T20 World Cup 2024: ২০৪৪০৭৫৪২… বিশ্বকাপ জিতলে রোহিতরা এত টাকা পাবেন গুনে শেষ করতে পারবেন না!

দু'বছর আগে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) প্রাইজ মানি যা ছিল, আরও ভালো করে বললে চ্যাম্পিয়ন টিম যে অর্থ পেয়েছিল, তা এ বার দ্বিগুণ হয়ে গিয়েছে। ফলে এ বার রোহিত শর্মার ভারত বা এইডেন মার্কব়্যামের দক্ষিণ আফ্রিকা যে টিমই জিতুক না কেন, হবে বিরাট লক্ষ্মীলাভ।

T20 World Cup 2024: ২০৪৪০৭৫৪২... বিশ্বকাপ জিতলে রোহিতরা এত টাকা পাবেন গুনে শেষ করতে পারবেন না!
T20 World Cup 2024: ২০৪৪০৭৫৪২... বিশ্বকাপ জিতলে রোহিতরা এত টাকা পাবেন গুনে শেষ করতে পারবেন না!
Follow Us:
| Updated on: Jun 28, 2024 | 2:40 PM

কলকাতা: এক লাফে মগডালে। কিংবা চোখের পলকে এভারেস্টের মাথায়। টি-২০ বিশ্বকাপ যদি রোহিত শর্মা, বিরাট কোহলিরা জেতেন, কত টাকা পেতে পারেন? গুনেও শেষ করতে পারবেন না। দু’বছর আগে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) প্রাইজ মানি যা ছিল, আরও ভালো করে বললে চ্যাম্পিয়ন টিম যে অর্থ পেয়েছিল, তা এ বার দ্বিগুণ হয়ে গিয়েছে। তাই বলা যেতেই পারে ভারতীয় টিমে (Team India) নতুন মুখ যাঁরা, একাদশে খেলুন আর না-ই খেলুন শিবম দুবে, রিঙ্কু সিংরা রাতারাতি কোটিপতি হতে চলেছেন।

গত বার বিশ্বকাপ জিতেছিল জস বাটলারের ইংল্যান্ড। চ্যাম্পিয়ন হওয়ার দরুন তাঁরা পেয়েছিলেন ১.৬ মিলিয়ন ডলার। ভারতীয় টাকার অঙ্কে যা ১২ কোটিরও বেশি। আর এ বার যে দল চ্যাম্পিয়ন হবে, তারা পাবে দ্বিগুণ টাকা। ২.৪৫ মিলিয়ন ডলার, ভারতীয় টাকায় যা ২০ কোটিরও বেশি। শুধু চ্যাম্পিয়ন টিমই নয়। পুরো টি-২০ বিশ্বকাপের প্রাইজ মানি এক ধাক্কা অনেকটা বাড়িয়ে দিয়েছে আইসিসি। এ বারের বিশ্বকাপে অর্থের সেই বহর বাড়তে বাড়তে ১১.২৫ মিলিয়ন ডলারে গিয়ে দাঁড়িয়েছে।

বিশ্বকাপ ফাইনাল যে টিম হারবে, তারাও কিন্তু বিপুল টাকা বাড়ি নিয়ে ফিরবে। রানার্স টিমের মিলবে ১.২৮ মিলিয়ন ডলার। সেমিফাইনালে হারা দল অর্থাৎ ইংল্যান্ড ও আফগানিস্তান পাবে ৭ লক্ষ ৮৭ হাজার ৫০০ ডলার। সুপার এইটে অংশগ্রহণকারী দলগুলির জন্য বরাদ্দ ৩ লক্ষ ৮২ হাজার ৫০০ ডলার। গ্রুপ পর্বে তৃতীয় হয়েছে যে টিমগুলো তাদের জন্য থাকছে আড়াই লক্ষ ডলারের মতো। ১৩-২০তম স্থানাধিকারী টিমগুলোর জন্য থাকছে ২.২৫ লক্ষ ডলার।

ভারত যদি চ্যাম্পিয়ন হয় শুধু ২০ কোটিতেই থামবে না প্রাইজ মানির সূচক। প্রতি ম্যাচে জয়ের জন্য আইসিসি দিচ্ছে প্রায় ৩২ হাজার ডলার। সেক্ষেত্রে ফাইনাল জিতলে ভারত ৮টি ম্যাচ জিতবে। অর্থাৎ আরও আড়াই লক্ষ ডলার জুড়বে ভারতের ঝুলিতে। বোর্ডের আর্থিক পুরস্কার ছাড়াও আরও অনেক পুরস্কার তারও পরে অপেক্ষা করে থাকবে রোহিতদের জন্য। ভারত যদি বিশ্বকাপ জেতে, এক এক জন ক্রিকেটার কত টাকা পেতে পারেন? আমি আপনি গুনেও শেষ করতে পারব না!