FA Cup Final: অনুষ্কা-শুভমনের সঙ্গে ম্যাঞ্চেস্টার ডার্বি দেখলেন কোহলি, স্কাই-যুবিও জমালেন ওয়েম্বলি

Virat Kohli-Anushka Sharma : ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাঞ্চেস্টার ডার্বি (Manchester Derby) উপভোগ করলেন বিরাট কোহলি। তাঁর সঙ্গে এফএ কাপের ফাইনাল দেখতে গিয়েছিলেন শুভমন গিল। অন্যদিকে স্ত্রী দেবিশা শেট্টিকে নিয়ে এফএ কাপের ফাইনাল দেখতে গিয়েছিলেন সূর্যকুমার যাদবও।

FA Cup Final: অনুষ্কা-শুভমনের সঙ্গে ম্যাঞ্চেস্টার ডার্বি দেখলেন কোহলি, স্কাই-যুবিও জমালেন ওয়েম্বলি
FA Cup Final: অনুষ্কা-শুভমনের সঙ্গে ম্যাঞ্চেস্টার ডার্বি দেখলেন কোহলি, স্কাই-যুবিও জমালেন ওয়েম্বলি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 04, 2023 | 12:17 PM

লন্ডন : ওয়েম্বলি স্টেডিয়ামের চারিদিকে এখনও উড়ছে আকাশি আবির। ম্যাঞ্চেস্টার ডার্বিতে (Manchester Derby) ২-১ ব্যবধানে জিতে এফএ কাপ (FA Cup) চ্যাম্পিয়ন হয়েছে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। রুদ্ধশ্বাস একটা ম্যাচ দেখার প্রত্যাশা নিয়ে ওয়েম্বলি ভরাতে এসেছিলেন হাজার হাজার দর্শক। বর্তমানে ভারতীয় দলের ক্রিকেটাররা লন্ডনে রয়েছেন। স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনাল দেখার আমন্ত্রণ পেয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সেই আমন্ত্রণ রক্ষা করতে শনিবার ওয়েম্বলিতে পৌঁছে গিয়েছিলেন কোহলি। বিরুষ্কার সঙ্গে ছিলেন শুভমন গিলও। সোশ্যাল মিডিয়ায় বিরাট-অনুষ্কা-গিলের ম্যাঞ্চেস্টার ডার্বি দেখার ছবি ভাইরাল হয়েছে। এই ত্রয়ী ছাড়াও ম্যাঞ্চেস্টার ডার্বিতে ওয়েম্বলি জমালেন স্কাই-যুবিও। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ওয়েম্বলিতে ম্যাঞ্চেস্টার ডার্বি উপভোগ করেছেন বিরাট ও অনুষ্কা – এফএ কাপের ফাইনাল দেখতে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আসলে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা পুমা বিরুষ্কাকে এফএ কাপের ফাইনাল দেখার আমন্ত্রণ জানিয়েছিল।

বিরুষ্কার সঙ্গে শুভমন গিলকেও দেখা গিয়েছে ওয়েম্বলিতে – এফএ কাপের ফাইনালে বিরুষ্কার পাশাপাশি ওয়েম্বলি স্টেডিয়ামে দেখা গিয়েছে ভারতীয় তারকা ওপেনার শুভমন গিল। আসলে শুভমনও ফুটবলপ্রেমী। তাই সুযোগ পেলেই ফুটবল ম্যাচ দেখতে ছোটেন। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য তিনি যেহেতু ইংল্যান্ডেই রয়েছেন, তাই এফএ কাপের ফাইনাল দেখার সুযোগ হাতছাড়া করলেন না গিল।

সস্ত্রীক সূর্যকুমার যাদবও দেখেছেন এফএ কাপ ফাইনাল – ভারতের বিস্ফোরক ব্যাটার সূর্যকুমার যাদবও এফএ কাপের ফাইনাল ম্যাচ দেখতে ওয়েম্বলি স্টেডিয়ামে পৌঁছেছিলেন। তাঁর স্ত্রী দেবিশা শেট্টিও সঙ্গে ছিলেন। সূর্যকুমার যাদব একজন বড় ফুটবল ভক্ত এবং যখনই তিনি সুযোগ পান ম্যাচ দেখতে স্টেডিয়ামে পৌঁছে যান।

ওয়েম্বলি জমালেন যুবি – টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং ফুটবলের বড় ভক্ত। এফএ কাপের ফাইনালে তিনিও উপস্থিত ছিলেন। তিনি ম্যাঞ্চেস্টার ডার্বির প্রি-ম্যাচে ধারাভাষ্যও দিয়েছিলেন। ব্রডকাস্টারের তরফ থেকে যুবরাজকে ওয়েম্বলিতে ডাকা হয়েছিল।