WPL 2023 Auction Live: সবচেয়ে দামি ক্রিকেটার স্মৃতি মান্ধানা, ৮৭ জন খেলোয়াড় বিক্রি হলেন ৫৯.৫ কোটি টাকায়
WPL 2023 Auction Live 2023 Live Updates in Bengali: পাঁচটি দল, কোন টিম কাকে দলে নিল, কে টিম পেলেন, কে অবিক্রিত রইলেন- উইমেন্স প্রিমিয়র লিগের অকশনের প্রতি মুহূর্তের আপডেটস পেতে চোখ রাখুন টিভি৯ বাংলার এই পেজে।
শেষ হল উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগের অকশন। মোট ৮৭ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হয়েছে। অকশনের সবচেয়ে দামি ক্রিকেটার স্মৃতি মান্ধানা। ৩.৪ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমে গিয়েছেন স্মৃতি। জাতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে ১ কোটি ৮০ লাখ টাকায় কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। এছাড়া রিচা ঘোষ, রেণুকা সিং, তিতাস সাধুরা উইমেন্স প্রিমিয়র লিগে দল পেয়েছেন। ৫৯.৫০ কোটি টাকায় মোট ৮৭ জন ক্রিকেটার কেনা হয়েছে। মার্চ মাসে শুরু হবে মেয়েদের আইপিএল। দেশ-বিদেশের অখ্যাত ক্রিকেট প্রতিভারা উঠে আসবেন। একে ভারতীয় ক্রিকেট, বিশেষ করে মহিলা ক্রিকটে নতুন যুগের সূচনা বলাই যায়। ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি দিনটিও স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেট ইতিহাসে।
LIVE NEWS & UPDATES
-
নিলাম সমাপ্ত
শেষ হল উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগের নিলাম। কেউ রেকর্ড মূল্যে দল পেলেন, কেউ অবিক্রিত থেকে গেলেন। পাঁচটি টিম নিলাম থেকে দল গুছিয়ে নিল।
-
আরসিবিতে সাহানা পাওয়ার
আরসিবি ১০ লাখে দলে নিল সাহানা পাওয়ারকে।
-
-
মুম্বই ইন্ডিয়ান্সে সোনম
১০ লাখে মুম্বই ইন্ডিয়ান্সে সোনম।
-
শবনম শাকিল
গুজরাট জায়ান্টসে ১০ লাখ টাকা বেস প্রাইসে শবনম।
-
আরসিবিতে মেগান শুট
৪০ লাখ বেস প্রাইসে আরসিবিতে মেগান।
-
-
মুম্বইয়ে প্রিয়াঙ্কা বালা
২০ লাখ টাকা বেস প্রাইসে মুম্বই ইন্ডিয়ান্সে প্রিয়াঙ্কা বালা।
-
পরুনিকা সিসোদিয়া
১০ লাখ টাকা বেস প্রাইসে গুজরাট জায়ান্টসে পরুনিকা।
-
কোমল জঞ্জর
২৫ লাখে আরসিবিতে কোমল।
-
মুম্বইয়ে হুমাইরা কাজি
১০ লাখ টাকা বেস প্রাইসে মুম্বইয়ে হুমাইরা কাজি।
-
গুজরাটে অশ্বিনী কুমারী
১০ লাখ টাকা বেস প্রাইস। ৩৫ লাখে গুজরাট জায়ান্টসে।
-
অবিক্রিত শিপ্রা গিরি
অবিক্রিত থেকে গেলেন শিপ্রা।
-
অপর্ণা মণ্ডল
দিল্লি ক্যাপিটালসে ১০ লাখ টাকা বেস প্রাইসে অপর্ণা মণ্ডল।
-
ইউপিতে সিমরন শেখ
১০ লাখে ইউপি ওয়ারিয়র্সে সিমরন।
-
ঈশ্বরী সাওকর
অবিক্রিত থেকে গেলেন ঈশ্বরী সাওকর।
-
ব্যাঙ্গালোরে প্রীতি বসু
৩০ লাখে ব্যাঙ্গালোর টিমে প্রীতি বসু।
-
ড্যান ভ্যান নিকার্ক
৩০ লাখে আরসিবিতে ড্যান ভ্যান নিকার্ক।
-
দিল্লিতে অরুন্ধতী রেড্ডি
৩০ লাখে দিল্লি ক্যাপিটালসে অরুন্ধতী রেড্ডি।
