Rahul Dravid: ভারতীয় টিমে দ্রাবিড় যুগে ‘দ্য ওয়াল’ এর সবচেয়ে বড় আক্ষেপ কী?
Team India: রাহুল দ্রাবিড়ের ভারতীয় টিম থেকে ফেয়ালওয়েল হয়েছে বিশ্বজয়ের পর। কোচ হিসেবে তাঁর কেরিয়ার শেষ হল বিশ্বকাপ জিতে। তবে সাফল্যের সঙ্গে কোচিং কেরিয়ার শেষ করলেও একটা বিষয়ে আক্ষেপ থেকেই গিয়েছে দ্রাবিড়ের।
কলকাতা: ভারতীয় টিমে দ্রাবিড় যুগের অবসান হয়েছে। এখন চলছে গুরু গম্ভীরের জমানা। টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জেতার পর ভারতের প্রাক্তন কোচ হয়েছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। মাঝে মাঝেই ক্রিকেট মহলে শোনা যাচ্ছে, পঁচিশের আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচ হিসেবে দেখা যাবে দ্রাবিড়কে। তা অবশ্য এখনই নিশ্চিত নয়। সম্প্রতি স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাহুল দ্রাবিড় তাঁর কোচ থাকাকালীন সবচেয়ে বড় আক্ষেপ নিয়ে জানিয়েছেন। জানেন টিম ইন্ডিয়ায় (Team India) দ্রাবিড় যুগে ‘দ্য ওয়াল’ এর সবচেয়ে বড় আক্ষেপ কী?
রাহুল দ্রাবিড়ের ভারতীয় টিম থেকে ফেয়ালওয়েল হয়েছে বিশ্বজয়ের পর। ক্রিকেটার হিসেবে দ্রাবিড়ের বিশ্বজয়ের স্বপ্নপূরণ হয়নি। কিন্তু কোচ হিসেবে তাঁর কেরিয়ার শেষ হল বিশ্বকাপ জিতে। তবে সাফল্যের সঙ্গে কোচিং কেরিয়ার শেষ করলেও একটা বিষয়ে আক্ষেপ থেকেই গিয়েছে দ্রাবিড়ের। অনেকেই ভাবতে পারেন, তা হল ওডিআই বিশ্বকাপে হার। কিন্তু তা নয়। তিনি বলেছেন, ‘আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোচ হিসেবে যদি কোনও আক্ষেপ রয়েছে, তা হলে সেটা ঠিক কোথায়? তা হলে বলব কেরিয়ার শুরু করার পর দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের কথা বলব। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমরা প্রথম টেস্ট ম্যাচ জিতেছিলাম। এরপর আমরা দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ম্যাচ খেলেছিলাম। আমরা দক্ষিণ আফ্রিকায় কোনও সিরিজ জিততে পারিনি। তাই আমাদের কাছে সুযোগ ছিল সিরিজটা জেতার। কিন্তু দলের কয়েকজন সিনিয়র প্লেয়ার ওই সিরিজে ছিল না।’
২০২১-২২ সালে দক্ষিণ আফ্রিকার ঘরের মাটিতে সিরিজে এগিয়ে থেকেও শেষ অবধি ২-১ ব্যবধানে হারে টিম ইন্ডিয়া। দ্রাবিড় বলেন, ‘রোহিত শর্মার চোট ছিল। ওই সিরিজে আমরা কয়েক জন সিনিয়র প্লেয়ারদের পাইনি। কিন্তু আমরা ম্যাচ জেতার খুব কাছে ছিলাম। দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ম্যাচও আমরা জিততে পারতাম। তৃতীয় ইনিংসেও সুযোগ ছিল আমাদের কাছে। একটা ভালো টার্গেট দিয়ে ম্যাচ জিততে পারতাম। কিন্তু দক্ষিণ আফ্রিকা আমাদের থেকে বেশি ভালো খেলেছিল। ওরা চতুর্থ ইনিংসে ঘুরে দাঁড়ায়। তাই আমি বলব আমার কোচিং কেরিয়ারের সবচেয়ে আক্ষেপের জায়গায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে এগিয়ে থেকেও জিততে না পারা।’