Sunil Gavaskar: রোহিতের পর কে হবেন ভারতের ক্যাপ্টেন? গাভাসকরের চোখে এগিয়ে যাঁরা
রোহিত শর্মার পর ভারতের ক্যাপ্টেন হতে পারেন কে বা কারা? এই নিয়ে এ বার নিজের পছন্দের কথা জানালেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। কাদের এগিয়ে রাখলেন সানি?
নয়াদিল্লি : ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ কী? ক্রিকেট মহলে এই প্রশ্ন দিন দিন জোরাল হচ্ছে। বিরাট কোহলি, রোহিত শর্মারা তো আজীবন জাতীয় দলের হয়ে খেলবেন না। তাই বিসিসিআইয়ের উচিত তরুণদের হাতে দায়িত্ব তুলে দেওয়া। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বিরাট কোহলি যখন টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়েছিলেন তখন ভারতীয় বোর্ডের কাছে একটা বড় চাপ তৈরি হয়েছিল। কাকে করা হবে ভারত অধিনায়ক? সেই সময় রোহিত শর্মার (Rohit Sharma) হাতেই সব ফরম্যাটের ক্যাপ্টেন্সির দায়ভার তুলে দেওয়া হয়েছিল। বিরাটের পথেই যদি হাঁটেন হিটম্যান? অর্থাৎ হঠাৎ তিনিও ক্যাপ্টেন্সি ছেড়ে দিলে কী হবে? বিসিসিআইয়ের কাছে পরবর্তী ক্যাপ্টেন তৈরি তো? এই প্রশ্ন তুলে দিয়েছেন অনেকেই। রোহিত শর্মার পর ভারতের ক্যাপ্টেন হতে পারেন কে বা কারা? এই নিয়ে এ বার নিজের পছন্দের কথা জানালেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। কাদের এগিয়ে রাখলেন সানি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
৩৬ বছর বয়সী রোহিত শর্মা আর কতদিন ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন তা বলতে পারছেন না কেউই। কিন্তু ক্যাপ্টেন হিসেবে তাঁর সময় যে বেশিদিন নয় এমনটা ক্রিকেট মহলের অনেকেই বলছেন। এই পরিস্থিতিতে তরুণে আস্থা রাখার কথা শোনালেন সানি। তাঁর মতে ভারতীয় বোর্ডের এখন থেকেই তরুণ ক্রিকেটারদের উপর ভরসা রাখতে হবে। তিনি জানান, শুভমন গিল, অক্ষর প্যাটেল ও ঈশান কিষাণের মতো তরুণদের উপর দেওয়া যেতে পারে নেতৃত্বের দায়িত্ব।
সানির কথায়, ‘ভারতের ভবিষ্যৎ অধিনায়কের জন্য আমি শুভমন গিল এবং অক্ষর প্যাটেলকে বেছে নেব। কারণ অক্ষর প্রতি ম্যাচেই ভালো পারফর্ম করার চেষ্টা করছে। ওদের সহ-অধিনায়কের দায়িত্ব দিয়ে ভাবনা চিন্তার সুযোগ দেওয়া উচিত। আমার দৃষ্টিতে ওরা দু’জনেই এই বিষয়ে এগিয়ে থাকবে। এছা ড়া ঈশান কিষাণের মতো কেউও হতে পারে। যদি ও দলে নিয়মিত জায়গা করে নেয়, তা হলে ঈশানও ভবিষ্যতের অধিনায়কের তালিকায় আসতে পারে।’
গাভাসকরের মতে, আসন্ন ক্যারিবিয়ান সফরে অজিঙ্ক রাহানের জায়গায় শুভমন গিল অক্ষর প্যাটেলদের সহ-অধিনায়ক করতে পারত বোর্ড। এই নিয়ে তিনি বলেন, ‘রাহানেকে সহ-অধিনায়ক করার বিষয়টির মধ্যে কোনও ভুল নেই। তবে তরুণ ক্রিকেটারদের তৈরি করার জন্য একটি সুযোগ হাতছাড়া করল বোর্ড। আমার মনে হয়, অন্তত একজন তরুণ ক্রিকেটারকে বলা উচিত যে আমরা তোমাকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে দেখছি। তা হলে সে নিজেকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে ভাবার সুযোগটাও পাবে। এবং নিজেকে সেভাবে তৈরি করবে।’