IPL 2024: তিনি ফিরেছেন কিন্তু থাকবেন তো… ধোনি-কামিন্সদের ম্যাচের আগে তুমুল বিতর্ক উপ্পলে
SRH vs CSK: হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে আজ শুক্রবার রয়েছে আইপিএলে (IPL) সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) এবং চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ম্যাচ। তার আগে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন পড়েছিল বিরাট চাপে। বিদ্যুতের বিল না জমা দেওয়ার অভিযোগে তেলঙ্গানার সরকারি বিদ্যুৎ সংস্থা রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল।
কলকাতা: ম্যাচের বিশেষ মুহূর্তে গ্যালারিতে মোবাইলের টর্চ জালিয়ে বিশেষ পরিবেশ তৈরি করার রেওয়াজ বহু স্টেডিয়ামে দেখা যাচ্ছে। কিন্তু ফ্লাডলাইটের অভাব তো আর মোবাইলের টর্চের আলো মেটাতে পারে না। হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে আজ শুক্রবার রয়েছে আইপিএলে (IPL) সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) এবং চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ম্যাচ। তার আগে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন পড়েছিল বিরাট চাপে। বিদ্যুতের বিল না জমা দেওয়ার অভিযোগে তেলঙ্গানার সরকারি বিদ্যুৎ সংস্থা রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। যার ফলে শুক্রবারের আইপিএল ম্যাচ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। এই সমস্যার নিষ্পত্তি কি হয়েছে?
হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দিয়ে সতর্ক করেছিল তেলঙ্গানার সরকারি বিদ্যুৎ সংস্থা। কিন্তু তাতে কাজ না হওয়ায় বৃহস্পতিবার উপ্পল ক্রিকেট স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। এ কথা শুনে মাথায় হাত পড়তে পারে হায়দরাবাদ বনাম চেন্নাই ম্যাচের টিকিট রয়েছে যাঁদের। বিদ্যুৎ বিচ্ছিন্ন স্টেডিয়ামে কি করে একটি ক্রিকেট ম্যাচ হবে?
অবশ্য এত চিন্তার কিছু নেই। কারণ, শুক্রবার রাতে আইপিএল ম্যাচের আগে উপ্পল স্টেডিয়ামে ফিরেছে বিদ্যুৎ। এইচসিএর প্রেসিডেন্ট অফিসের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংসের ম্যাচের আগে হায়দরাবাদের উপ্পল ক্রিকেট স্টেডিয়ামে বিদ্যুৎ বিভাগ থেকে বিদ্যুৎ সংযোগ ফেরানো হয়েছে। ফলে এসআরএইচ বনাম সিএসকের আইপিএল ম্যাচ স্বাভাবিকভাবেই হবে।’
প্রায় ৩ কোটিরও বেশি বিল বকেয়া থাকার কারণে উপ্পল স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ কেটে দেয় তেলঙ্গানার সরকারি বিদ্যুৎ সংস্থা। মোট ৩.০৫ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া ছিল। এর মধ্যে মূল বিলের পরিমাণ ছিল ১ কোটি ৪১ লক্ষ টাকা। আর বাকি ১ কোটি ৬৩ লক্ষ টাকা ছিল সার্জ চার্জ।