Rohit Sharma: ওকে ব্যাট করতেই তো দেখিনি… কোন ভারতীয় তারকার দাবি ওড়ালেন রোহিত শর্মা?
Watch Video: একাধিক ভারতীয় ক্রিকেটার গত বছর আইসিসির সেরার পুরস্কার পেয়েছেন। এ বার তা-ই হাতে হাতে তুলে দেওয়া হয়েছে ক্রিকেটারদের। এই পুরস্কার দিতে গিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) তাঁর এক সতীর্থর দাবি উড়িয়ে দিয়েছেন।
কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় টিমের প্রস্তুতি জোরকদমে চলছে। ইতিমধ্যেই আমেরিকায় টিম ইন্ডিয়ার প্রথম নেট সেশনও হয়েছে। টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) শুরু হওয়ার আগে আইসিসির (ICC) পক্ষ থেকে বকেয়া পুরস্কার মিটিয়ে দেওয়া হল একাধিক দেশের ক্রিকেটারদের। এই বকেয়া পুরস্কার কী? আসলে আইসিসির পক্ষ থেকে প্রতি বছর টেস্ট, ওডিআই এবং টি-২০ ফর্ম্যাটের একটি টিম বানানো হয়। একাধিক দেশের ক্রিকেটাররা পারফরম্যান্সের ভিত্তিতে সেই টিমে সুযোগ পান। অনেক ভারতীয় ক্রিকেটার গত বছর আইসিসির সেই পুরস্কার পেয়েছেন। এ বার তা-ই হাতে হাতে তুলে দেওয়া হয়েছে ক্রিকেটারদের। এই পুরস্কার দিতে গিয়ে রোহিত শর্মা (Rohit Sharma) তাঁর এক সতীর্থর দাবি উড়িয়ে দিয়েছেন।
আইসিসির শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, ভারতীয় তারকা ক্রিকেটার কুলদীপ যাদবকে আইসিসির ওডিআই টিম অব দ্য ইয়ারের ক্যাপ তুলে দেন রোহিত শর্মা। সেখানে শোনা যায়, রাহুল দ্রাবিড় জানান কুলদীপকে পুরস্কার তুলে দেবেন রোহিত শর্মা। এরপর কুলদীপকে ওই আইসিসির বিশেষ ক্যাপ দেওয়ার সময় রোহিত বলেন, ‘এই দারুণ অ্যাথলিটকে এই বিশেষ ক্যাপ দেওয়ার জন্য আমি ভীষণ আনন্দিত। ও টিম ইন্ডিয়ার কাছে সম্পদ।’ এরপর রোহিত বলেন, এই পুরস্কার পেয়ে কুলদীপকে কিছু বলতে। তিনি প্রথমে কিছু বলতে অস্বীকার করেন। এরপর কুলদীপ বলতে শুরু করেন, ‘আমার তো বেশি কিছু বলার নেই। গত বছর আমার দারুণ কেটেছে। ব্যাটে ও বলে দুটোতেই আমার ভালো কেটেছে।’ কুলদীপের এ কথা শুনে রোহিত চমকে গিয়ে প্রশ্ন করেন, তিনি কবে ব্যাট করেছেন?
রোহিতের এমন প্রশ্ন শুনে কিছুটা হকচকিয়ে যান কুলদীপ যাদব। এরপর জানান, তিনি টেস্ট সিরিজে ভালো ব্যাটিংয়ের কথা বলেছেন। আরও জানান, বিশ্বকাপেও ভালো পারফর্ম করেছিলেন। এরপর রোহিত বলেন, ‘আমি তো ওর দলের অধিনায়ক। আমি ওকে কখনও ব্যাট করতে দেখিনি। তাই আমি জানি, ও কোন ব্যাটিংয়ের কথা বলছে।’ এই কথোপকথনের শেষে রোহিতের মুখে এক চিলতে হাসি দেখা যায়। আর কুলদীপ তো ভারত অধিনায়কের কথা শুনে হাসতে থাকেন। বোঝাই যায় সতীর্থর সঙ্গে মজা করছিলেন রোহিত। তাঁর এই স্বভাবের জন্য টিমের সকলে তাঁকে বড় দাদার চোখে দেখে।
দেখুন সেই ভিডিয়ো–
View this post on Instagram