ICC Chairman Jay Shah: নতুন দায়িত্ব পেতেই বড় ঘোষণা আইসিসি চেয়ারম্যান জয় শাহর, কী বলছেন?

বর্তমান আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলের মেয়াদ ফুরোচ্ছে ১ ডিসেম্বর। ওই দিনই আইসিসির নতুন চেয়ারম্যানের (ICC New Chairman) দায়িত্ব গ্রহণ করবেন জয় শাহ। এই নতুন দায়িত্ব পেয়ে জয় জানান, তাঁর লক্ষ্য থাকবে ক্রিকেটকে সারা বিশ্বে আরও ছড়িয়ে দেওয়া।

ICC Chairman Jay Shah: নতুন দায়িত্ব পেতেই বড় ঘোষণা আইসিসি চেয়ারম্যান জয় শাহর, কী বলছেন?
নতুন দায়িত্ব পেতেই বড় ঘোষণা আইসিসি চেয়ারম্যান জয় শাহর, কী বলছেন?Image Credit source: X
Follow Us:
| Updated on: Aug 28, 2024 | 10:46 AM

কলকাতা: বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির নতুন চেয়ারম্যান হলেব জয় শাহ (Jay Shah)। গত কয়েকদিন ধরে জোর আলোচনা হচ্ছিল যে, বিসিসিআই সচিব এ বার আইসিসির পথে পা বাড়াচ্ছেন সেই খবরেই শিলমোহর। বর্তমান আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলের মেয়াদ ফুরোচ্ছে ১ ডিসেম্বর। ওই দিনই আইসিসির নতুন চেয়ারম্যানের (ICC New Chairman) দায়িত্ব গ্রহণ করবেন জয় শাহ। এই নতুন দায়িত্ব পেয়ে জয় জানান, তাঁর লক্ষ্য থাকবে ক্রিকেটকে সারা বিশ্বে আরও ছড়িয়ে দেওয়া। ও ক্রিকেটকে আরও জনপ্রিয় করা। একইসঙ্গে আইসিসি চেয়ারম্যান হতেই এক বড় ঘোষণাও করেছেন জয়।

৩৫ বছর বয়সী জয় শাহ পরিষ্কার করে দিয়েছেন, টেস্ট ক্রিকেটকে বেশি গুরুত্ব দেওয়া হবে। বোর্ডের এক বিবৃতিতে জয় শাহ বলেন, ‘টি-টোয়েন্টি স্বাভাবিকভাবে এক উত্তেজক ফর্ম্যাট। একইসঙ্গে এটাও গুরুত্বপূর্ণ যে, টেস্ট ক্রিকেটকে অগ্রাধিকার দিতে হবে। সকলের কাছে এটার আলাদা প্রাধান্য রয়েছে।’

এই খবরটিও পড়ুন

এখানেই থেমে থাকেননি জয় শাহ। তিনি আরও বলেন, ‘আমাদের এটা অবশ্যই দেখতে হবে যে, ক্রিকেটাররা যেন এই বড় ফর্ম্যাটে খেলা চালিয়ে যান। আমাদের এই লক্ষ্য়ের দিকে এগিয়ে যেতে হবে।’ একইসঙ্গে নতুন কিছু করার কথাও শোনা গিয়েছে আইসিসির নতুন চেয়ারম্যানের মুখে। জয় বলেন, ‘আমার মেয়াদ থাকাকালীন আমি আলাদা করে ট্যালেন্ট সার্চ (প্রতিভার অন্বেষণ) করতে চাই। আশা করি আমি এই প্রোগ্রামে সকলের সমর্থন পাব। আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব আমাকে দেওয়ার জন্য আইসিসি বোর্ডের সদস্যদের আমি ধন্যবাদ জানাই। তাঁরা যে ভরসা দেখিয়েছেন, তাতে তার জন্য আমি কৃতজ্ঞ। আমি সকলের প্রত্যাশা পূরণের চেষ্টা করব।’