুপার এইটের টিকিট পাবে, তা ঠিক হবে ফ্লোরিডায়। আর সেখানে এখন বন্যা বিধ্বস্ত পরিস্থিতি। তাই পাক ফ্যানরা এ বার আইসিসির (ICC) কাছে আর্জি জানাচ্ছেন, বদল হোক বিশ্বকাপের ভেনু।
ফ্লোরিডাতে তুমুল বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। চারিদিকে জল থৈ থৈ অবস্থা। রাস্তা ঘাটে অবধি হাঁটু জল। ডুবে যাচ্ছে অর্ধেকের বেশি গাড়ি। সেখানে বন্যার জন্য বিশেষ সতর্কতা জারি হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের সমর্থকরা প্রবলভাবে চাইছেন ভেনু বদল হোক। আগামী তিনদিন মায়ামি, ফ্লোরিডায় প্রবল ঝড় বৃষ্টি হতে পারে।
Our hearts go out to those in southern Florida who are battling life-threatening floods after unseasonally wet weather, even by June standards.
A few games of #T20WorldCup cricket lost doesn’t seem a big deal compared to what some folk are going through! pic.twitter.com/I7XyiRluVL
— 🏏Flashscore Cricket Commentators (@FlashCric) June 13, 2024
খুব তাড়াতাড়ি ফ্লোরিডায় আবহাওয়ার যদি উন্নতি না হয়, তা হলে চাপে পড়বে পাকিস্তান। কিন্তু কেন? আসলে আমেরিকা-আয়ারল্যান্ড ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তা হলে ১ পয়েন্ট পাবে আমেরিকা। আর তেমনটা হলে ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে পৌঁছে যাবে আমেরিকা। আর আয়ারল্যান্ডের বিরুদ্ধে এরপর পাকিস্তান শেষ ম্যাচ হারলে বা জিতলেও পাকিস্তানের সুপার এইটে ওঠা হবে না। তাই ফ্লোরিডায় হতে চলা বিশ্বকাপের ম্যাচগুলি এই পরিস্থিতিতে ফ্লোরিডায় থেকে অন্যত্র সরানোর দাবি তুলেছেন পাক অনুরাগীরা।
Pakistani fans are requesting ICC to shift the Florida match because of flash floods.
ICC Will say BC match to shift nai kar sakta lekein ghar jaane ka Tickets preponed karna hai to Wo bata pic.twitter.com/dyJ2u1udw5
— Sujeet Suman (@sujeetsuman1991) June 13, 2024