IND vs SA, T20 WC 2024: দক্ষিণ আফ্রিকার সময় এসে গিয়েছে… ফাইনালে নামার আগে হুঙ্কার দিলেন কে?
T20 World Cup 2024: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নামার আগে কিন্তু এক মহাতারকা বলে দিচ্ছেন, দক্ষিণ আফ্রিকার সময় এসে গিয়েছে। এ বারের বিশ্বকাপটা জিতবে প্রোটিয়ারা। সত্যিই কি সম্ভব?
কলকাতা: বিশ্বকাপ আসে, বিশ্বকাপ যায়। কিন্তু দক্ষিণ আফ্রিকার (South Africa) কপাল বদলায় না। বিশ্বের অন্যতম সেরা বোলিং অ্যাটাক, তারকা ব্যাটারদের ভিড় সত্ত্বেও বিশ্বকাপ জিততে পারেনি প্রোটিয়ারা। সর্বোচ্চ সাফল্য সেমিফাইনালে যাওয়া। আর চোকার্স তাকমা নিয়ে দেশে ফেরা। সেই হিসেব এতদিনে পাল্টে দিতে পেরেছেন কাগিসো রাবাডা, এইডেন মার্কব়্যামরা। ভারতের বিরুদ্ধে ফাইনালে নামার আগে কিন্তু এক মহাতারকা বলে দিচ্ছেন, দক্ষিণ আফ্রিকার সময় এসে গিয়েছে। এ বারের বিশ্বকাপটা (T20 World Cup) জিতবে প্রোটিয়ারা। সত্যিই কি সম্ভব? মহাতারকার নাম যদি হয় এবি ডে ভিলিয়ার্স, তা হলে যুক্তি কাজ করবেই। কী বলছেন বিরাট কোহলির ঘনিষ্ঠ বন্ধু এবিডি?
এবিডি কিন্তু বলছেন, ‘এ বার টিমটাকে বিশ্বাস করার সময় এসে গিয়েছে। অনেক যন্ত্রণা ভোগ করেছি আমরা। অনেক কষ্ট পেয়েছি। ৩৩ বছর অপেক্ষা করেছে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফাইনাল খেলার জন্য। অবশেষে সেই সময় এসে গিয়েছে। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে আমার দেশকেই সমর্থন করব। বিশ্বাস করি যে, টিম জিতবে এ বারের বিশ্বকাপটা। ভারত একটা তারকাখচিত টিম। এই টিমের সবাই ভারতকে খুব ভালো করে চেনে। কিন্তু আমি বিশ্বাস করি, দক্ষিণ আফ্রিকার সময় এসে গিয়েছে।’
এ বারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা অনবদ্য খেলেছে। গ্রুপ লিগ থেকে সুপার এইট, একটাও ম্যাচ হারে প্রোটিয়ারা। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে প্রতিটা ম্যাচে সেরাটাই দিয়েছেন মার্কব়্যামরা। পেস বোলাররা চমৎকার পারফর্ম করছেন। ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে লড়াইটা প্রোটিয়া বোলিংয়ের। যদি রোহিত-সূর্যদের আটকে দিতে পারেন রাবাডারা, তা হলে স্বপ্নপূরণ করতে অসুবিধা হবে না।