IND vs WI T20I : ফিরলেন সদ্য শতরানকারী ক্রিকেটার, শক্তিশালী টি-২০ দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই দলে দীর্ঘদিন পর ডাক পেলেন তিন ক্রিকেটার।

IND vs WI T20I : ফিরলেন সদ্য শতরানকারী ক্রিকেটার, শক্তিশালী টি-২০ দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2023 | 11:53 AM

কলকাতা : ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ (Ind vs WI)। টেস্ট এবং ওডিআই সিরিজের ভুল শুধরে টি-২০তে (T20 Series) শক্তিশালী দল তৈরি করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ১৫ সদস্যের দলে রয়েছেন কয়েকজন টি-২০ স্পেশালিস্ট ক্রিকেটার, যাঁরা হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মেন ইন ব্লু-র মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টেস্ট সিরিজে ব্যাকফুটে থাকা ওয়েস্ট ইন্ডিজ টিম ওডিআই সিরিজে ঘুরে দাঁড়িয়েছে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো সিনিয়রদের অনুপস্থিতিতে দ্বিতীয় ওডিআই ম্যাচ জিতে নিয়েছে ক্যারিবিয়ান টিম। আজ, মঙ্গলবার তৃতীয় ওডিআই ম্যাচ। তারপর শুরু হবে ৫ ম্যাচের টি ২০ সিরিজ। এই সিরিজের জন্য ৫ নামী ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। রোভম্যান পাওয়েলের নেতৃত্বে শিমরন হেটমায়ার এবং ওশানে থমাসের প্রত্যাবর্তন হয়েছে। ২৬ বছরের হেটমায়ার একবছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলবেন। শেষবার আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছিলেন ১৩ অগস্ট নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ওশানে থমাস ১৯ মাস পর আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ফিরছেন। এই ফরম্যাটে শেষ ম্যাচ খেলেছিলেন ২০২১ সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের বিরুদ্ধে। এদিকে মেজর লিগ ক্রিকেটের কারণে জাতীয় দলের বাইরে ছিলেন নিকোলাস পুরান। সদ্য এমআই নিউইয়র্ক টিমকে এমএলসির প্রথম সংস্করণের চ্যাম্পিয়ন করেছেন পুরান। ফাইনালে বিধ্বংসী শতরানের ইনিংস খেলেছিলেন। ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে ফিরছেন তিনি। এছাড়া ওডিআই ক্যাপ্টেন শেই হোপ ফিরেছেন টি-২০ সিরিজে।

ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে পুরানকে ছাড়া পাওয়া যায়নি এমন বেশ কয়েকজন ক্রিকেটার টি ২০ সিরিজে ফিরেছেন। যেমন- জেসন হোল্ডার, ওডিয়ান স্মিথ, ওবেদ ম্যাককয়, জনসন চার্লস। এদিকে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ভারতের টি ২০ স্কোয়াড আগেই ঘোষণা করা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের টি-২০ স্কোয়াড : রোভম্যান পাওয়েল (ক্যাপ্টেন), কাইল মেয়ার্স (ভাইস ক্যাপ্টেন), জনসন চার্লস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শেই হোপ, অকিল হোসেন, আলঝারি জোসেফ, ব্রেন্ডন কিং, ওবেদ ম্যাককয়, নিকোলাস পুরান, রোমানিয়া শেফার্ড, ওডিয়ান স্মিথ, ওশানে থমাস।