IND VS SL 2ND ODI PREVIEW: আজই সিরিজ পকেটে পুরে ফেলতে চান ধাওয়ানরা
India vs Sri Lanka 2nd ODI Prediction: কোনও চাপিয়ে দেওয়া স্ট্র্যাটেজি নয়, তরুণদের কোচ রাহুলের দাওয়াই, খোলা মনে খেলো।
কলম্বোঃ প্রথম ম্যাচে দাপুটে জয়। মঙ্গলবারও সেই ধারা বজায় রেখেই সিরিজ পকেটে পুরে ফেলতে চায় শিখর ধাওয়ানের((shikhar dhawan) টিম ইন্ডিয়া(team india)। প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবণা কম। উইনিং কম্বিনেশন ধরে রেখেই সিরিজ পকেটে পুরে ফেলে তৃতীয় একদিনের ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার কথা ভাবছেন কোচ রাহুল দ্রাবিড়়(rahul dravid)। প্রথম ম্যাচেই পৃথ্বী(prithvi shaw)-কিষাণদের(ishan kishan) মত তরুণরা যে পারফরম্যান্স দেখিয়েছে তাতে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা।
বল হাতে গত ম্যাচে তেমন নজর কাড়তে পারেননি চোট থেকে ফিরে আসা ভুবনেশ্বর কুমার। তবে নজর কেড়েছেন চহ্বাল,ক্রুণাল, কুলদীপরা। তবে বোলিং কম্বিনেশন এখনই বদল করতে চাননা ক্যাপ্টেন শিখর। গত ম্যাচে শ্রীলঙ্কার ইনিংস আড়াইশোর বেশি রান করলেও রানের গতি তেমন ছিলনা মাঝের ওভারগুলিতে। অর্থাৎ ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে চাপে পড়েছে সনকারা।সে দিকে নজর দিচ্ছে টিম ইন্ডিয়া থিঙ্ক ট্যাঙ্ক।
অন্যদিকে ঈশান কিষাণ, পৃথ্বী শ-রা প্রথম ম্যাচেই যা কামাল দেখিয়েছেন তাতে কোচ রাহুলের চিন্তা কয়েকগুণ কমে গিয়েছে। ব্যাট হাতে সফল শিখর ধাওয়ানও। কোনও চাপিয়ে দেওয়া স্ট্র্যাটেজি নয়, তরুণদের কোচ রাহুলের দাওয়াই, খোলা মনে খেলো। শ্রীলঙ্কার বোলিংও তেমন চাপ তৈরি করতে পারেনি ভারতীয় ব্যাটিং লাইন আপের উপর। তাই দ্বিতীয় একদিনের ম্যাচেও একই বিধ্বংসী মেজাজে দেখার অপেক্ষায় এদেশের ক্রিকেটভক্তরা।
ঘরের মাঠে প্রথম ম্যাচ হেরে চাপে শ্রীলঙ্কা। সিরিজ শুরুর আগে ভারতের এই দলকে দ্বিতীয় সারির বলে কটাক্ষ করেছিলেন অর্জুন রণতুঙ্গা। যার জবাব প্রথম ম্যাচেই উদানাদের দিয়েছেন শিখর ধাওয়ানরা। মঙ্গলবার হারলে যে লজ্জা আরও বাড়বে দেশের ক্রিকেটে তা ভাল করে জানে মিকি আর্থারের শ্রীলঙ্কা। তাই এই ম্যাচে চাকা ঘোরাতে মরিয়া অধিনায়ক সনকা।