AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arshdeep Singh: শ্রীলঙ্কায় কেন ব্যর্থ অর্শদীপ সিং? উঠে এল সেই কারণ…

India vs Sri Lanka: তৃতীয় ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়। ওয়ান ডে সিরিজের স্কোয়াডেও রয়েছেন অর্শদীপ। একাদশেও অটোমেটিক চয়েস। প্রথম দুটি ওয়ান ডে-তে একই হতাশা। এর কারণ কী হতে পারে? সেটাই খোঁজার চেষ্টা। যে কারণ মূলত উঠে আসছে, তার আগে দেখে নেওয়া যাক শ্রীলঙ্কায় এই সফরে তাঁর পারফরম্যান্স।

Arshdeep Singh: শ্রীলঙ্কায় কেন ব্যর্থ অর্শদীপ সিং? উঠে এল সেই কারণ...
Image Credit: PTI
| Updated on: Aug 06, 2024 | 2:15 AM
Share

শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। একটা অস্বস্তি অবশ্য ছিল। অর্শদীপ সিংয়ের বোলিং। এই তরুণ বাঁ হাতি পেসার টি-টোয়েন্টি বিশ্বকাপের চোখ ধাঁধানো বোলিং করেছেন। স্বাভাবিক ভাবেই তাঁকে নিয়ে প্রত্যাশার পারদ উর্ধ্বমুখী ছিল। শ্রীলঙ্কায় তিন ম্যাচের টি-টোয়েন্টির মধ্যে প্রথম দুটিতে খেলানো হয়েছিল অর্শদীপকে। তৃতীয় ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়। ওয়ান ডে সিরিজের স্কোয়াডেও রয়েছেন অর্শদীপ। একাদশেও অটোমেটিক চয়েস। প্রথম দুটি ওয়ান ডে-তে একই হতাশা। এর কারণ কী হতে পারে? সেটাই খোঁজার চেষ্টা। যে কারণ মূলত উঠে আসছে, তার আগে দেখে নেওয়া যাক শ্রীলঙ্কায় এই সফরে তাঁর পারফরম্যান্স।

প্রথমে টি-টোয়েন্টি প্রসঙ্গে আসা যাক। প্রথম ম্যাচে বিশাল স্কোর গড়েছিল ভারত। ৪৩ রানের বড় জয় ছিনিয়ে নিয়েছিলে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। অর্শদীপ নেন ২ উইকেট। প্রথমটি নবম, দ্বিতীয়টি ১৮তম ওভারে। কিন্তু তাঁকে দিয়ে স্লগ ওভারে ১ ওভারের বেশি বোলিং করানোর ঝুঁকি নিতে পারেননি ক্য়াপ্টেন স্কাই। ৩ ওভারে ২ উইকেট নিলেও দিয়েছেন ৮ রান করে। লো স্কোরিং ম্যাচ হলে ৮-এর ইকোনমি ভারতের পক্ষে ক্ষতিকারকই হত।

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ২ উইকেট নিয়েছিলেন। একটি পাওয়ার প্লে-তে, আর একটি ১৯তম ওভারে। এই ম্যাচেও তাঁকে চার ওভারের কোটা দেওয়া হয়নি। ৩ ওভারে দিয়েছেন ২৪ রান। এ বার প্রথম দুই ওয়ান ডে প্রসঙ্গে আসা যাক। প্রথম ম্যাচে ২ উইকেট নিয়েছেন অর্শদীপ। ইকোনমি সবচেয়ে বেশি ছিল তাঁরই। ৮ ওভারে ৪৭ রান দিয়েছেন। হতাশ করেছেন স্লগ ওভার বোলিংয়েও। দ্বিতীয় ওয়ান ডে ৯ ওভারে ৫৮ রান দিয়েও উইকেট নেই।

অর্শদীপের এই খারাপ পারফরম্যান্সের প্রধান কারণ হতে পারে বোলিং পার্টনারশিপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর সঙ্গে ছিলেন জসপ্রীত বুমরা। তাঁর ইকোনমি ৪-এর আশেপাশে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এত কম ইকোনমি! বিশ্বকাপে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বুমরাই। তাঁর চেয়ে বেশি উইকেট নিয়েছিলেন অর্শদীপ সিং। যদিও বিশ্বকাপে অর্শদীপ বারবার একটা কথা বলেছেন, উল্টোদিকে জসপ্রীত বুমরা চাপ তৈরি করায় উইকেট পেয়েছেন। নিজের উইকেটের বেশির ভাগ কৃতিত্ব দিয়েছেন বুমরাকেই।

শ্রীলঙ্কা সফরে বিশ্রামে বুমরা। অর্শদীপের বোলিং সঙ্গী মহম্মদ সিরাজের পারফরম্যান্সও স্ক্যানারে। সিরাজ এখন সিনিয়র পেসার। তাঁর দিক থেকে চাপ তৈরি না হওয়ার কারণে অর্শদীপও সাফল্য পাচ্ছেন না, এমনই মনে করা হচ্ছে। যা মোটেও ভালো ইঙ্গিত নয় অর্শদীপের জন্য। ওয়েটিং লিস্টে রয়েছেন হর্ষিত রানাও। বোলিংয়ের পাশাপাশি যাঁর ব্যাটিং দক্ষতাও রয়েছে। ফলে জায়গা হারালে, অর্শদীপের ফেরা কঠিন হবে।