Rohit Sharma: ভুলোমনা ভেবে মোটেও ভুল করবেন না… রোহিত শর্মাকে নিয়ে বড় রহস্য ফাঁস ভারতীয় আম্পায়ারের
Watch Video: রোহিত শর্মা ভুলোমনা... এ কথা ভেবে মোটেও ভুল করবেন না। বক্তা ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরি। ভারত অধিনায়কের বড় রহস্য ফাঁস করেছেন আম্পায়ার অনিল।
কলকাতা: ঠান্ডা মাথায় বহু ম্যাচ দলকে জিতিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ২২ গজে অত্যন্ত সতর্ক, সচেতন থাকেন রোহিত। মাঠে তাঁর সেই অর্থে ভুল নজরে না পড়লেও মাঝে মাঝে অবশ্য শোনা যায় রোহিত ছোট ছোট জিনিস ভুলে যান। অনেক সময় টিম হোটেলে লাগেজ ভুলে যান। কখনও মোবাইল, আইপড তো কখনও অন্য জিনিস। তিনি তো মাঠে এসে টস কয়েন পকেটে রেখেও, তা কোথায় আছে ভুলে গিয়েছেন। এমন গুচ্ছ গুচ্ছ ঘটনা রয়েছে। কিন্তু ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরী সম্প্রতি এক পডকাস্টে জানিয়েছেন, রোহিতকে ভুলোমনা ভেবে ভুল করা ঠিক হবে না। তাঁকে স্মার্ট ক্রিকেটারও বলেছেন আম্পায়ার অনিল।
রোহিত শর্মা সকলের প্রিয় ক্যাপ্টেন। তাঁর ব্যাটিং, তাঁর ক্যাপ্টেন্সি নিয়ে চর্চা চলে। একই সঙ্গে অনেকে তাঁর ভুলো মনা স্বভাব নিয়ে আলোচনা করেন। আম্পয়ার অনিল চৌধুরী সম্প্রতি এক পডকাস্টে হিটম্যানের ভুলো মনের প্রসঙ্গে বলেন, ‘রোহিতকে ক্যাজুয়াল ভেবে ভুল করবেন না। ও খুব স্মার্ট ক্রিকেটার। ওকে ভুলোমনা ভেবে ভুল করবেন না। ওর ক্রিকেটিং আইকিউ খুব ভালো। মানে খেলা বোঝার ক্ষমতা দারুণ।’
এখানেই থেমে থাকেননি অনিল চৌধুরী। রোহিতের ব্যাটিংয়ের ভূয়ষী প্রশংসাও করেন। তিনি বলেন, ‘ওর ব্যাটিং দেখেই তো বোঝা যায়। যখন ও ব্যাটিং করে, তখন মনে হয় ১২০ কিমি/ঘণ্টা গতিতে বোলিং হচ্ছে। আবার যখন অন্য কেউ ব্যাটিং করে, তখন সেটাই মনে হয় ১৬০ কিমি/ঘণ্টা গতিতে বল হচ্ছে। ও বেশি আবেদনও করে না। বরং বলে, থাক না। তাই ওকে দেখে ক্যাজুয়াল মনে হলেও, ও কিন্তু একেবারেই তেমন নয়।’
Umpire Anil Chaudhary About Rohit Sharma❤️ pic.twitter.com/z3kZVOuBXN
— Kuljot⁴⁵ (@Ro45Kuljot) August 31, 2024