Pakistan Cricket: পাকিস্তানের প্রথম, নজির গড়লেন সালিমা ইমতিয়াজ

ICC Umpire: স্বাভাবিক ভাবেই সালিমার পরিবারে গর্বের দিন। তাঁর কন্যা কায়নাত ইমতিয়াজ পাকিস্তান ক্রিকেট টিমে খেলেন। মা আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার। সালিমার কন্য়া কায়নাত পাকিস্তানের হয়ে এখনও অবধি ৪০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই সফরে মেয়েই তাঁর প্রেরণা, স্বীকার করে নিয়েছেন সালিমা।

Pakistan Cricket: পাকিস্তানের প্রথম, নজির গড়লেন সালিমা ইমতিয়াজ
Image Credit source: INSTAGRAM
Follow Us:
| Updated on: Sep 15, 2024 | 9:15 PM

পাকিস্তান ক্রিকেটে ইতিহাস। আইসিসি এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন সালিমা ইমতিয়াজ। পাকিস্তানের প্রথম মহিলা আম্পায়ার হিসেবে আইসিসি এলিট প্যানেলে (ডেভেলোপমেন্ট) সালিমা। এখন থেকে তিনি মেয়েদের ক্রিকেটে আন্তর্জান্তিক দ্বিপাক্ষিক সিরিজ এবং আইসিসি ইভেন্টের ম্যাচ পরিচালনা করতে পারবেন। স্বাভাবিক ভাবেই সালিমার পরিবারে গর্বের দিন। তাঁর কন্যা কায়নাত ইমতিয়াজ পাকিস্তান ক্রিকেট টিমে খেলেন। মা আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এই খবর প্রকাশ্যে আনা হয়। এক বিবৃতিতে সালিমা বলেন, ‘এটা শুধুই আমার জয় নয়, বরং এ দেশে যে সমস্ত মহিলা ক্রিকেটার এবং আম্পায়াররা রয়েছেন, প্রত্যেকের জয়। আমি আশা করব, এই সাফল্য যেন পাকিস্তানের ক্রীড়াজগতের প্রত্যেক মহিলাকে প্রেরণা জোগায়। পাকিস্তানে মেয়েদের ক্রিকেটে যে উন্নতি হচ্ছে, এই সাফল্যেই তা পরিষ্কার।’

এর আগে শুধুমাত্র ম্যাচ রেফারি এবং তৃতীয় আম্পায়ার হিসেবেই দায়িত্ব সামলানোর সুযোগ পেয়েছেন। সোমবার শুরু হচ্ছে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা দলের দ্বিপাক্ষিক সিরিজ। এটিই আইসিসি প্যানেলের অনফিল্ড আম্পায়ার হিসেবে প্রথম ম্যাচ হতে চলেছে সালিমা ইমতিয়াজের। তিনি বলেন, ‘এই সফরে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। এ বার মনে হচ্ছে সবকিছু বিফলে যায়নি। কেরিয়ারে নতুন অধ্যায় শুরু করতে চলেছি।’

এই খবরটিও পড়ুন

সালিমার কন্যা কায়নাত পাকিস্তানের হয়ে এখনও অবধি ৪০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই সফরে মেয়েই তাঁর প্রেরণা, স্বীকার করে নিয়েছেন সালিমা। বলেন, ‘২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কায়নাতের। তখন থেকেই নিজের আলাদা পরিচয় গড়ার চেষ্টা চালিয়ে গিয়েছি।’