SL vs NZ: জয়সূর্যর ঘূর্ণির কামালে জয় শ্রীলঙ্কার, রবীন্দ্র জেতাতে পারলেন না কিউয়িদের

গল টেস্টে রাচিন রবীন্দ্র ক্রিজ কামড়ে চতুর্থ দিন পড়েছিলেন। না হলে চতুর্থ দিনেই ম্যাচ জিতে নিত শ্রীলঙ্কা। কিন্তু তেমনটা তা না হওয়ায় ম্যাচ গড়ায় পঞ্চম দিনে। আর শেষ দিনে লঙ্কানদের হিরো হয়ে ওঠেন প্রভাত জয়সূর্য।

SL vs NZ: জয়সূর্যর ঘূর্ণির কামালে জয় শ্রীলঙ্কার, রবীন্দ্র জেতাতে পারলেন না কিউয়িদের
SL vs NZ: জয়সূর্যর ঘূর্ণির কামালে জয় শ্রীলঙ্কার, রবীন্দ্র জেতাতে পারলেন না কিউয়িদের Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Sep 23, 2024 | 2:39 PM

কলকাতা: ভারতের মাটিতে রবিবার বাংলাদেশকে উড়িয়ে প্রথম টেস্ট জিতেছে টিম ইন্ডিয়া। এরই মাঝে আজ, সোমবার সুদূর গলে নিউজিল্যান্ডকে (New Zealand) প্রথম টেস্টে হারিয়ে দিল শ্রীলঙ্কা (Sri Lanka)। রোমাঞ্চকর একটা টেস্ট ম্যাচ উপহার পেলেন ক্রিকেট প্রেমীরা। পঞ্চম দিন অবধি গড়াল ওই ম্যাচ। ভারতীয় বংশোদ্ভূত রাচিন রবীন্দ্র ব্যাট হাতে শেষ অবধি চেষ্টা করলেন, কিন্তু দলকে কাঙ্খিত জয় এনে দিতে পারলেন না। উল্টে প্রভাত জয়সূর্যর ঘূর্ণিতে ফেঁসে গেল কিউয়িরা।

গল টেস্টে রাচিন রবীন্দ্র ক্রিজ কামড়ে চতুর্থ দিন পড়েছিলেন। না হলে চতুর্থ দিনেই ম্যাচ জিতে নিত শ্রীলঙ্কা। কিন্তু তেমনটা তা না হওয়ায় ম্যাচ গড়ায় পঞ্চম দিনে। আর শেষ দিন শ্রীলঙ্কার প্রয়োজন ছিল দুটি উইকেট। আর কিউয়িদের দরকার ছিল ৬৮ রান। পঞ্চম দিন রাচিন রবীন্দ্রকে এলবিডব্লিউ করেন প্রভাত জয়সূর্য। ১৬৮ বলে ৯২ রানে আউট হন তিনি। এরপর উইল ও’রুর্ককে বোল্ড আউট করেন প্রভাত। প্রথম টেস্টের পঞ্চম দিন মাত্র ২ রান স্কোরবোর্ডে তোলেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। আর ২১১ রানে গুটিয়ে যায় কিউয়িরা।

শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ প্রসঙ্গে সংক্ষেপে বলতে হলে, টস জিতে প্রথমে ব্যাটিং বাছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ৩০৫ রান তোলে। কিউয়িরা এরপর প্রথম ইনিংসে ৩৪০ রান তোলে। দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা তোলে ৩০৯ রান। যার ফলে নিউজিল্যান্ডের সামনে ২৭৫ রানের টার্গেট রাখেন দিমুথ করুণারত্নেরা। এই টার্গেট কেন উইলিয়ামসনরা পূরণ করতে পারেননি। তাই ২ টেস্টের ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।