-
স্বাগতিকা রথ
অবিক্রিত থেকে গেলেন স্বাগতিকা রথ।
-
স্নেহা দীপ্তি
৩০ লাখে দিল্লি ক্যাপিটালসে স্নেহা।
-
শবনম শাকিল
অবিক্রিত শবনম শাকিল।
-
গুজরাটে হার্লি গালা
১০ লাখ টাকা বেস প্রাইসে গুজরাট জায়ান্টসে হার্লি গালা।
-
দিল্লিতে জেস জনসন
৫০ লাখ বেস প্রাইসে দিল্লি ক্যাপিটালসে জনসন।
-
পুনম যাদব
৩০ লাখে দিল্লি ক্যাপিটালসে পুনম যাদব।
-
অ্যালানা কিং
অবিক্রিত অ্যালানা কিং।
-
গুজরাটে সুষমা ভার্মা
৬০ লাখে গুজরাট জায়ান্টসে সুষমা ভার্মা।
-
তানিয়া ভাটিয়া
৩০ লাখে দিল্লি ক্যাপিটালসে তানিয়া।
-
ব্যাঙ্গালোরে হেদার নাইটস
৪০ লাখ টাকায় ব্যাঙ্গালোরে হেদার নাইটস।
-
অবিক্রিত সুজি বেটস
অবিক্রিত থেকে গেলেন সুজি বেটস।
-
আশা শোভনা
১০ লাখে আরসিবিতে শোভনা।
-
সাইকা ঈশাক
১০ লাখ টাকা বেস প্রাইস। ১০ লাখে মুম্বই ইন্ডিয়ান্সে।
-
ইন্দ্রাণী রায়
১০ লাখ টাকা বেস প্রাইস। দলে নিল আরসিবি।
-
ধারা গুজ্জর
১০ লাখ টাকা বেস প্রাইস। কিনল মুম্বই ইন্ডিয়ান্স।
-
দিল্লিতে লঁরা হ্যারিস
৪৫ লাখে দিল্লি ক্যাপিটালসে লঁরা।
-
মাহিকা গোর
১০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত।
-
প্রীতি বসু
অবিক্রিত রইলেন।
-
একতা সিং
অবিক্রিত রইলেন।
-
গহর সুলতানা
৩০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত।
-
গুজরাটে মণিকা প্যাটেল
৩০ লাখ টাকায় গুজরাটে মণিকা প্যাটেল।
-
অবিক্রিত মেঘনা সিং
৫০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত মেঘনা।
-
স্বাগতিকা রথ
৩০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত।
-
দয়ালান হেমলতা
৩০ লাখ টাকার বেস প্রাইসে গুজরাটে হেমলতা।
-
আমনজ্যোত কৌর
৫০ লাখ টাকায় মুম্বইয়ে কৌর।
-
ইউপিতে দেবিকা বৈদ্য
৪০ লাখ টাকা বেস প্রাইস। টি-২০ বিশ্বকাপ স্কোয়াডের এই ক্রিকেটারের জন্য হাড্ডাহাড্ডি লড়াই ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে। ১ কোটি ৪০ লাখ টাকায় ইউপি ওয়ারিয়র্সে দেবিকা।
-
অবিক্রিত অনুজা পাটিল
৩০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত রইলেন।
-
সিমরন বাহাদুর
৩০ লাখ বেস প্রাইস। অবিক্রিত।
-
গুজরাট জায়ান্টসে মানসী
৩০ লাখে গুজরাট জায়ান্টসে মানসী জোশী।
-
মুম্বইয়ে ইসাবেল ওং
৩০ লাখে মুম্বইয়ে ইসাবেল ওং।
-
এলিস ক্যাপ্সি
৭৫ লাখে দিল্লি ক্যাপিটালসে এলিস ক্যাপ্সি।
-
জর্জিয়া ওয়্যারহ্যাম
৬৫ লাখে গুজরাট জায়ান্টসে জর্জিয়া ওয়্যারহ্যাম।
-
গ্রেস হ্যারিস
৭৫ লাখ টাকায় ইউপি ওয়ারিয়র্সে গ্রেস হ্যারিস।
-
মুম্বইয়ে হেদার গ্রাহাম
৩০ লাখ টাকা বেস প্রাইসে মুম্বই ইন্ডিয়ান্সে হেদার।
-
আরসিবিতে এরিন বার্নস
৩০ লাখ টাকা বেস প্রাইসে আরসিবিতে এরিন বার্নস।
-
গুজরাটে সাব্বিনেনি মেঘনা
৩০ লাখ টাকা বেস প্রাইস। সেই দামেই গুজরাটে সাব্বিনেনি মেঘনা।
-
