Virat Kohli: ভারতে পাওয়া সব ভালোবাসা ভুলে যাবেন বিরাট কোহলি, বলছেন শাহিদ আফ্রিদি

টি-২০ বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। তাঁর অনুরাগীরা এখন অপেক্ষায় রয়েছে তাঁকে ফের দেশের জার্সিতে খেলতে দেখার। এরই মাঝে আলোচনা চলছে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে।

Virat Kohli: ভারতে পাওয়া সব ভালোবাসা ভুলে যাবেন বিরাট কোহলি, বলছেন শাহিদ আফ্রিদি
Virat Kohli: ভারতে পাওয়া সব ভালোবাসা ভুলে যাবেন বিরাট কোহলি, বলছেন শাহিদ আফ্রিদিImage Credit source: X
Follow Us:
| Updated on: Jul 12, 2024 | 3:26 PM

কলকাতা: বিরাট কোহলি (Virat Kohli) এখন পরিবারের সঙ্গে লন্ডনে রয়েছেন। টি-২০ বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। তাঁর অনুরাগীরা এখন অপেক্ষায় রয়েছে তাঁকে ফের দেশের জার্সিতে খেলতে দেখার। এরই মাঝে আলোচনা চলছে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। সেখানে বিরাট কোহলি, রোহিত শর্মারা খেলবেন। তা জানিয়ে দিয়েছেন বোর্ড সেক্রেটারি জয় শাহ। পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় টিম। সম্প্রতি বিসিসিআই আইসিসির কাছে জানিয়েছে, ভারতের ম্যাচগুলো যেন পাকিস্তানের জায়গায় অন্যত্র সরানো হয়। তার মাঝে এ বার পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন শাহিদ আফ্রিদি জানিয়েছেন, পাকিস্তানে খেলতে গেলে বিরাট কোহলি ভারতে পাওয়া সব ভালোবাসা ভুলে যাবেন।

আসলে বিরাট কোহলির অনুরাগীরা শুধু ভারতেই নয়, ছড়িয়ে রয়েছে বিভিন্ন দেশে। পাকিস্তানেও কোহলির অনুরাগীর সংখ্যা কম নয়। সে কথা উল্লেখ করেই প্রাক্তন পাক অধিনায়ক শাহিন আফ্রিদি বলেন, ‘যদি বিরাট কোহলি পাকিস্তানে আসে, তা হলে ও ভারতে পাওয়া ভালোবাসা ভুলে যাবে। ওর একটা আলাদাই ক্লাস রয়েছে। পাকিস্তানে ওকে নিয়ে মাতামাতির অন্ত নেই। ওকে পাকিস্তানে অনেকেই ভালোবাসে। আমারও প্রিয় প্লেয়ার ও।’

ভারতীয় টিম যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না জানিয়েছে, সেই প্রসঙ্গ তুলে আফ্রিদি বলেন, ‘টিম ইন্ডিয়াকে আমি পাকিস্তানে স্বাগত জানাচ্ছি। ওদের এ দেশএ আসা উচিত। আমরা সব সময় ভারত সফরে প্রচুর সম্মান এব ভালোবাসা পেয়েছি। একইভাবে, ২০০৫ সালে যখন ভারতীয় দল পাকিস্তানে সফর করেছিল সেই সময় ওরাও প্রচুর ভালবাসা ও সম্মান পেয়েছিল। রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে হবে ক্রিকেটের এই সফরগুলোকে। খেলা ও রাজনীতি মিলিয়ে দেওয়া ঠিক না। ভারতীয় টিম পাকিস্তানে আসবে, পাক টিম ভারতে খেলতে যাবে এর থেকে ভালো আর কী হতে পারে।’

আফ্রিদির মতো পিসিবিও চাইছে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি সে দেশেই আয়োজন করতে। কিন্তু ভারত না খেলতে গেলে টুর্নামেন্টের জৌলুস কমবে। ফলে আইসিসি এই টুর্নামেন্টে ভারতের কথা ভেবে হাইব্রিড মডেল চালু করতেই পারে।