Shakib Al Hasan: বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা, ফিরলেন তাসকিন-মুশফিকুর
Bangladesh Cricket Team: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দু-ম্যাচের টেস্ট সিরিজ। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে আঙুলে চোটের কারণে খেলতে পারেননি মুশফিকুর। তাসকিনকে যদিও এই সিরিজে শুধুমাত্র দ্বিতীয় টেস্টের জন্যই পাওয়া যাবে। স্কোয়াডে জায়গা পেয়েছেন সিনিয়র অলরাউন্ডার সাকিব আল হাসানও।
টেস্ট স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে গত সিরিজে ছিলেন না দুই সিনিয়র প্লেয়ার মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। পাকিস্তান সফরে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দু-ম্যাচের টেস্ট সিরিজ। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে আঙুলে চোটের কারণে খেলতে পারেননি মুশফিকুর। তাসকিনকে যদিও এই সিরিজে শুধুমাত্র দ্বিতীয় টেস্টের জন্যই পাওয়া যাবে। স্কোয়াডে জায়গা পেয়েছেন সিনিয়র অলরাউন্ডার সাকিব আল হাসানও। গত কয়েক দিন থেকে আলোচনায় ছিল, সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে।
পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতিতে এ দল পাঠিয়েছে বাংলাদেশ। সেই টিমে রয়েছেন মুশফিকুর রহিম, মোমিনুল হকও। টেস্ট স্কোয়াডের ৬ জন প্লেয়ার এ দলের হয়ে পাকিস্তানে গিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজি আশরফ হোসেন বলেন, ‘সেরা স্কোয়াড বেছে নেওয়াতেই লক্ষ্য ছিল। আমাদের এই স্কোয়াডে যথেষ্ট ভারসাম্য রয়েছে। মুশফিকুর, মোমিনুল, সাকিবরা সব মিলিয়ে ২১৬ ম্যাচ খেলেছেন। তেমনি তাইজুল, মেহদি হাসান মিরাজের মতো তরুণরাও রয়েছেন। নাজমুল হোসেন শান্ত, লিটন দাসের মতো ব্যাটাররা এই সিরিজে ভালো পারফর্ম করুক, সেটাই চাইব।’
বাংলাদেশে সম্প্রতি পালা বদল হয়েছে। এরপরই প্রশ্ন উঠছিল সাকিব আল হাসানকে নিয়ে। তার অন্যতম কারণ, সাকিব শুধুই ক্রিকেটার ছিলেন না। বাংলাদেশের গত সাধারণ নির্বাচনে জিতে সাংসদও হয়েছিলেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরই বাংলাদেশে নানা অপ্রীতিকর ঘটনা হয়েছে। প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজার বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আওয়ামী লিগের নেতা-মন্ত্রীদের অনেকের সঙ্গেই এমন ঘটনা ঘটেছে। সাকিবও এই দলের হয়ে ভোটে দাঁড়িয়েই সাংসদ হয়েছিলেন। যদিও সরকার পড়ে যাওয়ায় সাকিব আর সাংসদ নন। তবে তাঁর নিরাপত্তা নিয়ে একটা আশঙ্কা রয়েইছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার জন্য ক্রিকেট বোর্ডের থেকে ১২ অগস্ট অবধি ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। বোর্ডের তরফে জানানো হয়েছিল, দল ঘোষণার আগে সাকিবকে দেশে ফিরতে হবে। আবার নিরাপত্তার প্রশ্নও তুলেছিলেন বোর্ড কর্তা। সাকিব দেশে ফিরবেন নাকি সরাসরি পাকিস্তানেই দলের সঙ্গে যোগ দেবেন, তা অবশ্য পরিষ্কার নয়। পাকিস্তান সফর শেষে ভারতে আসবে বাংলাদেশ ক্রিকেট টিম। দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি রয়েছে ভারতে।