Ravi Shastri: আইপিএলে কোচিংয়ের দিকে ঝুঁকবেন রবি শাস্ত্রী?

অনিল কুম্বলের পর ভারতীয় টিমের কোচিংয়ের দায়িত্ব নিয়েছিলেন শাস্ত্রী (Ravi Shastri)। পরের পাঁচটা বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটরা প্রচুর সাফল্য পেয়েছেন।

Ravi Shastri: আইপিএলে কোচিংয়ের দিকে ঝুঁকবেন রবি শাস্ত্রী?
রবি শাস্ত্রী (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2021 | 3:38 PM

মুম্বই: রবি শাস্ত্রী (Ravi Shastri) জমানা শেষ হতে চলেছে ভারতীয় ক্রিকেটে। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) শাস্ত্রী কী করবেন, তা নিয়ে নানা জল্পনা। কেউ বলছেন, আইপিএলে (IPL) কোচিং করতে দেখা যেতে পারে তাঁকে। আর তা যদি হয়, তা হলে বিরাট কোহলির (Virat Kohli) টিম আরসিবি-ই (RCB) হবে তাঁর ঠিকানা। আবার কেউ বলছেন, আগের মতো কমেন্ট্রি বক্সেই ফিরে যাবেন তিনি।

ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) নতুন কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে রাজি করিয়ে ফেলেছে। পাশাপাশি হেড কোচ, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ বাছার জন্য বিজ্ঞাপন দিয়েছে। যাতে বলা হয়েছে, ইচ্ছুক ব্যক্তিরা ভারতীয় টিমের কোচ হওয়ার জন্য় আবেদন করতে পারবেন। হেড কোচের জন্য আবেদনের মেয়াদ রাখা হয়েছে ২৬ অক্টোবর বিকেল ৫টার মধ্যে। অন্যান্য বিভাগের জন্য ৩ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ২ বছরের জন্য নতুন কোচ নিয়োগ করবে বোর্ড। আবেদনকারীদের বয়স ৬০-এর মধ্যে হতে হবে।

৫৯ বছরের শাস্ত্রী আর খুব বেশি দৌড়ঝাঁপ চাইছেন না। তাঁর ঘনিষ্ঠ একজন বলছেন, ‘উনি আর দীর্ঘমেয়াদী কোচিং চাইছে না। আইপিএলের কোনও টিমে কাজ করার ইচ্ছে আছে। আর শাস্ত্রী যদি আবার কমেন্ট্রি বক্সে ফিরতে চান, তা হলেও ওকে লুফে নেবে। ক্রিকেট বিশ্লেষক হিসেবে বরাবরই তাঁকে গুরুত্ব দেওয়া হয়।’

অনিল কুম্বলের পর ভারতীয় টিমের কোচিংয়ের দায়িত্ব নিয়েছিলেন শাস্ত্রী। পরের পাঁচটা বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটরা প্রচুর সাফল্য পেয়েছেন। আইসিসির কোনও টুর্নামেন্ট হয়তো জিততে পারেনি ভারত। তবে শাস্ত্রীর কোচিংয়ে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল টিম। ২০১৯ সালের ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পৌঁছেছিলেন বিরাটরা।

আরসিবিতে শাস্ত্রী কোচ হতে পারেন কিনা, তা নিয়ে ব্যাঙ্গালোর এক কর্তা বলছেন, ‘সদ্য আইপিএল শেষ হয়েছে। রবি শাস্ত্রী এবং বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ব্যস্ত। এই মুহূর্তে শাস্ত্রীকে কোচ করা নিয়ে কোনও আলোচনা বা কথা হয়নি। তবে ভবিষ্যতে তো অনেক কিছুই হতে পারে।’

শুধু আরসিবি নয়, আইপিএলের দুটো নতুন টিমও শাস্ত্রীকে কোচ করতে পারে। ভারতীয় ক্রিকেটের এক প্রভাবশালী কর্তা বলছেন, ‘রবি শাস্ত্রীর মতো কোচ, যিনি সাফল্য দিতে পারেন, তাঁকে যে কোনও টিমই কাজে লাগাতে চাইবে। অন্য টিমগুলোর পাশাপাশি, নতুন দুটো টিম আসছে আইপিএলে। তারাও ওঁকে নিতে পারে।’

আরও পড়ুন: T20 World Cup 2021: ওমানকে জিতিয়ে ধাওয়ান-সেলিব্রেশন যতীন্দর সিংয়ের

আরও পড়ুন: T20 World Cup 2021: আজ বিশ্বকাপের প্রস্ততি ম্যাচ বিরাটদের