Team India: বিরাট-রোহিত-সূর্যরা প্রতিবন্ধী করে দিয়েছে টিমকে… বিস্ফোরক মন্তব্য দেশের প্রাক্তনীর

T20 World Cup 2024: এ বছর রোহিত ব্রিগেডের কাছ থেকে টি-২০ বিশ্বকাপ ট্রফির প্রত্যাশা করছেন ভারতীয় সমর্থকরা। এই পরিস্থিতিতে হঠাৎ করেই দেশের এক প্রাক্তন অলরাউন্ডার বলেছেন, ভারতীয় টিমে রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা টিমকে প্রতিবন্ধী করে দিয়েছেন।

Team India: বিরাট-রোহিত-সূর্যরা প্রতিবন্ধী করে দিয়েছে টিমকে... বিস্ফোরক মন্তব্য দেশের প্রাক্তনীর
Team India: বিরাট-রোহিত-সূর্যরা টিমকে প্রতিবন্ধী করে দিয়েছে... বিস্ফোরক মন্তব্য দেশের প্রাক্তনীর Image Credit source: X
Follow Us:
| Updated on: Jun 03, 2024 | 5:45 PM

কলকাতা: ক্যালেন্ডার বলছে আজ ৩ জুন। মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। বুধবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রয়েছে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ। এ বছর রোহিত ব্রিগেডের কাছ থেকে বিশ্বকাপ ট্রফির প্রত্যাশা করছেন ভারতীয় সমর্থকরা। এই পরিস্থিতিতে হঠাৎ করেই দেশের এক প্রাক্তন অলরাউন্ডার বলেছেন, ভারতীয় টিমে (Team India) রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা টিমকে প্রতিবন্ধী করে দিয়েছেন। ভারতের বিশ্বকাপ (T20 World Cup) যাত্রা শুরুর আগে এমন বিস্ফোরক মন্তব্য করলেন দেশের কোন প্রাক্তনী?

ভারতীয় ক্রিকেট মহলে এখন চর্চা চলছে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার একাদশ কেমন হবে? বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে দেশের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান জানিয়েছেন, তাঁর মতে ভারতের একাদশে আরও বোলিং বিকল্প থাকা উচিত। যেহেতু রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা বোলিং করেন না, তাই তাঁরা ভারতীয় টিমকে হ্যান্ডিক্যাপ করে দিয়েছেন।

ইরফান বলেন, ‘বিশ্বকাপে ভারতের যে টিম বাছাই করা হয়েছে, তা থেকে দুই রকমের দল খেলাতে পারে। সেখানে এক ক্ষেত্রে অক্ষর পটেলকে ধরে মোট ছ’জন বোলারকে খেলানো যেতে পারে। আর অপর ক্ষেত্রে চার জন প্রধান বোলারের পাশাপাশি হার্দিক পান্ডিয়া ও শিবম দুবেকে খেলানো যেতে পারে। ভারতের কাছে আরও এক বিকল্প রয়েছে। যে নেটে বল করলেও, ম্যাচে তেমন বল করেনি। ও যশস্বী জয়সওয়াল। শিবম দুবেও আইপিএলে তেমন বল করেনি। কিন্তু নেটে নিয়মিত বোলিং অনুশীলন করেছে। যাতে বিশ্বকাপে এক বা দুই ওভার বল ও করতে পারে।’

দেশের প্রাক্তন অলরাউন্ডার ইরফানের মতে, হার্দিক যদি ৩-৪ ওভার বল করেন, তা হলে সমস্যা অনেকটাই মিটে যাবে। কিন্তু বিরাট, রোহিত ও সূর্যকুমাল বোলিং করেন না। যার ফলে দলে একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। ইরফান বলেন, ‘হার্দিক যদি তিন-চার ওভার বল করে, তা হলে সমস্যা মিটে যাবে। আমাদের অন্য ব্যাটাররা যেমন- রোহিত, বিরাট ও সূর্য বল করে না। তাই দলকে ওরা হ্যান্ডিক্যাপ করছে। যদি এই তিনজন বোলিং করতে পারে, তা হলে দলেরই লাভ হত। আমরা যদি অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের কথা ধরি তা হলে ওদের টপ সাত প্লেয়ারের মধ্যে অনেক অলরাউন্ডার রয়েছে। মইন আলি, লিয়াম লিভিংস্টোন এবং উইল জ্যাকস। সব সময় বোলিং বিকল্প বেশি রাখা ভালো।’