Rohit Sharma: পিঠে কন্যা, কাঁধে দেশ, পাশে ভাই… রত্নগর্ভা পূর্ণিমার ইন্সটা পোস্ট ভাইরাল

T20 World Cup 2024: ২০০৭ সালের পর ১৭ বছর টি-২০ বিশ্বকাপ জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত অবশেষে কাপ জয় করে শাপমোচন করেছে বার্বাডোজে। রোহিত ব্রিগেড এখনও শুভেচ্ছা বার্তায় ভাসছেন।

Rohit Sharma: পিঠে কন্যা, কাঁধে দেশ, পাশে ভাই... রত্নগর্ভা পূর্ণিমার ইন্সটা পোস্ট ভাইরাল
Rohit Sharma: পিঠে কন্যা, কাঁধে দেশ, পাশে ভাই... রত্নগর্ভা পূর্ণিমার ইন্সটা পোস্ট ভাইরালImage Credit source: X
Follow Us:
| Updated on: Jul 01, 2024 | 5:52 PM

কলকাতা: রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়ে এখন আলোচনা থামছেই না। বিশ্বজয়ী ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা ভবিষ্য়তেও আলোচনায় থাকবেন। তাঁর নেতৃত্বে ভারত দ্বিতীয় বার টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতেছে। শুধু তাই নয়, এই প্রথম বার কোনও টিম টি-২০ বিশ্বকাপে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে। রোহিতের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার যত প্রশংসাই করা হয়, যেন কম পড়ে। সোশ্যাল মিডিয়ায় রত্নগর্ভা পূর্ণিমা শর্মার ইন্সটাগ্রাম পোস্ট ভাইরাল হয়েছে। পূর্ণিমা শর্মা হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মার মা। তাঁরই এক ইন্সটা পোস্ট ঘুরছে এখন রোহিত প্রেমীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে।

আসলে রোহিত শর্মার মা পূর্ণিমা শর্মা ইন্সটাগ্রামে তাঁর ছেলে, বিরাট কোহলি এবং নাতনি সামাইরার একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন আকর্ষণীয় কয়েকটি লাইন। রত্নগর্ভা পূর্ণিমার শেয়ার করা ছবিটিতে দেখা যায় উপরের দিকে লেখা টি-২০ ক্রিকেটের দুই সর্বকালের সেরা। আর ওই ছবিটির নীচের দিকে পূর্ণিমা লিখেছিলেন, ‘মেয়ে রয়েছে ওর পিঠে। দেশ রয়েছে ওর কাঁধে। আর ভাই রয়েছে ওর পাশে।’ রোহিতের মায়ের ওই ইন্সটাগ্রাম পোস্ট দেখে ভারতীয় ক্রিকেট প্রেমীরা আবেগ তাড়িত হয়ে পড়েছেন।

বিরাট কোহলিকে ছেলের চোখে দেখেন রোহিত শর্মার মা। পূর্ণিমা শর্মার ওই ইন্সটাগ্রাম পোস্টের কয়েকটা কথা অনেক কিছু বলে দেয়। এমনিতেই বিরাট-রোহিতের বন্ডিং কারও অজানা নয়। তাঁদের পরিবারের সম্পর্কও যে ভালো। তার প্রমাণ এ বার পাওয়া গেল। রোহিতের মায়ের পোস্টে লাইক, কমেন্ট বেড়েই চলেছে। এক ইন্সটা ব্যবহারকারী লিখেছেন, ‘আপনি দেশকে এক হিরে দিয়েছেন।’ অপর একজন লিখেছে, ‘ধন্যবাদ আন্টি, আপনি রোহিত ভাইয়ের মতো ছেলে দেশকে দেওয়ার জন্য।’