Rohit Sharma: এ বার কি হার্দিক ছাঁটাইয়ের দামামা বেজে গেল? আকাশ-রোহিতের ভিডিয়ো বাড়াচ্ছে জল্পনা
Watch Video: লক্ষ্মীবারের আইপিএল ম্যাচ নিয়ে উত্তেজনা বাড়ছে। এরই মাঝে আবার শোনা যাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের মসনদে ফিরছেন রোহিত শর্মা। তা হলে এ বার কি হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ছাঁটাইয়ের দামামা বেজে গেল? আসলে এক ভাইরাল ভিডিয়ো ঘিরে জল্পনা বাড়ছে।
কলকাতা: অপেক্ষার আর মাত্র কয়েকটা ঘণ্টা, তারপর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। দু’জনই এখন তাঁদের টিমের প্রাক্তন অধিনায়ক। ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ যখন আইপিএলের মঞ্চে প্রতিপক্ষ হিসেবে নামেন, সেই ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকেন তাঁদের অনুরাগীরা। যে কারণে লক্ষ্মীবারের আইপিএল ম্যাচ নিয়ে উত্তেজনা বাড়ছে। এরই মাঝে আবার শোনা যাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের মসনদে ফিরছেন রোহিত শর্মা। তা হলে এ বার কি হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ছাঁটাইয়ের দামামা বেজে গেল? আসলে এক ভাইরাল ভিডিয়ো ঘিরে জল্পনা বাড়ছে।
এ যেন ঠিক ‘ডাল মে কুচ কালা হে’ পরিস্থিতি। শোনা গিয়েছিল মুম্বই টিম রোহিত-হার্দিকের জন্য দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। যদিও আসল সত্য প্রকাশ্যে আসেনি। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা গিয়েছে মুম্বই ফ্র্যাঞ্চাইজির মালিক আকাশ অম্বানির সঙ্গে এক গাড়িতে যাচ্ছেন রোহিত শর্মা। চালকের আসনে রয়েছেন মুকেশ অম্বানির ছেলে আকাশ। এবং তাঁর পাশের আসনে রোহিত শর্মা। যদিও চালকের মুখ পরিষ্কার দেখা যায়নি ভিডিয়োতে। আর ওই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। কিন্তু নেটিজ়েনদের দাবি রোহিতের পাশে ছিলেন আকাশই। আর সোশ্যাল মিডিয়া সাইট X এ ওই ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজ়েনরা বলছেন, এ বার হয়তো আইপিএলের মাঝপথে ফের রোহিত শর্মার হাতে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি তুলে দেওয়া হবে।
Rohit Sharma With Mumbai Indians Owner Akash Ambani 🧐
Are We Going To See Any Big Surprise During Mid Season ? pic.twitter.com/E0lEStdLE1
— Vaibhav Bhola 🇮🇳 (@VibhuBhola) April 10, 2024
মুম্বই ইন্ডিয়ান্স মরসুমের মাঝপথে হার্দিক পান্ডিয়ার জায়গায় ফের রোহিত শর্মাকে ক্যাপ্টেন বানাবে কিনা, তা নিয়ে আলোচনা চলছে। অবশ্য মুম্বই শিবিরে হয়তো এই নিয়ে আলোচনা হচ্ছে না। কারণ, হারের হ্যাটট্রিকের পর অবশেষে মরসুমের প্রথম জয়ের মুখ দেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। ওই ম্যাচে রোহিত ও হার্দিক দু’জনই ভালো পারফর্ম করেছিলেন।