India vs England 2021: লক্ষ্মণ বলছেন, ওভালে জিতবেন বিরাটরাই

লর্ডস টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে গেলেও লিডসে ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বিরাট কোহলির টিম। যদি সিরিজ দখলে নিতে হয়, তা হলে ওভালেই ঘুরে দাঁড়াতে হবে ভারতকে।

India vs England 2021: লক্ষ্মণ বলছেন, ওভালে জিতবেন বিরাটরাই
India vs England 2021: লক্ষ্মণ বলছেন, ওভালে জিতবেন বিরাটরাই
Follow Us:
| Edited By: | Updated on: Sep 04, 2021 | 4:09 PM

লন্ডন: ব্যাটিং বিপর্যয় নিয়ে যতই আলোচনা হোক, ওভালে (Oval) জিতবে ভারতই (India)। আর কেউ নন, এমন ভবিষ্যদ্বাণী খোদ ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman)। প্রথম ইনিংসে ভারত ১৯১ রানে অল আউট হয়ে গিয়েছিল। জবাবে ইংল্যান্ড ২৯০ রানে শেষ। এই রিপোর্ট লেখার সময় দ্বিতীয় ইনিংসে ৭১-০ ভারত। দুই ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) আর লোকেশ রাহুল (KL Rahul) খেলছেন।

লক্ষ্মণের যুক্তি, ‘ওভালের উইকেট ভীষণ ফ্ল্যাট। ভারতীয় ব্যাটসম্যানরা কিন্তু বিশ্বমানের। তৃতীয় দিনে ওরা ঘুরে দাঁড়াবেই। ভারত এই জায়গা থেকেই চতুর্থ টেস্টটা জিতবে।’

একা লক্ষ্মণ নন, ইয়ান বেলও একই কথা বলছেন। তাঁর কথায়, ‘এই উইকেটটা ব্যাট করার উপযুক্ত। আমার তো মনে হয়, ভারত পুরো তৃতীয় দিনটা ব্যাট করবে। তারপর ইংল্যান্ডের উপর একটা প্রবল চাপ তৈরি করবে।’

লর্ডস টেস্ট (Lord’s Test) জিতে সিরিজে ১-০ এগিয়ে গেলেও লিডসে (Leeds Test) ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বিরাট কোহলির টিম। যদি সিরিজ দখলে নিতে হয়, তা হলে ওভালেই ঘুরে দাঁড়াতে হবে ভারতকে। তা হলে শেষ টেস্টের আগে অনেকটাই চাপে রাখতে পারবে জো রুটের (Joe Root) টিমকে। ওভালের (Oval Test) দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের উপর নির্ভর করছে অনেক কিছু।

আরও পড়ুন: IND vs ENG 4th Test Day 3 Live: বড় রানের লক্ষ্যে ‘বিরাট’ পরীক্ষা কোহলিব্রিগেডের

আরও পড়ুন: India vs England 2021: ওভালের গ্যালারিতে জন্মদিন উদযাপন, কেক কেটে ভক্তদের আবদার মেটালেন সামি