অবিক্রিত স্বর্ণা আক্তার
দল পেলেন না বাংলাদেশের স্বর্ণা আক্তার। বেস প্রাইস ছিল ২০ লাখ টাকা।
-
শ্বেতা শেরাওয়াত
১০ লাখ টাকা বেস প্রাইস। ৪০ লাখ টাকায় ইউপিতে শ্বেতা।
-
দিল্লি ক্যাপিটালসে তিতাস সাধু
১০ লাখ টাকা বেস প্রাইস। বাংলার বোলারকে ২৫ লাখ টাকায় দলে নিল দিল্লি ক্যাপিটালস।
-
অবিক্রিত ঋষিতা বসু
১০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত রইলেন বিশ্বকাপজয়ী বাংলার ক্রিকেটার ঋষিতা বসু।
-
মারিজান ক্যাপ
৪০ লাখ টাকা বেস প্রাইস। দেড় কোটি টাকায় মুম্বইয়ে মারিজান কেপ।
-
গুজরাটে স্নেহ রানা
৭৫ লাখে গুজরাটে স্নেহ রানা।
-
দিল্লিতে শিখা পাণ্ডে
৪০ লাখ টাকা বেস প্রাইস। ৬০ লাখ টাকায় দিল্লি ক্যাপিটালসে শিখা।
-
সালমা খাতুন
৪০ লাখ বেস প্রাইস। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার। অবিক্রিত রইলেন।
-
দিল্লিতে রাধা যাদব
৪০ লাখ টাকা বেস প্রাইস। দিল্লি ক্যাপিটালস তাঁকে নিল বেস প্রাইসে।
-
রাজেশ্বরী গায়কোয়াড়
৪০ লাখ টাকা বেস প্রাইস। বেস প্রাইসে ইউপি ওয়ারিয়র্সে গেলেন।
-
সারা গ্লেন
৩০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত রইলেন।
-
বাংলাদেশের জাহানারা আলম
৩০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত থাকলেন।
-
মেগান শুট
৪০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত থাকলেন।
-
শামিলিয়া, ফ্রেয়া অবিক্রিত
শামিলিয়া কনেল, ফ্রেয়া ডেভিস অবিক্রিত।
-
এমি জোনস
৪০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত।
-
সুষমা ভার্মা
৩০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত রইলেন।
-
ইউপিতে এলিসা হিলি
৭০ লাখ টাকায় ইউপিতে এলিসা হিলি।
-
আরসিবিতে বাংলার রিচা ঘোষ
৫০ লাখ টাকা বেস প্রাইস। ১ কোটি ৯০ লাখ টাকায় আরসিবিতে রিচা ঘোষ।
-
মুম্বইয়ে যস্তিকা ভাটিয়া
৩০ লাখ টাকা বেস প্রাইস। দেড় কোটি টাকায় মুম্বইয়ে যস্তিকা।
-
অনুষ্কা সঞ্জীবনী
৩০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত।
-
তানিয়া ভাটিয়া
৩০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত রইলেন।
-
গুজরাটে ডিয়ান্ড্রা ডটিন
৫০ লাখ টাকা বেস প্রাইস। ৬০ লাখে গুজরাট জায়ান্টসে ডিয়ান্ড্রা
-
মুম্বইয়ে পূজা বস্ত্রকার
৫০ লাখ টাকা বেস প্রাইস। ১ কোটি ৯০ লাখ টাকায় মুম্বই ইন্ডিয়ান্সে পূজা।
-
হারলিন দেওল
৪০ লাখ টাকা বেস প্রাইস ভারতীয় অলরাউন্ডারের। ৪০ লাখ টাকায় গুজরাট জায়ান্টসে হারলিন দেওল।
-
চামারি আতাপাত্তু
প্রথম শ্রীলঙ্কান প্লেয়ার। ৩০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত রইলেন।
-
সুনে লুজ
৩০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত রইলেন।
-
অ্যানাবেল সাদারল্যান্ড
৩০ লাখ টাকা বেস প্রাইস। ৭০ লাখ টাকায় গুজরাট জায়ান্টসে সাদারল্যান্ড।
-
হেদার নাইটস
