কোহলির বিরাট প্রশংসায় যুবি
Yuvraj Singh on Virat Kohli: ২০১১ ক্রিকেট বিশ্বকাপ আর ২০২১-এর কোহলির মদ্যে আকাশ-পাতাল তফাত। এমনটাই জানালেন যুবি।
নয়াদিল্লি: ৪ অগাস্ট থেকে শুরু ভারত-ইংল্যান্ড (India vs England) টেস্ট সিরিজ। ইংল্যান্ড সফরে ৫টি টেস্ট ম্যাচের সিরিজ খেলবেন বিরাটরা। তার আগে ভারত অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) ভূয়সী প্রশংসা প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংয়ের (Yuvraj Singh)। বিশ্বকাপজয়ী অলরাউন্ডার দেখেছেন কোহলির উত্থান। ২০১১ বিশ্বকাপের ক্রিকেটার বিরাট কোহলি থেকে কিংবদন্তি কোহলির উত্থানের সাক্ষী থেকেছেন। দেশের হয়ে অনূর্ধ্ব-১৮ বিশ্বকাপ জেতার পরেই সিনিয়র টিমে সুযোগ পান বিরাট। সেখানেও নিজের জাত চেনান। ২০১১ ক্রিকেট বিশ্বকাপ আর ২০২১-এর কোহলির মদ্যে আকাশ-পাতাল তফাত। এমনটাই জানালেন যুবি।
সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ, যুবরাজ সিং, জাহির খানদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করার সুবাদে চাপের মুহূর্তে কি ভাবে খেলতে হয়, তা ভালোই জানেন কোহলি। সিনিয়রদের সামনে থেকে দেখার অভিজ্ঞতাই কাজে লাগান বিরাট। কোহলির প্রশংসা করে যুবরাজ বলেন, ‘সিনিয়র টিমে আসার পরই ও বিসিসিআইকে কথা দেয়, প্রতি ম্যাচে রান করবে। র সেটা ও করেও দেখায়। তার জন্যই ২০১১ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পায় ও। বিরাটের সঙ্গে মূল লড়াই ছিল রোহিত শর্মার। কিন্তু সে সময় দিনের পর দিন রান করে জাতীয় দলে নিজের জায়গা পাকা করে নেয় কোহলি।’
অতীতে ফিরে যুবরাজের ব্যাখ্যা, ‘আমি ওকে নিজের চোখের সামনে বেড়ে উঠতে দেখেছি। আমার সামনেই দিনের পর দিন কঠোর অনুশীলন করত, পরিশ্রম করত। ট্রেনিংয়ে কখনও কোনও ফাঁক রাখত না। বাধ্য ছেলের মতোই দিনের পর দিন অনুশীলন করে গিয়েছে। খাওয়া দাওয়াতেও নিয়ম মেনে এসেছে। যখন ও ব্যাটিং করে, দেখে মনে হয় ও বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন হতে চায়। ওর শরীরীভাষাই ওকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। অনেক রান করার পরই ও দলনায়ক হয়েছে। নেতৃত্বের চাপ অনেকেই সামলাতে পারে না। কিন্তু অধিনায়ক বিরাট কোহলির রানের খিদে আরও বেশি। ওর মধ্যে সেই ধারাবাহিকতা দেখা গিয়েছে। ৩০ বছরের মধ্যেই ও অনেক রেকর্ড গড়ে ফেলেছে। সাধারণত অবসরের সময় কোনও খেলোয়াড় কিংবদন্তি হয়ে ওঠে। কিন্তু ৩০ বছর বয়সের মধ্যে বিরাট কোহলি একজন কিংবদন্তি হয়ে উঠেছে।’
একদিনের ক্রিকেটে ৪৩ শতরানের মালিক বিরাট কোহলি। আর ৬টা সেঞ্চুরি করলেই ছুঁয়ে ফেলবেন সচিন তেন্ডুলকরের ৪৯ সেঞ্চুরির রেকর্ড। ওয়ানডে-তে এখনও পর্যন্ত ১২ হাজার ১৬৯ রান করেছেন কোহলি। সচিন তেন্ডুলকরের সংগ্রহ ১৮, ৪২৬ রান।
আরও পড়ুন: আইসোলেশনে পন্থ, ওপেনার ভাবনায় মায়াঙ্ক