India vs England 2021: আমি কোচ হলে পূজারাকে আরও শট খেলাতাম, বলছেন লারা
বিদেশ সফরে পূজারা ভারতীয় টিমের অপরিহার্য সদস্য। তিন নম্বরে নেমে বিপক্ষ বোলিংয়ের ধার কমানোর কাজটা করেন। সেই সঙ্গে রানও দিয়ে যান টিমকে। সেটাই গত অস্ট্রেলিয়া সফর থেকে দেখা যাচ্ছে না। যা নিয়ে প্রশ্ন উঠছে।
মুম্বই: যদি চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) কোচ হতেন, তা হলে তাঁর ব্যাটিং স্টাইল পাল্টানোর চেষ্টা করতেন না। শুধু স্ট্রাইক রেটটা বাড়ানোর চেষ্টা করতেন। যাতে পূজারা এবং টিম, লাভ হয় দু’পক্ষেরই।
যিনি এমন পরামর্শ দিচ্ছেন, তিনি ব্রায়ান লারা (Brain Lara)। হেডিংলে-তে (Headingley Stadium) ভারত-ইংল্যান্ড (India vs England) তৃতীয় টেস্টের (3rd Test) আগে ক্যারিবিয়ান কিংবদন্তির ব্যাখ্যা, ‘পূজারা ধৈর্য ধরে ক্রিজে থাকে। স্ট্রাইক রেট কম হলেও রান করে। আমি যদি ওর কোচ হতাম, তা হলে ওকে আরও শট খেলার মতো তৈরি করতাম। যাতে পূজারা আর টিম, দু’পক্ষেরই লাভ হয়।’
পূজারা দীর্ঘদিন বড় রান পাননি। যা নিয়ে কথা উঠছে। প্রচুর বল খেললেও রান দিতে পারছেন না। লর্ডসে (Lord’s Test) পূজারা-রাহানে জুটি ৪৯.৩ ওভার ব্যাট করে ১০০ রান তুলেছিলেন। এত স্লো ব্যাটিং দেখে অনেকেই অবাক হয়েছেন।
লারার পরামর্শ, ‘পূজারা নিজের কাজটা করছে। যে কাজ ওকে দেওয়া হয়েছে, সেটা ঠিকঠাক পালন করছে। কিন্তু কেউ যখন স্লথ ব্যাটিং করে, তখন অনেক চাপ তৈরি হয়। বোলারদের অনেক বেশি বল হজম করতে হয়। এমনকি, সেঞ্চুরি করলেও বল খেলার সংখ্যাটা কমে না।’
বিদেশ সফরে পূজারা ভারতীয় টিমের অপরিহার্য সদস্য। তিন নম্বরে নেমে বিপক্ষ বোলিংয়ের ধার কমানোর কাজটা করেন। সেই সঙ্গে রানও দিয়ে যান টিমকে। সেটাই গত অস্ট্রেলিয়া সফর থেকে দেখা যাচ্ছে না। যা নিয়ে প্রশ্ন উঠছে। গত ৩০ মাসে ৩৪টা ইনিংসে সেঞ্চুরি পাননি তিনি। আর তাই পূজারার বদলি হিসেবে সূর্যকুমার যাদবকে খেলানোর কথা বলছেন। শ্রীলঙ্কা সফরে ভালো খেলার সুবাদে ভারতীয় টেস্ট টিমে ঢুকে সূর্য টিমকে অনেক বেশি রান দিতে পারেন। তবু বিরাট কোহলি আস্থা রাখছেন পূজারার উপরেই।