Ravichandran Ashwin: শিয়রে বাংলাদেশ সিরিজ, অবসর প্রসঙ্গ আসতেই রবিচন্দ্রন অশ্বিন বললেন…

India vs Bangladesh: ভারতের সিনিয়র তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) বয়স এখন ৩৭ বছর। মাঝে মাঝেই তাঁর অবসর নিয়ে ক্রিকেট মহলে আলোচনা হয়। ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের আগে এই প্রসঙ্গ অশ্বিনের সামনে আসতে তিনি কী বলেছেন?

Ravichandran Ashwin: শিয়রে বাংলাদেশ সিরিজ, অবসর প্রসঙ্গ আসতেই রবিচন্দ্রন অশ্বিন বললেন...
শিয়রে বাংলাদেশ সিরিজ, অবসর প্রসঙ্গ আসতেই রবিচন্দ্রন অশ্বিন বললেন...Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: Sep 15, 2024 | 5:53 PM

কলকাতা: আর দিন চারেক পর দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ টিম ইন্ডিয়ার। তার আগে হঠাৎ করেই ভারতীয় ক্রিকেট মহলে রবিচন্দ্রন অশ্বিনের অবসর নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। না, তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাননি। আসলে ভারতের সিনিয়র তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) বয়স এখন ৩৭ বছর। মাঝে মাঝেই তাঁর অবসর নিয়ে ক্রিকেট মহলে আলোচনা হয়। এই প্রসঙ্গ অশ্বিনের সামনে আসতে তিনি কী বলেছেন? আপাতত বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন রবি অশ্বিন। এরই মাঝে তিনি কিন্তু জানিয়েছেন, যাঁরা খেলার সঙ্গে যুক্ত, তাঁদের একটা সময় খেলাটা ছাড়তেও হয় এবং অন্যরা ঠিক আসবে। এবং শূন্যস্থান পূরণ হবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অশ্বিন বলেছেন, ‘আমার মাথায় এখনই অবসর নিয়ে তেমন কোনও ভাবনা নেই। আমি একটা দিন ধরে ধরে এগোই। যখন বয়স একটু বাড়ে, তখন বাড়তি কিছুটা পরিশ্রম করার কথাও ভাবতে হয়। প্রতি দিন আবার সমান যায় না। তবে আমি শেষ ৩-৪ বছর ধরে প্রচুর পরিশ্রম করছি। তাই আমি এখনও অবসর নিয়ে ভাবিনি। তবে আমার যে দিন মনে হবে আর উন্নতি করার সুযোগ নেই, সে দিনই হয়তো ভাবব। আর তখন খেলা ছেড়েও দেব। এটাই বলতে পারি।’

এখনও অশ্বিনের মধ্যে আরও কিছু বছর ক্রিকেট খেলা বাকি রয়েছে। এতে বিশ্বাসী ভারতীয় অলরাউন্ডার। তবে তিনি কোনও ব্যক্তিগত লক্ষ্য নিয়ে এগোচ্ছেন না বলেছেন। অশ্বিনের কথায়, ‘আমি নিজের জন্য কোনও লক্ষ্য স্থির করিনি। অনিল কুম্বলে ভাই চান আমি তাঁর রেকর্ড ভাঙি। আর আমি কিন্তু প্রতি দিন নিয়ে ভাবি। আর আমি এ ভাবেই বাঁচতে ভালোবাসি। আসলে আমি নির্দিষ্ট কোনও লক্ষ্যের পিছনে ছুটে ক্রিকেটের প্রতি আমার ভালোবাসাটা নষ্ট করতে চাই না।’

এই খবরটিও পড়ুন

অশ্বিন বার বার চোট থেকে ফিরে এসেছেন। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত বহু বার চোটে ভুগেছেন। তাঁর পারফরম্যান্সেও যার প্রভাব পড়েছিল। সেই পুরনো সময়ের কথা মনে করে অশ্বিন বলেন, ‘আমি জানি সেই কঠিন সময়ের পর আমার জীবন কী ভাবে বদলে গিয়েছে। আর আমি শুধু এখন ক্রিকেটটা উপভোগ করতে চাই। আমার যখন মনে হবে ক্রিকেট আর উপভোগ করতে পারছি না, সেই সময় খেলা ছেড়ে দেব। এখন আমরা যারা খেলছি, সবাইকেই এক না এক দিন অবসর নিতেই হবে। আর আমাদের জায়গায় আবার কেউ না কেউ আসবে। তারাও ভালো খেলবে। আর ভারতীয় ক্রিকেট তো এই ভাবেই এগিয়ে যাচ্ছে।’