T20 World Cup 2022: ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ‘ব্রিটিশ রাজ’ এ রাজত্ব টিম ইন্ডিয়ার
Team India: বারবার আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনাল কিংবা ফাইনাল অবধি পৌঁছলেও ট্রফি আসছে না। ২০১৩ সালে শেষ আইসিসি ট্রফি জিতেছিল ভারত। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভেই বিদায়। এ বার সেমিফাইনালে কী হবে!
অ্যাডিলেড : আর একটা রাত। বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড বিরুদ্ধে নামছে ভারত। তার আগে ‘ব্রিটিশ রাজ’এ রাজত্ব করল টিম ইন্ডিয়া। বুঝতে কি একটু সমস্য়া হচ্ছে! তাহলে আরও পরিষ্কার করা যাক। বিশ্বকাপে টানা সূচি। রোজ ম্যাচ না থাকলেও, এই শহর, ওই শহর করে ব্য়স্ততায় কাটছে। প্লেয়ারদের মধ্যে বন্ডিং বাড়াতে তাই সেমিফাইনালের আগে টিম ডিনারের ব্যবস্থা করা হয়েছিল। অস্ট্রেলিয়াতেও ব্রিটিশ রাজ! ইংরেজদের বিরুদ্ধে রাজত্ব করার প্রস্তুতিতে এ কেমন ব্রিটিশ রাজ!খোলসা করল TV9Bangla।
দলের মধ্যে বোঝাপড়া বাড়াতে আগেও প্রতিটি সফরে রেস্ট ডে থাকত। ক্রিকেটার, কোচিং স্টাফ সকলে মিলে কোথাও বেরাতে যেতেন। তা সে ইংল্যান্ড সফর হোক বা দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের টানা সূচিতে সেই সুযোগ কম। তবে এক সঙ্গে বাইরে ডিনার তো করাই যায়! পেটও ভরবে, প্লেয়াররা নিজেদের মধ্যে একটু খোলামেলা আড্ডা মারার সুযোগও পাবেন। এতে বোঝাপড়াও বাড়বে। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যা খুবই জরুরি। বারবার আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনাল কিংবা ফাইনাল অবধি পৌঁছলেও ট্রফি আসছে না। ২০১৩ সালে শেষ আইসিসি ট্রফি জিতেছিল ভারত। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভেই বিদায়। এ বার সেমিফাইনালে কী হবে!
বৃহস্পতিবার ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে বিদায় করে দেওয়ার লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া। তার আগে চাপ কাটাতে ভারতীয় দলের জন্য বাইরে ডিনারের ব্যবস্থা করা হয়। ভারতীয় দল যেখানে ডিনার সেরেছে সেই রেস্তোরাঁর নামই ‘ব্রিটিশ রাজ’। টরেন্সভিলের এই রেস্তোরাঁটি বিখ্য়াত চিকেন টিক্কা, কাশ্মীরি পোলাও, ল্যাম্ব রোগান জোশ। ‘জস’ বাটলারদের বিরুদ্ধে নামার আগে ‘জোশ’ বাড়িয়ে রাখলেন টিম ইন্ডিয়ার সদস্যরা। এ বারের বিশ্বকাপে খাবার নিয়ে সমস্যায় পড়েছিল টিম ইন্ডিয়া। সিডনিতে যার জেরে অনুশীলনই বাতিল করতে বাধ্য হয়েছিল ভারতীয় দল। স্বাদ বদলে তাই এ বার রেস্তোাঁয় ঢুঁ মারলেন রোহিত, বিরাটরা।