India vs New Zealand: কাল থেকেই টেস্ট শিবির শুরু রাহানেদের

অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, ময়াঙ্ক আগারওয়াল, ইশান্ত শর্মারা মুম্বইয়ে টেস্ট ক্যাম্পে অনুশীলন করবেন। ২ মাসের উপর লাল বলে ক্রিকেট খেলেননি রাহানেরা। মাত্র দিন তিনেকের প্রস্তুতিতে টেস্টে ভালো ক্রিকেট খেলা সম্ভব নয়। সেটা ভালোই জানেন কোচ দ্রাবিড়। তাই দলকে পুরোদমে সেট করতেই এমন ভাবনা মিস্টার ডিপেন্ডেবলের।

India vs New Zealand: কাল থেকেই টেস্ট শিবির শুরু রাহানেদের
পূজারা ও রাহানে। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 14, 2021 | 5:33 PM

মুম্বই: ২৫ তারিখ থেকে কানপুরে (Kanpur) শুরু ভারত (India)-নিউজিল্যান্ড (New Zealand) প্রথম টেস্ট। কিন্তু তার অনেক আগে থেকেই মুম্বইয়ে টেস্ট শিবিরে যোগ দিচ্ছেন রাহানেরা। আগামিকাল থেকেই শুরু সেই টেস্ট ক্যাম্প।

কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এখন জয়পুরে। রোহিত শর্মাও (Rohit Sharma) পৌঁছে গিয়েছেন সেখানে। বুধবার থেকে শুরু টি-টোয়েন্টি (T-20) সিরিজ। সামনের রবিবার সিরিজের শেষ টি-টোয়েন্টি। তার চারদিন পরই শুরু টেস্ট। ফলে টেস্ট দলের অনুশীলনে যাতে কোনও সমস্যা না হয় তাই এক সপ্তাহ আগে থেকেই রাহানেদের (Ajinkya Rahane) অনুশীলন করার নির্দেশ দেন দ্রাবিড়। অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, ময়াঙ্ক আগারওয়াল, ইশান্ত শর্মারা মুম্বইয়ে টেস্ট ক্যাম্পে অনুশীলন করবেন। ২ মাসের উপর লাল বলে ক্রিকেট খেলেননি রাহানেরা। মাত্র দিন তিনেকের প্রস্তুতিতে টেস্টে ভালো ক্রিকেট খেলা সম্ভব নয়। সেটা ভালোই জানেন কোচ দ্রাবিড়। তাই দলকে পুরোদমে সেট করতেই এমন ভাবনা মিস্টার ডিপেন্ডেবলের। দ্রাবিড় চেয়েছিলেন বেঙ্গালুরুর এনসিএ-তেই অনুশীলন করুক রাহানেরা। কিন্তু শেষ মুহূর্তে ঠিক হয়, মুম্বইয়ের বান্দ্রা কুর্লায় এনসিএ (NCA) কোচেদের তত্ত্বাবধানেই অনুশীলন করবেন শুভমন গিল, ইশান্ত শর্মারা। নেগেটিভ কোভিড রিপোর্ট নিয়েই প্রত্যেককে যোগ দিতে বলা হয়েছে। তবে মুম্বইয়ে কোনও বায়ো-বাবলে থাকবেন না ক্রিকেটাররা। তাই ক্রিকেটারদের জনসমক্ষে না যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। কানপুরে পৌঁছনোর পরই বায়ো-বাবলে ঢুকবেন পূজারা-রাহানেরা।

কাল থেকে ইশান্ত শর্মারা (Ishant Sharma) টেস্ট শিবিরে যোগ দিলেও অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) কয়েকদিন বাদে যোগ দেবেন। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে দেশে ফিরেছেন জাডেজা। টানা বায়ো-বাবলে ছিলেন। তাই দিন তিনেক পরে টেস্ট শিবিরে যোগ দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। বিরাটের অনুপস্থিতিতে প্রথম টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে। দ্বিতীয় টেস্টে দলে যোগ দিয়েই অধিনায়কত্ব করবেন বিরাট কোহলি (Virat Kohli)। কানপুরে প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে মুম্বইয়ে।

আরও পড়ুন: T20 World Cup 2021: কিউয়িদের হারিয়ে কাপ জেতাই লক্ষ্য অজিদের