Rishabh Pant: ভারতের জার্সিতে ফিরেই ফুরফুরে ঋষভ পন্থ, বিশ্বকাপের আগে বললেন…

T20 World Cup 2024: ক্যালেন্ডারের পাতা উল্টে গেলেই বিশ্বকাপের মাস শুরু। আইসিসি ট্রফিতে ফোকাস রোহিত অ্যান্ড কোংয়ের। মার্কিন যুক্তরাষ্ট্রে অনুশীলন চলছে মেন ইন ব্লুর। তারই ফাঁকে বিসিসিআইয়ের এক সাক্ষাৎকারে বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে ঋষভ পন্থকে।

Rishabh Pant: ভারতের জার্সিতে ফিরেই ফুরফুরে ঋষভ পন্থ, বিশ্বকাপের আগে বললেন...
ভারতের জার্সিতে ফিরেই ফুরফুরে ঋষভ পন্থ, বিশ্বকাপের আগে বললেন...Image Credit source: ICC
Follow Us:
| Updated on: May 30, 2024 | 12:37 PM

কলকাতা: দরজায় কড়া নাড়ছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। ক্যালেন্ডারের পাতা উল্টে গেলেই বিশ্বকাপের মাস শুরু। আইসিসি ট্রফিতে ফোকাস রোহিত অ্যান্ড কোংয়ের। মার্কিন যুক্তরাষ্ট্রে অনুশীলন চলছে মেন ইন ব্লুর। তারই ফাঁকে বিসিসিআইয়ের এক সাক্ষাৎকারে বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে ঋষভ পন্থকে (Rishabh Pant)। দীর্ঘদিন পর জাতীয় টিমে কামব্যাক হয়েছে ঋষভ পন্থের। বিশ্বকাপের আগে ভারতের জার্সি বেশি করে তাতাচ্ছে ঋষভকে। উত্তেজিত পন্থ এই পরিস্থিতিতে মনের ভাব তুলে ধরেছেন বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিয়োতে।

বিসিসিআইয়ের শেয়ার করা পন্থের ভিডিয়োতে শুরুতেই তাঁর সঙ্গে দেখা যায় দেশের মিডল অর্ডারের তারকা ক্রিকেটারকে। সেখানে সূর্যকুমার যাদব তাঁকে প্রশ্ন করেন, ‘তুমি আমাকে মিস করেছ?’ উত্তরে ঋষভ পন্থ বলেন, ‘অবশ্যই তোমাকে মিস করেছি। কিন্তু আমি তোমাকে এনসিএতেও দেখেছি।’ এরপর পন্থ জানান, তিনি সূর্যকে এনসিএতে দেখে খুশি হয়েছিলেন কারণ, তিনি সেখানে একাকী অনুভব করতেন।

বোর্ডের ওই ভিডিয়োতে ঋষভ পন্থকে দেখা যায় নেটে ব্যাটিং অনুশীলন করতে। ভারতের প্রথম নেট সেশনে সকলেই হাজির ছিলেন। জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদবদের বোলিং অনুশীলন করতেও দেখা যায়। মার্কিন মুলুকে অনুশীলনের ফাঁকে ঋষভ বলেন, ‘ভারতের জার্সি গায়ে চাপিয়ে আবার মাঠে নামার অনুভূতিই আলাদা। এই বিষয়টা আমি ভীষণ মিস করেছি। সতীর্থদের সঙ্গে দেখা হয়েছে। ওদের সঙ্গে সময় কাটাচ্ছি, মজা করছি। এই বিষয়গুলো মনকে খুশি দিচ্ছে।’

ভারতীয় টিমের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে? এই প্রসঙ্গে ঋষভ পন্থ বলেন, ‘আমরা বিভিন্ন দেশে খেলতে অভ্যস্ত। কিন্তু এ বারের বিশ্বকাপ আলাদা। ক্রিকেট বিশ্বজুড়ে বিস্তারিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে আসা এবং এখানে এক্সপোজার পাওয়া ক্রিকেটের জন্য এবং সেইসঙ্গে ইউএসএ ক্রিকেটের জন্য ভালো হবে বলে আমি মনে করি। নতুন পিচ এখানে। সব কিছু ধীরে ধীরে সেট হচ্ছে। আমাদের মানিয়ে নেওয়ার পালা। আমি মনে করি এখানে সূর্য একটু বেশি উজ্জ্বল। তার সঙ্গে মানিয়ে নিতে হবে। আশা করি, আমি আরও ভালো পারফর্ম করব।’