Pat Cummins: বিশ্বকাপের মাঝে ক্যাপ্টেন বদল অস্ট্রেলিয়ার, কে হলেন নতুন নেতা?

Australia: ওয়ান ডে ফরম্যাট থেকে অ্যারন ফিঞ্চের অবসর ঘোষণার পর নতুন কারও স্থলাভিষিক্ত হওয়া অবশ্যম্ভাবী ছিল। প্রাথমিকভাবে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ ক্যাপ্টেন হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন।

Pat Cummins: বিশ্বকাপের মাঝে ক্যাপ্টেন বদল অস্ট্রেলিয়ার, কে হলেন নতুন নেতা?
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2022 | 2:10 PM

মেলবোর্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) মধ্যে অস্ট্রেলিয়ার ক্রিকেট টিমের নতুন ক্যাপ্টেনের নাম ঘোষণা। তবে না টি-টোয়েন্টি দলের নয়, অস্ট্রেলিয়ার ওয়ান ডে দলের নতুন ক্যাপ্টেনকে বেছে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেট টিমের ক্যাপ্টেন প্যাট কামিন্সকে (Pat Cummins) ওয়ান ডে দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন থেকে ৫০ ওভারের ম্যাচে অ্যারন ফিঞ্চের (Aaron Finch) পরিবর্তে নেতৃত্ব দিতে দেখা যাবে কামিন্সকে। এই সংক্রান্ত সব খবর জানতে চোখ রাখুন TV9Bangla -তে।

মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ২৭ তম ওডিআই ক্যাপ্টেন হিসেবে কামিন্সের নাম ঘোষণা করা হয়েছে। ২০২৩ ভারত বিশ্বকাপে অজিদের নেতৃত্ব দেওয়ার বড় চ্যালেঞ্জ এখন কামিন্সের সামনে।

ওয়ান ডে ফরম্যাট থেকে অ্যারন ফিঞ্চের অবসর ঘোষণার পর নতুন কারও স্থলাভিষিক্ত হওয়া অবশ্যম্ভাবী ছিল। প্রাথমিকভাবে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ ক্যাপ্টেন হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন। যদিও ওয়ার্নারের ওপর আজীবন ক্যাপ্টেন হওয়া থেকে নিষিদ্ধ থাকার কোড অব কনডাক্ট জারি করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া, সেই কারণে স্মিথের দিকে পাল্লা ভারী ছিল। কিন্তু সব হিসেব উল্টে দিয়ে কামিন্সেই আস্থা রাখল অস্ট্রেলিয়া। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তথা প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, “টেস্ট দলের ক্যাপ্টেনের দায়িত্ব নেওয়ার পর প্যাট দারুণ কাজ করেছে। ২০২৩ ভারত বিশ্বকাপে আমরা ওর নেতৃত্বেই খেলব।”

কামিন্স প্রথম অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার যিনি সীমিত ওভারের ছেলেদের ক্রিকেট দলের ক্যাপ্টেনের দায়িত্ব পেলেন। ১৯৯০ সালের পর শেন ওয়ার্নের ঠিক পরেন প্রথম বোলার হিসেবে দলকে নেতৃত্ব দেবেন কামিন্স। তবে এ দিন ক্রিকেট অস্ট্রেলিয়া কোনও সহ-অধিনায়কের নাম ঘোষণা করেনি।

ক্যাপ্টেনে হিসেবে তাঁর নাম ঘোষণার আগে কামিন্স বলেন, “বিষয়টা একটু অন্য ভাবে দেখতে হবে। আমাদের দলে এমন অনেকেই আছেন যাঁর ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই খেলতে অভ্যস্থ। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে। আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ। আগামী ৬ মাসের মধ্যে ১৫টি টেস্ট ম্যাচ। প্রত্যেকটি ম্যাচে ক্যাপ্টেন ভাল খেলবেন, এমনটা আশা করার কোনও জায়গা আছে বলে আমি মনে করি না।”