ভারত-অস্ট্রেলিয়া পিঙ্ক বল টেস্টে ‘আনলক’ দর্শক
TV9 বংলা ডিজিটাল – কোভিড ধক্কায় একটা লম্বা সময় ধরে খেলার মাঠ দর্শক শূন্য। কিন্তু চলতি বছরের শেষে গ্যালারী ও দর্শকদের মধ্যে ব্যবধান ঘুঁচতে চলেছে। সৌজন্যে ক্রিকেট অস্ট্রেলিয়া। অনান্য দেশের তুলনায় অস্ট্রেলিয়ায় কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রনে রাখতে সমর্থ হয়েছে সেদেশের সরকার। স্টিভ ওয়ার দেশ তাই স্বাভাবিক ছন্দেই এগিয়ে চলেছে। আর তাই আগামী মাসের ভারত অস্ট্রেলিয়া […]
TV9 বংলা ডিজিটাল – কোভিড ধক্কায় একটা লম্বা সময় ধরে খেলার মাঠ দর্শক শূন্য। কিন্তু চলতি বছরের শেষে গ্যালারী ও দর্শকদের মধ্যে ব্যবধান ঘুঁচতে চলেছে। সৌজন্যে ক্রিকেট অস্ট্রেলিয়া। অনান্য দেশের তুলনায় অস্ট্রেলিয়ায় কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রনে রাখতে সমর্থ হয়েছে সেদেশের সরকার। স্টিভ ওয়ার দেশ তাই স্বাভাবিক ছন্দেই এগিয়ে চলেছে। আর তাই আগামী মাসের ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ থেকে মাঠে দর্শকদের উপস্থিতি নিয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট থেকেই মাঠে আসতে পারবেন দর্শকরা। তবে একশো শতাংশ দর্শকের উপস্থিতি থাকছে না।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ২৭ ডিসেম্বর থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়া ডে-নাইট টেস্টে মাঠে ৫০ শতাংশ দর্শক উপস্থিত থাকবেন। অ্যাডিলেড ওভালে একসঙ্গে প্রায় ৫৪ হাজার দর্শক খেলা দেখতে পারেন। ভারত-অস্ট্রেলিয়া পিঙ্ক বল টেস্টে সর্বোচ্চ ২৭ হাজার দর্শককে মাঠে আসার অনুমতি দিতে চলেছে সিএ। এরপর দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর, মেলবর্নে। এই বক্সিং ডে টেস্টেও ২৫ শতাংশ দর্শকের জন্য টিকিটের ব্যবস্থা করা হবে। অন্যদিকে ব্রিসবনে চতুর্থ টেস্টে ৭৫ শতাংশ দর্শককে মাঠে আসার ছাড়পত্র দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই এবার আর একেবারে দর্শকশূন্য মাঠে খেলতে হবে না ক্রিকেটারদের।
এদিকে বিরাট কোহলি প্রথম টেস্টের পর দেশে ফিরে আসবেন শুনে কিছুটা হলেও হতাশ অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়া। প্রাক্তন অজি অধিনায়াকের মতে এবারের ভারত অস্ট্রেলিয়া সিরিজ বিরাটের গোটা কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিরিজ হতে পারত। কিন্তু পরিবাব সবার আগে, তাই কিছু করার নেই বলছেন স্টিভ। স্টিভ ওয়ার পাশাপাশি হতাশ ক্রিকেট অস্টেলিয়ার প্রধান নিক হোকলিও। তিনিও মনে করছেন বিরাটের অনুপস্থিতি দর্শকদের জন্য একটা শুন্যতা তৈরি করবে।