PCB : দলের প্রাণভোমরাদের বেতন বাড়াচ্ছে পিসিবি, বাবর-আফ্রিদিদের উপর অর্থের বর্ষণ
পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম এবং দলের আরও দুই গুরুত্বপূর্ণ সদস্য মহম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদির বেতন বৃদ্ধি করল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
লাহোর : বিশ্বকাপের ঠিক আগেই সুখবর। নয়া কেন্দ্রীয় চুক্তি আনতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। যেখানে বাবর আজম, মহম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদির বেতন বাড়তে চলেছে। এই তিন ক্রিকেটার পাকিস্তান ক্রিকেট দলের প্রাণভোমরা। তিন ফর্ম্যাটেই সমান গুরুত্ব রয়েছে তাঁদের। সাম্প্রতিক সময়ে বাবর (Babar Azam), রিজওয়ান ও আফ্রিদির পারফরম্যান্স চোখে পড়ার মতো। বিভিন্ন টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন তাঁরা। তাই ওডিআই বিশ্বকাপের আগে বাবরদের বেতন বাড়িয়ে আফ্রিদিদের উজ্জ্বীবিত করার উদ্য়োগ নিল পাক ক্রিকেট বোর্ড। এই তিন ক্রিকেটারের উপর অর্থের বর্ষণ হতে চলছে। নয়া কেন্দ্রীয় চুক্তিতে বার্ষিক কত টাকা রোজগার করবেন বাবররা? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
পিসিবির গত বছরের সেন্ট্রাল চুক্তির ধারা ছিল অন্য রকম। টেস্ট এবং সীমিত ওভারের ক্রিকেটারদের চুক্তি ছিল আলাদা। ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, তিন তারকা ক্রিকেটার (বাবর, রিজওয়ান এবং শাহিন) এ ক্যাটাগরিতে রয়েছেন। প্রতি মাসে তাঁরা ৪.৫ মিলিয়ন PKR যা ভারতীয় মুদ্রায় ১৩ লক্ষ টাকার মতো পাবেন। বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার মতো সিনিয়র ক্রিকেটারদের নিরিখে যা কিছুই নয়। তবু পরিস্থিতি তো খানিকটা বদলাল, এটাই বড় প্রাপ্তি বাবরদের কাছে। বর্তমানে পাকিস্তান ক্রিকেট দলের সাফল্যের মূলে এই তিন ক্রিকেটার। বাবর তিন ফর্ম্যাটেই জাতীয় দলের অধিনায়ক। একই সঙ্গে দলের তারকা ব্যাটার তিনি। শাহিন শাহ আফ্রিদির তাঁর আগুনে গতিতে বিপক্ষকে ছারখার করতে এতটুকু কুণ্ঠাবোধ করেন না। মহম্মদ রিজওয়ানও দলের স্টার ব্যাটার। যোগ্যদের উপর অর্থের বর্ষণ করতে ভাবছে না পাক ক্রিকেট বোর্ড।
এ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা বছরে ১৩ লক্ষ টাকা কামাবেন। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৩ মিলিয়ন অর্থাৎ বছরে ৮.৭৬ লক্ষ টাকা। সি এবং ডি ক্যাটাগরিতে বার্ষিক ০.৭৫ থেকে ১.৫ মিলিয়ন অর্থ পাবেন ক্রিকেটাররা। এমনিতেই আর্থিক সঙ্কটে জেরবার পাকিস্তান। মুদ্রাস্ফীতিতে পড়ে দেশের অবস্থা শোচনীয়। তা সত্ত্বেও পিসিবি যে পরিমাণ বেতন বাড়াচ্ছে তা ক্রিকেটারদের খুশিই করবে। বিশ্বকাপে নামার আগে বাবরের টিমকে তাতাতে ভিটামিন ‘এম’ দিতে চলে পাক বোর্ড।