Samit Dravid: ভিডিয়ো: দ্রাবিড়-পুত্র সমিতের লম্বা ছয় আছড়ে পড়ল গ্যালারিতে, তারপর…
KSCA Maharaja T20 League: কর্নাটক ক্রিকেট সংস্থার মহারাজা টি-টোয়েন্টি লিগে ডেবিউ ম্যাচে ৭ রান করেছিলেন দ্রাবিড়ের ছেলে। তার পরের ম্যাচেও সাতেই আটকে গেলেন সমিত। তাঁর এক ছক্কার ভিডিয়ো নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।
কলকাতা: ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের পুত্র এখন বিরাট আলোচনায়। কয়েকদিন আগেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে পা রেখেছেন ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’ এর ছেলে সমিত দ্রাবিড় (Samit Dravid)। তাঁকে কর্নাটক ক্রিকেট সংস্থার মহারাজা টি-টোয়েন্টি লিগে (KSCA Maharaja T20 League) মাইসোর ওয়ারিয়র্সের জার্সিতে খেলতে দেখা যাচ্ছে। মাইসোরের হয়ে দ্বিতীয় ম্যাচেই সমিতের অভিষেক হয়েছে। ডেবিউ ম্যাচে ৭ রান করেছিলেন দ্রাবিড়ের ছেলে। তার পরের ম্যাচেও সাতেই আটকে গেলেন সমিত। তবে তাঁর এক ছক্কার ভিডিয়ো নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরু ব্লাস্টার্সের বিরুদ্ধে মাইসোর ওয়ারিয়র্সের ম্যাচ ছিল। সেই ম্যাচে সমিত ৭ বলে ৭ রানে ফেরেন। কিন্তু তাঁর এক ছয় নিয়ে রীতিমতো আলোচনা শুরু করে দিয়েছেন ক্রিকেট প্রেমীরা। মাইসোর ওয়ারিয়র্সের ইনিংস চলাকালীন লং অন ও ডিপ মিড উইকেটের মধ্যে দিয়ে লম্বা ছক্কা হাঁকান সমিত। বল গিয়ে আছড়ে পড়ে স্টেডিয়ামে। ডাগআউটে থাকা সমিতের সতীর্থরা হাততালিতে ভরিয়ে দেন। সেই ছয় মারার পরের বলেই অবশ্য আউট হয়ে যান সমিত। নবীন তুলে নেন তাঁর উইকেট।
ದ್ರಾವಿಡ್ ಸರ್ ಮಗ ಗುರು ಇವ್ರು..🤯🔥
ಈ ಸಿಕ್ಸ್ ಗೆ ಒಂದು ಚಪ್ಪಾಳೆ ಬರ್ಲೇಬೇಕು..👏👌
📺 ನೋಡಿರಿ Maharaja Trophy KSCA T20 | ಬೆಂಗಳೂರು vs ಮೈಸೂರು | LIVE NOW #StarSportsKannada ದಲ್ಲಿ#MaharajaTrophyOnStar@maharaja_t20 pic.twitter.com/ROsXMQhtwO
— Star Sports Kannada (@StarSportsKan) August 16, 2024
ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে, টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরু ব্লাস্টার্স। বৃষ্টির কারণে ম্যাচ ২ ওভার কমে যায়। ১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে মাইসোর ওয়ারিয়র্স। টিমের হয়ে সর্বাধিক রান হর্ষিল ধারিমানি (৫০) ও মনোজ ভাঙ্গাগের (৫৮*)। ১৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু।