IPL 2022: পর্দার রাহুলের দলকে জবাব দিলেন মাঠের রাহুল
রবিবার আবার মাঠে নামতে হবে। প্রতিপক্ষ মায়াঙ্ক আগরওয়ালের (Mayanak Agarwal) পঞ্জাব কিংস (Punjab Kings)। পাঁচ ম্যাচের, প্রথম দুটিতে হেরে চাপে ছিল অরেঞ্জ আর্মি। তারপর তিনটি ম্যাচ জিতে ছয় পয়েন্টে উঠে এসেছে তারা। কাল পঞ্জাবরে হারাতে পারলেই প্রথম তিনে মধ্যে ঢুকে পরার সুযোগ রয়েছে। রাহুল ত্রিপাঠিরা এখন সে দিকেই ফোকাস করছেন।
মুম্বই: রাহুল, নাম তো শুনা হি হোগা… ব্যাট হাতে শুক্রবার রাতে কিং খানের কলকাতা নাইটা রাইডার্সকে (Kolkata Knight Riders) এই বার্তাটাই যেন দিলেন রাহুল ত্রিপাঠি (Rahul Tripathi)। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে গত মরসুমে মোটের ওপর ভালই পারফর্ম করেছিলেন রাহুল। কিন্তু এ বারের মেগা নিলামে তাঁকে দলে নেওয়ার কোনও চেষ্টাই করেননি ভেঙ্কি মাইসোররা। নাইটদের বেগুনি জার্সি ছেড়ে এ বার সানরাইজার্সের হায়দরাবাদের (Sunrisers Hyderabad) কমলা জার্সিতে, রং বাজী রাহুলের। নিজের পুরোন দলকে হারিয়ে যেন মোক্ষম জবাব দিলেন, তাঁকে যতটা সহজ ভাবে মুছে ফেলা হয়েছিল, ব্যাট হাতে তিনি ততটা সহজ নন। ৩৭ বলে অপরাজিত ৭১ রানের ইনিংসের পরতে পরতে ছিল জবাব। ৪টি চার, ৬টি ছক্কায় ম্যাচ ও ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হাতে নিয়ে মুখেও চওড়া হাসি রাহুল ত্রিপাঠির।
Batting mindset & partnership ? Match-winning knocks ? Mutual admiration ☺️@tripathirahul52 & @AidzMarkram chat after @SunRisers complete a hat-trick of wins in the #TATAIPL 2022. ? ? – By @RajalArora
Full interview ? ? #SRHvKKR https://t.co/wYZCuLy4IL pic.twitter.com/NAHD66bdEo
— IndianPremierLeague (@IPL) April 16, 2022
রাহুল ত্রিপাঠি কলকাতা নাইট রাইডার্সের বোলারদের ভালো করেই চেনেন। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেলরা একেবারেই চমকে দিতে পারেননি রাহুলকে। উল্টে রাহুল শুরু থেকেই ভেবে এসেছিলেন কাকে কি ভাবে সামলাবেন। ম্যাচ শেষে বলেছেন, “ইনিংসটা এনজয় করেছি, রাসেল শর্ট বল করছিল, আমি ভেবে রেখেছিলাম শর্ট বল করলে পুল শট নেব। তবে আমি আশা করিনি বরুণ আমায় ওপরে বোলিং করবে। আগে থেকে কিছু পরিকল্পনা করে আসেনি। বরুণকে চাপে রাখার ভাবনাটা ছিল।”
রাহুলের দাপটে ১৭৬ রানের লক্ষ্য ১৩ বল বাকি থাকতেই জিতে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। সানরাইজার্স মিডল অর্ডারের মূল ভরসা হয়ে উঠেছেন রাহুল ত্রিপাঠি। তাঁর ব্যাটে ভর করে আবার লড়াইয়ে ফিরে এসেছে হায়দরাবাদের দল। গত সপ্তাহে শারীরিক অসুস্থয়া ভুগতে হেয়েছে। তারপর ফিরে এমন একটা ইনিংস। আগের ম্যাচে ভালই ব্যাটিং করছিলেন, পেশীতে টানা ধরায় মাঠে ছাড়তে হয়েছিল। সেই আক্ষেপটা নাইটদের বিরুদ্ধে মেটালেন রাহুল। রবিবার আবার মাঠে নামতে হবে। প্রতিপক্ষ মায়াঙ্ক আগরওয়ালের (Mayanak Agarwal) পঞ্জাব কিংস (Punjab Kings)। পাঁচ ম্যাচের প্রথম দুটিতে হেরে চাপে ছিল অরেঞ্জ আর্মি। তারপর তিনটি ম্যাচ জিতে ছয় পয়েন্টে উঠে এসেছে তারা। কাল পঞ্জাবরে হারাতে পারলেই প্রথম তিনে মধ্যে ঢুকে পরার সুযোগ রয়েছে। রাহুল ত্রিপাঠিরা এখন সে দিকেই ফোকাস করছেন।
আরও পড়ুন : LSG vs MI IPL 2022 Match Prediction: রাহুলের বিরুদ্ধে জয় পাবেন রোহিত?