ভারত সরকার চাইলে পাক ক্রিকেটে তালা পড়ে যেতে পারে, বলছেন রামিজ
সম্প্রতি পাকিস্তানের সেনেট সদস্যদের সঙ্গে এক বৈঠকে রামিজ বাস্তটাই তুলে ধরেছেন। স্পষ্ট ভাষায় বলেছেন, 'আইসিসি যে অর্থ উপার্জন করে, তার অধিকাংশটাই আসে ভারতের বাজার থেকে।'
করাচি: আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দাদাগিরির বড় কারণই হল আর্থিক জোর। বিসিসিআই-ই (BCCI) আর্থিক ভাবে টানে আইসিসি-কে। যে কারণে কোনও ক্রিকেট বোর্ডই ভারতের বিরুদ্ধে যায় না। আইসিসির (ICC) ভর্তুকিতে চলে পাকিস্তান ক্রিকেট। ভারত সরকার যদি ঠিক করে, পাকিস্তানকে ক্রিকেট অনুদান দেবে না, তা হলে কিন্তু পিসিবি (PCB) বন্ধ হয়ে যাবে। পাকিস্তান ক্রিকেটে কার্যত তালা পড়ে যাবে। এমনই মন্তব্য করেছেন পিসিবির চেয়ারম্যান রামিজ রাজা (Ramiz Raja)।
সম্প্রতি পাকিস্তানের সেনেট সদস্যদের সঙ্গে এক বৈঠকে রামিজ বাস্তটাই তুলে ধরেছেন। স্পষ্ট ভাষায় বলেছেন, ‘আইসিসি যে অর্থ উপার্জন করে, তার অধিকাংশটাই আসে ভারতের বাজার থেকে। যদি ঘুরিয়ে বলতে হয়, ভারতই পাকিস্তান ক্রিকেট চালায়। যদি ভারতের প্রধানমন্ত্রী ঠিক করেন, পাকিস্তানকে আর অনুদান দেবেন না, তা হলে কিন্তু পাক ক্রিকেটে তালা পড়ে যাবে।’
পাকিস্তান ক্রিকেট বোর্ড এই মুহূর্তে অত্যন্ত চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। এক দিকে নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো টিম সফর বাতিল করেছে। অন্য দিকে, বিদেশি টিমগুলোর কাছে পাকিস্তান আবার ভয়ের দেশ হয়ে উঠেছে। ওই দেশে আগামী সফরগুলোর জন্য অস্ট্রেলিয়ার মতো দেশ যাবে কিনা, তা নিয়ে তীব্র সংশয়। এই পরিস্থিতি থেকে বেরোতে হলে আইসিসির সমর্থন দরকার পাকিস্তানের। তা কার্যত পাওয়া যাবে কিনা, তা নিয়েই যত সংশয় পিসিবিতে। এই মুহূর্তে চেয়ারম্যান রামিজ যে কারণে ধীরে চলো নীতি নিয়েছেন। যাতে আইসিসি কোনও ভাবেই না চটে যায়। আর তার পিছনে আসল কারণ ভারতকে না চটানো।
আইসিসিতে ভারত, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া বিগ থ্রি হিসেবে গণ্য হয়। যে কোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই তিন বোর্ডের সম্মতির দরকার পড়ে। আর্থিক জোরের কারণে ভারত এই ত্রয়ীর মধ্যে আবার সবচেয়ে বেশি গুরুত্ব আদায় করে নেয়।
রামিজ বলেছেন, ‘অস্ট্রেলিয়া কখনওই ভারতের বিরুদ্ধে যাবে না। কোনও দেশই ভারতের বিরুদ্ধে গলা তোলার চেষ্টা করবে না। নিউজিল্যান্ডের ক্ষেত্রে তো দেখাই গেল, আচমকা সিদ্ধান্ত নিয়ে ২ মিনিটের মধ্যে বেরিয়ে গেল। তার কারণই হল, নিউজিল্যান্ড কিন্তু নিজেদের আগ্রহে পাকিস্তানে খেলতে আসেনি। তার একটাই কারণ, পাকিস্তান ক্রিকেটের অর্থনৈতিক অবস্থা একেবারেই ভালো নয়।’