T20 World Cup 2024: ভিডিয়ো: বোলার হিসেবেও চান, রোহিত নেটে ঢুকতেই ডাক পড়ল শিবম দুবের
Shivam Dube: চেন্নাই সুপার কিংসের জার্সিতে এ বছরের আইপিএলে ভালো পারফর্ম করেছেন শিবম দুবে। ঘরোয়া ক্রিকেটেও তিনি ভালো খেলার সুবাদে বিশ্বকাপের টিমে সুযোগ পেয়েছেন। শিবম দুবেকে বিশ্বকাপে অলরাউন্ডার হিসেবে খেলানোর পরিকল্পনা রয়েছে টিম ইন্ডিয়ার।
কলকাতা: মার্কিন মুলুকে জোরকদমে চলছে টিম ইন্ডিয়ার টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) প্রস্তুতি। শনি-রাতে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের ওয়ার্ম আপ ম্যাচ রয়েছে। সেখানে মেন ইন ব্লুর প্রতিপক্ষ বাংলাদেশ। তার আগে ভারতের নেট সেশনে দেখা গেল শিবম দুবেকে (Shivam Dube) বোলিং টিপস দিচ্ছেন রোহিত শর্মা। চেন্নাই সুপার কিংসের জার্সিতে এ বারের আইপিএলে (IPL) ছাপ রেখেছেন শিবম দুবে। কিন্তু মাত্র ৬টি বল করেছিলেন তিনি। অবশ্য অলরাউন্ড দক্ষতার জন্যই শিবম দুবে বিশ্বকাপ টিমে সুযোগ পেয়েছেন। দুবের সেই ক্ষমতা এ বার কাজে লাগানোর জন্য খোদ ভারত অধিনায়ক শিবমের বোলিংয়ের মোকাবিলা করলেন।
বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টের শেয়ার করা এক ভিডিয়োতে দেখা গিয়েছে কী ভাবে অনুশীলন করছেন রোহিত-হার্দিকরা। সেই ভিডিয়োর শুরুতে দেখা যায়, ক্যাচ প্র্যাক্টিস করেন রোহিত-জাডেজারা। ঋষভ পন্থকে উইকেটকিপিং প্র্যাক্টিস করতে দেখা যায়। তারপর ভারতের নেট সেশন শুরু হয়। সেখানে পরপর সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহালও নেটে ব্যাটিং অনুশীলন করেন। এরপর নেটে ব্যাটিং অনুশীলনের জন্য আসেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত নেটে খলিল আহমেদ, কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা, আবেশ খানের পাশাপাশি শিবম দুবের বোলিংয়ের মোকাবিলা করেন। ওই ভিডিয়োতে দেখা যায় রোহিত বেশ কিছুক্ষণ আলাদা করে কথা বলেন শিবম দুবের সঙ্গে। তাঁকে কোন লেন্থে বল করা উচিত এমন কিছুই বোঝাচ্ছিলেন রোহিত। বোঝাই যাচ্ছে যেহেতু শিবমকে অলরাউন্ডার হিসেবে টিমে নেওয়া হয়েছে। তাই তাঁকে সঠিকভাবে ব্যবহার করতে চাইছেন হিটম্যান। আর শিবম দুবেকে ম্যাচে অলরাউন্ডার হিসেবে খেলানোর জন্য প্রয়োজন সঠিক প্রস্তুতির। সেই সুযোগই তাঁকে নেট সেশনে দেওয়া হচ্ছে। রোহিত তাঁর ওপর আস্থা রাখছেন। এ বার দেখার শিবম সেই আস্থার মান রাখতে পারেন কিনা।
Exclusive: Team India sweats it out in pre-warm-up net session | FTB | #T20WorldCupOnStar https://t.co/ejaBxU0mIE
— Star Sports (@StarSportsIndia) May 31, 2024