CRICKET : ধোনি নয়, হেলিকপ্টার শটে তাক লাগালেন আফগান ক্রিকেটার
দেশের অশান্তি নিয়ে রীতমিত অস্বস্তিতে রয়েেছেন এই আফগান তারকা।
লন্ডনঃ হেলিকপ্টার শট। বিশ্ব ক্রিকেটে আমদানি করা মহেন্দ্র সিংহ ধোনির আমদানি করা এক অভিনব শট। দিলস্কুপ যেমন ক্রিকেটে আমদানি করেছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার তিলকরত্নে দিলশান। সুইচ হিট যেমন আমদানি করেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন। ঠিক তেমনি ধোনির হেলিকপ্টার শট। তবে ধোনির হেলিকপ্টার শট ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে মেরে তাক লাগালেন আফগানিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটার রশিদ খান। নিমেষে ভাইরাল সেই ভিডিও।
মঙ্গলবার ইংলিশ টি২০ ব্লাস্ট টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল সাসেক্স ও ইয়র্কশায়ার। সাসেক্সের হয়ে খেলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। এদিন সাসেক্সের হয়ে ব্যাট হাতে নেমে একেবারে রণংদেহী মেজাজে ছিলেন এই আফগান তারকা। ৯ বলে ২৭ রান করেন তিনি। জয়ের জন্য ইয়র্কশায়ার টার্গেট রেখেছিল ১৭৮ রান। আর ব্যাট হাতে নেমেই মেজাজে ছিলেন রশিদ। মারমুখী রশিদের ইনিংসে ছিল একটি ছয়। যা এসেছে হেলিকপ্টার শট থেকে। ধোনির সিগনেচাার শট রশিদের ব্যাট থেকে আসার পর সেই ভিডিও ভাইরাল। আর ব্যাটসম্যান রশিদ এখন আলোচনায়।
View this post on Instagram
দেশের অশান্তি নিয়ে রীতমিত অস্বস্তিতে রয়েেছেন এই আফগান তারকা। পরিবারকে নিয়ে উৎকন্ঠায় দিন গুজরান হচ্ছে রশিদ খানের। এই পরিস্থিতিতে ক্রিকেট খেলাটাই যেকোনও ক্রিকেটারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর রশিদ তার মাঝেই মন দিয়ে রেখেছেন ক্রিকেটেই। বোলার রশিদ বিপক্ষের ত্রাস। এবার ব্যাটসম্যান রশিদ যে দাপট দেখালেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে তাতে অনেক প্রতিপক্ষই বলছে, ব্যাটসম্যান রশিদও চাপে ফেলে দিতে পারে প্রতিপক্ষের যেকোনও বোলারকে।