Virat Kohli: কোহলির কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে এশিয়া কাপ

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে বিরাট কোহলি সর্বাধিক রান সংগ্রহকারী। প্রাক্তন পাক ক্রিকেটাররা এই নিয়ে বাবরদের সতর্ক করে দিচ্ছেন।

Virat Kohli: কোহলির কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে এশিয়া কাপ
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2022 | 5:56 PM

দুবাই: মঞ্চ প্রস্তুত। দুই দলের ক্যাপ্টেন বাবর আজম এবং রোহিত শর্মা (India vs Pakistan) নিজের পরিকল্পনাগুলিকে মাঠে নেমে বাস্তবায়িত করতে মুখিয়ে। ক্রিকেট অনুরাগীরা অধীরে আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেট জগতের সবচেয়ে বড় যুদ্ধের। ম্যাচের পাশাপাশি নজরে থাকবেন বেশ কয়েকজন নির্দিষ্ট খেলোয়াড়। তাঁদেরই মধ্যে একজন বিরাট কোহলি। এশিয়া কাপের (Asia Cup) উদ্বোধনী ম্যাচের ঠিক আগে বিরাটের সাক্ষাৎকার হইচই ফেলে দিয়েছে। তাঁর মনে কতটা ঝড়, জানাতে দ্বিধা করেননি। খারাপ সময়ের মধ্যে দিয়ে চললেও পাকিস্তান-সহ এশিয়া কাপের বাকি টিমগুলি বিরাট কোহলিকে হালকাভাবে নেওয়ার ভুল করবে না মোটেও। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে তিনিই সর্বাধিক রান সংগ্রহকারী। প্রাক্তন পাক ক্রিকেটাররা এই নিয়ে বাবরদের সতর্ক করে দিচ্ছেন। প্রাক্তনী দানিশ কানেরিয়া (Danish Kaneria) জানালেন, ফর্মহীনতায় ভোগা বিরাট কোহলি এবারের এশিয়া কাপে পাকিস্তানের জন্য কতটা ভয়ানক।

প্রাক্তন ডানহাতি লেগ স্পিনারের মতে, এশিয়া কাপ বিরাটের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। একটি সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে দানিশ বলেছেন, “বিরাট কোহলি একটা ব্র্যান্ড। ফ্যানদের তাঁর কাছ থেকে প্রত্যাশা থাকবে এটাই স্বাভাবিক। রানে ফেরার জন্য যা যা করা উচিত ও সবই করছে। মাঠে বেশিরভাগ সময় কাটাচ্ছে। ওর ব্যাটিং স্টাইল, টেকনিক সবই ঠিক রয়েছে। শুধু ফর্মে ফেরার অপেক্ষা। একবার খারাপ সময় কাটিয়ে উঠতে পারলেই, কোনও বোলারের ক্ষমতা নেই বিরাটের সামনে দাঁড়ানোর। বিরাটের ক্লাস ব্যাটিংয়ের আবারও দেখা মিলবে এবং ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে।”

পাকিস্তানের বর্তমান দলের ক্রিকেটার শাদাব খান, শাহিন আফ্রিদিরা ‘দুয়া’ করেছেন, এশিয়া কাপে রানে ফিরুক বিরাট। ওয়াঘার ওপারের গুণমুগ্ধরাও চান রবিবাসরীয় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বিরাট ব্যাটে উঠুক ঝড়। কোহলি কি পারবেন প্রত্যাশার মান রাখতে?