SL vs PAK, Watch: প্যাডে আটকে বল, ক্যাচ-রান আউটের চেষ্টা; রইল ভিডিয়ো
Sri Lanka vs Pakistan Funny Moment: অস্ট্রেলিয়া ২০১৭ সালে ভারত সফরে এসেছিল। সে সময় অধিনায়ক স্টিভ স্মিথ। একটি ডেলিভারি স্মিথের পায়ের ফাঁকে আটকে যায়। ঋদ্ধিমান সাহা মজার ছলে ক্যাচ নেওয়ার চেষ্টা করেন। দু-জনই হাসতে হাসতে ক্রিজের পাশে শুয়ে পড়েন।
শ্রীলঙ্কা সফরে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দু-ম্যাচের সিরিজ খেলছে পাকিস্তান-শ্রীলঙ্কা। গলে চলছে সিরিজের প্রথম টেস্ট। আর সেই ম্যাচেই মজার মুহূর্ত। যাতে হাসিতে লুটিয়ে পড়লেন দু-দলের ক্রিকেটাররাই। এমনই একটা ঘটনা ভারত-অস্ট্রেলিয়া টেস্টেও হয়েছিল। স্টিভ স্মিথের সঙ্গে মজা করেছিলেন ভারতীয় দলের উইকেট কিপার ঋদ্ধিমান সাহা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৩১২ রানের জবাবে প্রবল চাপে ছিল পাকিস্তান। টপ অর্ডার ব্যর্থ। অধিনায়ক বাবর আজমের মতো তারকা ব্যাটারও সুবিধা করতে পারেননি। ১০১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল পাকিস্তান। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি শ্রীলঙ্কার হাতে। এমন সময় অনবদ্য জুটি গড়েন সাদ শাকিল ও আঘা সলমন। পেস বোলিং অলরাউন্ডার সলমন ৮৩ রানে ফেরেন। তবে উল্টোদিকে ক্রিজ আঁকড়ে পড়ে থাকেন শাকিল। সেঞ্চুরি পেরোন। দলকে লিড এনে দেন। শেষ অবধি ২০৮ রানে অপরাজিত থাকেন শাকিল। পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয় ৪৬১ রানে। বিশাল লিড নেয়। এরই মাঝে হাসির মুহূর্ত।
পাকিস্তানের শেষ উইকেট জুটি তখন ক্রিজে। শাকিলের সঙ্গে স্পিনার আবরার আহমেদ। বোলিংয়ে অফস্পিনার রমেশ মেন্ডিস। আবরার চেষ্টা করছিলেন কোনওরকমে ক্রিজে টিকে থাকতে। কেন না, উল্টোদিকে শাকিল রয়েছেন। ফলে কয়েকটা ডেলিভারি খেলে এক দিক আগলে রাখতে পারলে, বোর্ডে আরও কিছু রান যোগ করা যাবে।
রমেশ মেন্ডিসের ডেলিভারি অফ স্টাম্পের অনেকটা বাইরে থেকে টার্ন নিয়ে ভেতরে ঢোকে। বল আবরারের গ্লাভসে লেগে প্যাডে আটকে যায়। শ্রীলঙ্কা উইকেট কিপার সাদিরা সমরবিক্রম লেগ বিফোরের আবেদন করেন। স্লিপে দাঁড়িয়ে ধনঞ্জয় ডি সিলভা হেসেই চলেছেন। সাদিরা এসে প্যাডের ফাঁক থেকে বল তুলে ক্যাচের আবেদন করতে যান। আবরার মজা করে রান নিতেও দৌড়ন। বল তখন প্যাডের ফাঁক থেকে মাটিতে পড়ে। তাঁকে রান আউটের চেষ্টাও করেন সাদিরা। পুরোটাই অবশ্য মজার ছলে। পাকিস্তান ডাগআউটে শাহিন আফ্রিদিরা হাসছেন। মাঠে শ্রীলঙ্কা ক্রিকেটাররা।
Abrar Ahmed & Sadeera Rashen Samarawickrama shared an instance that gave fans a reason to laugh out loud ?
How much more exciting will this #SLvPAK series get? ?#SonySportsNetwork pic.twitter.com/4w2ihvT1YR
— Sony Sports Network (@SonySportsNetwk) July 18, 2023
অস্ট্রেলিয়া ২০১৭ সালে ভারত সফরে এসেছিল। সে সময় অধিনায়ক স্টিভ স্মিথ। একটি ডেলিভারি স্মিথের পায়ের ফাঁকে আটকে যায়। ঋদ্ধিমান সাহা মজার ছলে ক্যাচ নেওয়ার চেষ্টা করেন। দু-জনই হাসতে হাসতে ক্রিজের পাশে শুয়ে পড়েন।