Virat Kohli: ফাইনালের জন্য নিজেকে তুলে রেখেছে বিরাট… ব্যর্থতার মাঝেও কে দেখছেন স্বপ্ন?

T20 World Cup 2024: এ বারের টি-২০ বিশ্বকাপে চরম ব্যর্থ বিরাট কোহলি। ব্যাট থেকে বেরিয়েছে মাত্র ৭৫ রান। ঝড় দূরে থাক, এক বারও মনে হয়নি খুব একটা স্বস্তিতে আছেন। এক আধ বার ট্রেডমার্ক শট দেখা গিয়েছে ঠিকই, তাতেও কখনও মনে হয়নি ফর্মে ফেরার ঝলক আছে।

Virat Kohli: ফাইনালের জন্য নিজেকে তুলে রেখেছে বিরাট... ব্যর্থতার মাঝেও কে দেখছেন স্বপ্ন?
Virat Kohli: ফাইনালের জন্য নিজেকে তুলে রেখেছে বিরাট... ব্যর্থতার মাঝেও কে দেখছেন স্বপ্ন? Image Credit source: X
Follow Us:
| Updated on: Jun 28, 2024 | 4:17 PM

কলকাতা: অনেক ইতিবাচক দিক। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) ফাইনালে ওঠা ভারতকে নিয়ে এমনই বলা যায়। রোহিত শর্মা রানে আছেন। সূর্যকুমার যাদব টিমকে টানছেন। হার্দিক পান্ডিয়ার ঝড় থামছে না। আর বোলারদের হাতে একে একে ধরাশায়ী হচ্ছে প্রতিপক্ষ টিম। জসপ্রীত বুমরা থেকে কুলদীপ যাদব, দুরন্ত ফর্মে সবাই। যন্ত্রণার শুধু একটাই দিক, বিরাট কোহলি (Virat Kohli)। পুরো বিশ্বকাপে চরম ব্যর্থ। ব্যাট থেকে বেরিয়েছে মাত্র ৭৫ রান। ঝড় দূরে থাক, এক বারও মনে হয়নি খুব একটা স্বস্তিতে আছেন। এক আধ বার ট্রেডমার্ক শট দেখা গিয়েছে ঠিকই, তাতেও কখনও মনে হয়নি ফর্মে ফেরার ঝলক আছে। তারপরও বিশ্বকাপ ফাইনালে উঠেছে ভারত। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফেভারিট রোহিত শর্মার টিম। তবুও খচখচানি একটা থেকে যাচ্ছে, অন্যরা ব্যর্থ হলে বিরাট কি টানতে পারবেন টিমকে?

ভারতীয় টিমের ক্যাপ্টেন কিন্তু বিরাট উদ্বেগে ভুগছেন না। বরং রোহিত শর্মার মনে হচ্ছে বিশ্বকাপ ফাইনালের জন্য নিজেকে তুলে রেখেছেন বিরাট কোহলি। রোহিত বলেছেন, ‘বিরাট কোয়ালিটি প্লেয়ার। যে কোনও প্লেয়ারই এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে পারে। কিন্তু ওর ক্লাস আমরা ভুলে যেতে পারি না। যে কোনও বড় ম্যাচে ও কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, সেটাও মাথায় রেখে এগোতে হবে।’

রোহিত যাই বলুন না কেন, বিরাট কিন্তু ব্যাড প্যাঁচের মধ্যে দিয়ে যাচ্ছেন। আইপিএলে সেঞ্চুরি, হাফসেঞ্চুরি করেছেন ঠিকই। বিশ্বকাপে পা রাখার পর থেকেই নড়বড়ে দেখিয়েছে তাঁকে। দীর্ঘদিন পর ভারতীয় টিমের ওপেনারের ভূমিকায়। তিন নম্বরে খেলতে অভ্যস্ত বিরাট কি সেই কারণেই একটু অস্বস্তিতে পড়েছেন? এমন যুক্তি অবশ্য কেউই মানছেন না। রোহিত তো ননই। তিনি বলছেন, ‘বিরাটের ফর্ম কখনওই সমস্যা নয়। যে ক্রিকেটার ১৫ বছর টানা খেলছে তাঁর কাছে ফর্মটা সমস্যা হতে পারে না। ওকে ব্যাট করার সময় দেখে ভালো লাগছে। ব্যাটিংয়ে ঝাঁঝ দেখতে পাচ্ছি। আমার তো মনে হয় বিরাট নিজেকে ফাইনালের জন্য তুলে রেখেছে।’