Ravichandran Ashwin: অন্যায় হয়… IPL এর যে নিয়মে অসন্তোষ প্রকাশ রবিচন্দ্রন অশ্বিনের

IPL Rule: এ বছর রয়েছে আইপিএলের মেগা নিলাম। ১০ ফ্র্যাঞ্চাইজি এখন থেকেই ভাবতে শুরু করে দিয়েছে কোন ক্রিকেটারদের ধরে রাখা হবে, আর কোন ক্রিকেটারদের রিলিজ় করা হবে। এই পরিস্থিতিতে দেশের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) আইপিএলের এক নিয়মের ঘোর বিরোধিতা করেছেন।

Ravichandran Ashwin: অন্যায় হয়... IPL এর যে নিয়মে অসন্তোষ প্রকাশ রবিচন্দ্রন অশ্বিনের
Ravichandran Ashwin: অন্যায় হয়... IPL এর যে নিয়মে অসন্তোষ প্রকাশ রবিচন্দ্রন অশ্বিনেরImage Credit source: X
Follow Us:
| Updated on: Aug 11, 2024 | 7:39 PM

কলকাতা: চব্বিশের শেষ এখনও হয়নি। ইতিমধ্যেই পঁচিশের আইপিএল (IPL) নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কারণ, এ বছর রয়েছে আইপিএলের মেগা নিলাম। যে কারণে ১০ ফ্র্যাঞ্চাইজি এখন থেকেই ভাবতে শুরু করে দিয়েছে কোন ক্রিকেটারদের ধরে রাখা হবে, আর কোন ক্রিকেটারদের রিলিজ় করা হবে। এই পরিস্থিতিতে দেশের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) আইপিএলের এক নিয়মের ঘোর বিরোধিতা করেছেন। রাইট টু ম্যাচ এই নিয়মটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অশ্বিন। তিনি মনে করেন, এই নিয়ম থাকলে ক্রিকেটারদের প্রতি সুবিচার হয় না।

রাইট টু ম্যাচ কার্ড ঠিক কী? আগে আইপিএলে এই কার্ডের ব্যবহার হত। গত মরসুমে দলের হয়ে খেলা যে কোনও ক্রিকেটার নিলামে যদি ওঠেন, তাতে তাঁর যা দর ওঠে সেই দামে আবার প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি নিজেদের টিমে ওই ক্রিকেটারকে নিয়ে নিতে পারে এই কার্ডের সাহায্যে। এই নিয়মটি কোনও ক্রিকেটারের জন্যই ভালো নয় বলে মনে করছেন অশ্বিন। ২০২২ সালের মেগা নিলামে আরটিএম কার্ড ব্যবহার বাতিল হয়েছিল। ২০২৫ সালের আইপিএলের মেগা নিলামে হয়তো থাকবে না রাইট টু ম্যাচ কার্ডের নিয়ম।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ‘একজন প্লেয়ারের জন্য আরটিএমের থেকে অন্যায় জিনিস আর কিছু নেই। এই আরটিএম নিয়ম কী ভাবে কাজ করেছে এত দিন? উদাহরণস্বরূপ এক্স নামের কোনও ক্রিকেটার সানরাইজার্সে খেলে, তার এখনকার মূল্য পাঁচ থেকে ছয় কোটি টাকা। এ বার নিলামে উঠলেন সেই ক্রিকেটার। ধরুন,দু’কোটি টাকায় ওই ক্রিকেটারের বিডিং শুরু হল। আর সেই সময় কেকেআর ও মুম্বই ওই ক্রিকেটারের জন্য বিড করতে শুরু করল। আর ৬ কোটি টাকা দর উঠল ওই ক্রিকেটারের। সেই সময় সানরাইজার্স আরটিএম কার্ড ব্যবহার করে ওই ক্রিকেটারকে কিনে নিল। তাতে কেকেআর এবং মুম্বই দু’টো টিমই খুশি হবে না। তখন একমাত্র খুশি হবে সানরাইজার্স। কারণ তারা ওই নিলামে এক বার অংশ নিয়েই সেই ক্রিকেটারকে পেয়ে গিয়েছে।’ এ বার দেখার আসন্ন আইপিএলের মেগা নিলামে এই নিয়ম কোনও ফ্র্যাঞ্চাইজি কার্যকর করতে পারবে কিনা।