Rohit Sharma: আবরা কা ডাবরা… চেন্নাই টেস্টে রোহিত শর্মার অবাক কাণ্ডের ভিডিয়ো ভাইরাল
India vs Bangladesh: ভারত-বাংলাদেশের প্রথম টেস্ট টিম ইন্ডিয়া ২৮০ রানে জিতে সিরিজে এগিয়ে গিয়েছে। কিন্তু এই টেস্টে আশানুরূপ পারফর্ম করতে পারেননি রোহিত শর্মা। প্রথম ইনিংসে ৬ রান করেন। আর দ্বিতীয় ইনিংসে ৫।
কলকাতা: ভারতের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাটিং সকলে উপভোগ করেন। তেমনই মাঠে তাঁর নানা কর্মকাণ্ড নিয়েও বিরাট আলোচনা হয়। স্টাম্প মাইকে রোহিতের নানা কথা প্রায় ধরা পড়ে। যা নিয়ে বেশ মজা করেন ক্রিকেট প্রেমীরা। বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ভারতের (India) প্রথম টেস্টে রোহিত এক কাণ্ড করে লাইমলাইটে এসেছেন। তিনি ঠিক যেন ম্যাজিক কাজে লাগানোর চেষ্টা করেছিলেন। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। বিষয়টা কী?
আসলে চেন্নাই টেস্টের চতুর্থ দিন রোহিত শর্মাকে দেখা যায় স্টাম্পের সামনে দাঁড়িয়ে কিছু করছেন। আসলে তিনি স্টাম্পের উপরে থাকা বেল এদিক ওদিক সরাচ্ছিলেন। ২টো বেল এদিক ওদিক সরিয়ে দিয়ে পিছন দিকে চলে যান রোহিত। সেখানে গিয়ে দু’হাত মুখের সামনে দিয়ে ফুঁ ছুড়ে দেওয়ার অঙ্গভঙ্গি করেন রোহিত।
The win you know, the juju you don’t 😆 pic.twitter.com/JPETlsRsGn
— S🦦 (@Iwillhuntuhdown) September 22, 2024
ভারত অধিনায়ক রোহিতের ওই ভিডিয়োর কমেন্টে নেটিজ়েনরা হাসির রোল তুলেছে। ভিডিয়োটির কমেন্টে কেউ লিখেছেন, ‘ম্যাজিশিয়ান রো।’ একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘এটা তো মাইন্ড গেম।’
Magician Ro 🤣🤣
— Mr.Rahul (@Oye_Rahul_Yar) September 22, 2024
Mind game.
— Deepak Sharma (@dipak_sh95) September 22, 2024
চেন্নাই টেস্ট টিম ইন্ডিয়া ২৮০ রানে জিতে সিরিজে এগিয়ে গিয়েছে। কিন্তু এই টেস্টে আশানুরূপ পারফর্ম করতে পারেননি রোহিত শর্মা। প্রথম ইনিংসে ৬ রান করেন। আর দ্বিতীয় ইনিংসে ৫। এ বার দেখার দ্বিতীয় টেস্টে ভারত অধিনায়ক ব্যাট হাতে ঘুরে দাঁড়াতে পারেন কিনা। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে ভারত ও বাংলাদেশের দ্বিতীয় টেস্ট শুরু হবে। চিপকে রোহিতরা জেতার পর বোর্ডের পক্ষ থেকে দ্বিতীয় টেস্টের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়েছে। কানপুর টেস্টের জন্য ভারতীয় স্কোয়াডে কোনও বদল করা হয়নি।