LA28, Virat Kohli: বিরাট কোহলির জন্যই অলিম্পিকে ক্রিকেট! বড় তথ্য সামনে আনলেন ডিরেক্টর

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিকের অনেক আগে থেকেই ক্রিকেটের অন্তর্ভূক্তি নিয়ে আলোচনা চলছিল। সময় কম থাকায় এ বারের অলিম্পিকে তা করা যায়নি। অবশেষে লস অ্যাঞ্জেলসে দেখা যাবে ক্রিকেট। আর এটা সম্ভব হয়েছে ভারতীয় ক্রিকেটের সুপার স্টার বিরাট কোহলির জন্য! এমন তথ্যই সামনে আনলেন অলিম্পিকের ডিরেক্টর।

LA28, Virat Kohli: বিরাট কোহলির জন্যই অলিম্পিকে ক্রিকেট! বড় তথ্য সামনে আনলেন ডিরেক্টর
Image Credit source: OLYMPICS WEBSITE, X
Follow Us:
| Updated on: Aug 11, 2024 | 5:45 PM

ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য তো অবশ্যই। তবে এই খবর যে এই মাত্র হয়েছে তা নয়। কয়েক মাস আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। প্যারিস অলিম্পিক শেষ মুহূর্তে। পরবর্তী অলিম্পিকের প্রহর গোনা শুরু। পরের অলিম্পিক পাড়ি দেবে মার্কিন যুক্তরাষ্ট্রে। লস অ্যাঞ্জেলসে হবে ২০২৮ সালের অলিম্পিক। লস অ্যাঞ্জেলসে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। লস অ্যাঞ্জেলস অলিম্পিকে বেশ কিছু খেলার অন্তর্ভূক্তি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ক্রিকেট। প্যারিস অলিম্পিকের অনেক আগে থেকেই ক্রিকেটের অন্তর্ভূক্তি নিয়ে আলোচনা চলছিল। সময় কম থাকায় এ বারের অলিম্পিকে তা করা যায়নি। অবশেষে লস অ্যাঞ্জেলসে দেখা যাবে ক্রিকেট। আর এটা সম্ভব হয়েছে ভারতীয় ক্রিকেটের সুপার স্টার বিরাট কোহলির জন্য! এমন তথ্যই সামনে আনলেন অলিম্পিকের ডিরেক্টর।

আর চার বছর। ২০২৮ সালের ১৪ থেকে ৩০ জুলাই লস অ্যাঞ্জেলসে বসছে পরবর্তী অলিম্পিকের আসর। কিন্তু এতে বিরাট কোহলির ভূমিকা কোথায়? অলিম্পিকের ডিরেক্টর নিকোলো ক্যামপ্রিয়ানি বিষয়টি বিস্তারিত ভাবে তুলে ধরেন। ক্রীড়াবিশ্বে বিরাট কোহলির যে প্রভাব, সেটাই এর কারণ বলছেন ক্যামপ্রিয়ানি। ইতালির এই প্রাক্তন শুটারের মতে, প্রত্যেক খেলার সঙ্গে যুক্ত ক্রীড়াবিদই হোক আর ক্রীড়া অনুরাগী, সকলের কাছে বিরাট কোহলি পরিচিত নাম।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ যুগ্মভাবে আয়োজনের দায়িত্বে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রুপ লিগের তিনটি ম্যাচ খেলেছে ভারত। চতুর্থ ম্যাচটি অবশ্য বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। তবে নিউ ইয়র্কে ভারতীয় দলের তিন ম্যাচেই মাঠে ভিড় হয়েছে। বিরাট কোহলিকে নিয়ে ব্যাপক উন্মাদনা ছিল। সে কারণেই কি লস অ্যাঞ্জেলস অলিম্পিকেই ক্রিকেট? ক্যামপ্রিয়ানির কথায়, ‘বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় খেলা ক্রিকেট। সারা বিশ্বে প্রায় ২.৫ বিলিয়ন সমর্থক রয়েছে। অনেকেই হয়তো ভাবছেন লস অ্যাঞ্জেলস গেমসেই কেন ক্রিকেট ফেরান হল? মার্কিন মুলুকে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে।

তিনি আরও যোগ করেন, ‘আমার বন্ধুর (বিরাট কোহলি) কথাই ধরা যাক, সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের দিক থেকে বিশ্বের তৃতীয় অ্যাথলিট বিরাট কোহলি। লেব্রন জেমস, টম ব্র্যাডি, টাইগার উডসের চেয়েও অনেক অনেক বেশি।’ এর আগে অলিম্পিকের মঞ্চে ক্রিকেট হয়েছিল একবারই। ১৯০০ সালে প্যারিস অলিম্পিকেই ছিল ক্রিকেটের একটি ম্যাচ। গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে দু-দিনের ম্যাচ হয়েছিল।