India vs West Indies: ‘তোমার ব্যাটিং দেখতে এসেছে মা, সেঞ্চুরিটা করো প্লিজ’, কাকে বললেন জসুয়া?
Virat Kohli: পোর্ট অব স্পেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট চলছে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন বিরাট কোহলির শতরান করার সুযোগ রয়েছে।
ত্রিনিদাদ: ক্যারিবিয়ানদের (West Indies) বিরুদ্ধে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে রয়েছে রোহিত শর্মার ভারত (India)। এ দিকে পোর্ট অব স্পেনে শুরু হয়ে গিয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট। প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ভারত করেছে ২৮৮ রান। ত্রিনিদাদ টেস্টের প্রথম দিনের শেষে ৮৭ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন বিরাট কোহলি। দ্বিতীয় দিন কোহলির ব্যাটে আর ১৩ রান আসলেই তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের ৭৬তম সেঞ্চুরি পূর্ণ হবে। মাইলফলক ম্যাচ সেঞ্চুরি দিয়ে রাঙিয়ে রাখুন বিরাট কোহলি (Virat Kohli)। তেমনটা চাইছেন আপামর বিরাট ভক্তরা। এই তালিকায় রয়েছেন ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিকেটার জসুয়া দ্য সিলভার মা-ও। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সোশ্যাল মিডিয়ায় ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে বিরাট কোহলিকে ক্যারিবিয়ান উইকেটকিপার জসুয়া দ্য সিলভা বলছেন, ‘আমার মা আমাকে বলেছেন তিনি বিরাট কোহলির খেলা দেখতে এসেছেন। আমার সেটা শুনে বিশ্বাসই হয়নি। আপনি সেঞ্চুরি পূর্ণ করুন বিরাট। আমিও এটা দেখতে চাই।’ বিরাট যখন ব্যাটিং করছিলেন উইকেটের পিছন থেকে এই কথাগুলো বলেন জসুয়া। স্টাম্প মাইকে সেই কথাগুলি শোনা গিয়েছে।
জসুয়ার কথাবার্তা শুনে বিরাট তাঁকে জিজ্ঞাসা করেন, তাঁর মাইলস্টোনের ব্যাপারে তিনি অবগত কিনা। জসুয়া তাতে জানান, তিনি তা জানেন এবং তিনিও চান বিরাট সেঞ্চুরিটা করুন।
Joshua Da Silva to Virat Kohli:
“I can’t believe my mom called & told me, she is coming just to watch Virat Kohli”.pic.twitter.com/FEtxiDZ0mF
— s° (@koliesquee) July 21, 2023
পোর্ট অব স্পেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের আরও এক ভিডিয়ো ভাইরায় হয়েছে নেট দুনিয়ায়। যেখানে শোনা গিয়েছে এক মজার কথোপকথন। বিরাট যখন ৬৭ রানে ছিলেন, তাঁর সঙ্গে ক্রিজে ছিলেন রবীন্দ্র জাডেজা। সেই সময় ডাবলস রান নেন কোহলি। এরপরই বিরাটকে ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার জসুয়া বলেন, ‘তুমি সেই ২০১২ সাল থেকে ডাবলস চুরি করছ।’ কোহলি যা শুনে হেসে ফেলেন। এই কথাও শোনা যায় স্টাম্প মাইকে।
Joshua Da Silva – you’re stealing double since 2012, Virat.
(Virat Kohli laughs). pic.twitter.com/sLJfJsbVNJ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 21, 2023
প্রসঙ্গত, আজ ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন। আজ, ২১ জুলাই বিরাটের ভক্তদের নজর থাকবে তিনি ক্যারিবিয়ানদের বিরুদ্ধে কত তাড়াতাড়ি ১৩ রান করতে পারেন। তা হলেই যে বিদেশের মাটিতে বিরাটের সেঞ্চুরি র খরা কাটবে।