ICC Player of the Month: গোলাপি বল টেস্ট চলাকালীন আইসিসির পুরষ্কার পেলেন শ্রেয়স

ফেব্রুয়ারি মাসে ঘরের মাঠে হওয়া ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে হওয়া সীমিত ওভারের সিরিজগুলিতেও দুরন্ত পারফর্ম করেছিলেন কেকেআরের অধিনায়ক। সেই পারফরম্যান্সের সুবাদেই শ্রেয়সের হাতে উঠল আইসিসির খেতাব।

ICC Player of the Month: গোলাপি বল টেস্ট চলাকালীন আইসিসির পুরষ্কার পেলেন শ্রেয়স
ICC Player of the Month: গোলাপি বল টেস্ট চলাকালীন আইসিসির পুরষ্কার পেলেন শ্রেয়সImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 14, 2022 | 7:06 PM

দুবাই: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আড়াই দিনের মাথায় শেষ হল ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka) দিনরাতের টেস্ট। শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নের (Dimuth Karunaratne) শতরানের পরও ২৩৮ রানে হারল লঙ্কাবাহিনী। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্টেই ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন ভারতের তরুণ ক্রিকেটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। যার ফলে ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কারও পেয়েছেন তিনি। এর আগে ফেব্রুয়ারি মাসে ঘরের মাঠে হওয়া ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে হওয়া সীমিত ওভারের সিরিজগুলিতেও দুরন্ত পারফর্ম করেছিলেন কেকেআরের অধিনায়ক। সেই পারফরম্যান্সের সুবাদেই শ্রেয়সের হাতে উঠল আইসিসির খেতাব। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শ্রেয়স একটি ওয়ান ডে ম্যাচে ৮০ রান করেছিলেন। এর পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১টি টি-২০ ম্যাচে ১৬ বলে গুরুত্বপূর্ণ ২৫ রান করেন। তারপর ঘরের মাঠ শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে শ্রেয়স করেছিলেন যথাক্রমে ৫৭*, ৭৪* ও ৭৩* রান। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন শ্রেয়স।

আজ, দু’খানা পুরষ্কার পেলেন শ্রেয়স আইয়ার। লঙ্কানদের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের (৯২ রান, প্রথম ইনিংস; ৬৭ রান দ্বিতীয় ইনিংস) নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে শ্রেয়স পেলেন ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কার। এবং আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের পুরষ্কারও (ICC Player of  the Month) পেলেন শ্রেয়স।

সম্প্রতি শ্রেয়সের টি-২০ ক্রিকেটে ভালো পারফরম্যান্সের জন্য আইসিসি ব্যাটারদের ক্রমতালিকায় তিনি ২৭ ধাপ উঠে এসে ১৮ নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন। এর পর শ্রেয়স ফেব্রুয়ারি মাসের সেরা নির্বাচিত হওয়ায় শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার এবং ভোটিং প্যানেলের সদস্য রাসেল আর্নল্ড প্রশংসা করেছেন শ্রেয়সের। তিনি বলেছেন, “পুরো মাস জুড়ে ধারাবাহিকতা এবং দুর্দান্ত নিয়ন্ত্রণ দেখিয়েছে শ্রেয়স। প্রতিপক্ষের বোলারদেরকে ও সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেছে। সঠিক সময়ে বোলারদের অ্যাটাক করেছে এবং উইকেটের সব দিক দিয়ে রান করেছে ও। যেটা আমার সব থেকে ভাল লেগেছে সেটা হল ওর লড়াই। ভারতের প্রথম একাদশে নিয়মিত জায়গা করার জন্য দৃঢ়তার সঙ্গে লড়াই করে গিয়েছে ও।”

আরও পড়ুন: India vs Sri Lanka: অশ্বিন-বুমরার দাপটে গোলাপি বল টেস্টও ভারতের মুঠোয়

আরও পড়ুন: India vs Sri Lanka: জাডেজাতে মুগ্ধ কপিল দেব

আরও পড়ুন: IND vs SL 2nd Test Day 3 Highlights: গোলাপি বল টেস্ট রোহিতদের পকেটে, শ্রীলঙ্কাকে টেস্টেও হোয়াইটওয়াশ করল ভারত