৪০ লাখ টাকা বেস প্রাইস। ইংল্যান্ড দলের অধিনায়ক অবিক্রিত।
-
দিল্লিতে শেফালি ভার্মা
৫০ লাখ টাকা বেস প্রাইস। ২ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে সদ্য বিশ্বকাপজয়ী শেফালি ভার্মা।
-
মেগ ল্যানিং
বেস প্রাইস ৫০ লাখ। অস্ট্রেলিয়ার অধিনায়ক ১ কোটি ১০ লক্ষ টাকায় গেলেন দিল্লি ক্যাপিটালসে।
-
সুজি বেটস অবিক্রিত
৩০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত রইলেন।
-
দিল্লিতে জেমাইমা রডরিগজ
৫০ লাখ টাকা বেস প্রাইস। ২ কোটি ২০ লাখ টাকায় দিল্লি ক্যাপিটালসে জেমাইমা।
-
এমিলিয়া কের
বেস প্রাইস ৪০ লাখ। নিউজিল্যান্ডের অলরাউন্ডার গেলেন মুম্বই ইন্ডিয়ান্সে।
-
লখনউয়ে শবনম ইসমাইল
৪০ লাখ টাকা বেস প্রাইস দক্ষিণ আফ্রিকার পেসারের। ১ কোটি টাকায় ইউপিতে গেলেন তিনি।
-
গুজরাটে বেথ মুনি
৪০ লাখ টাকা বেস প্রাইস। অজি উইকেটকিপার ব্যাটারকে ৪০ লাখ টাকা বেস প্রাইস। ২ কোটি টাকায় দলে নিল গুজরাট জায়ান্টস।
-
নাতালি সিভার
৩ কোটি ২০ লাখ টাকায় মুম্বই ইন্ডিয়ান্সে।
-
লখনউতে তাহলিয়া ম্যাকগ্রা
৪০ লাখ টাকা বেস প্রাইস। ১ কোটি ৪০ লাখ টাকায় ইউপিতে।
-
আরসিবিতে রেণুকা সিং ঠাকুর
বেস প্রাইস ৫০ লাখ। দেড় কোটি মূল্যে আরসিবিতে রেণুকা সিং।
-
লখনউয়ে দীপ্তি শর্মা
বেস প্রাইস ৫০ লাখ। দীপ্তি দলের নেওয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াই। ২ কোটি ৬০ লাখ টাকায় ইউপি ওয়ারিয়র্সে দীপ্তি শর্মা।
-
সোফি একলেস্টোন
বেস প্রাইস ৫০ লাখ। ১ কোটি ৮০ লাখ টাকায় সোফি গেলেন ইউপি ওয়ারিয়র্সে।
-
টিভির পর্দায় চোখ স্মৃতিদের
দক্ষিণ আফ্রিকা থেকে টিভির পর্দায় চোখ ভারতীয় দলের ক্রিকেটারদের। স্মৃতি আরসিবিতে যেতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দলের বাকি সদস্যরা।
-
আরসিবিতে এলিস পেরি
বেস প্রাইস ৫০ লাখ। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ১ কোটি ৭০ লক্ষ টাকায় গেলেন আরসিবিতে।
-
আরসিবিতে অ্যাশলে গার্ডনার
৩ কোটি ২০ লাখ টাকায় গুজরাট জায়ান্টস দলে নিল অ্যাশলে গার্ডনারকে।
-
হেইলি ম্যাথিউজ
বেস প্রাইস ৪০ লাখ টাকা। অবিক্রিত।
-
সোফি ডিভাইন
বেস প্রাইস ৫০ লাখ। সেই অর্থেই সোফিকে দলে নিল আরসিবি।
-
মুম্বইয়ে হরমনপ্রীত কৌর
১ কোটি ৮০ লাখ টাকা মূল্যে হরমনপ্রীত কৌরকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
-
আরসিবিতে স্মৃতি মান্ধানা
আইপিএলের প্রথমেই নাম উঠল স্মৃতি মান্ধানার। প্রথমেই বিড মুম্বই ইন্ডিয়ান্সের। স্মৃতির জন্য হাড্ডাহাড্ডি লড়াই ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে। বিশেষ করে মুম্বই ও বেঙ্গালুরুর মধ্যে। ৩ কোটি ৪০ লাখ টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমে স্মৃতি মান্ধানা।
-
স্টেজে মল্লিকা সাগর
মেয়েদের আইপিএলের অকশন পরিচালনা করবেন মল্লিকা সাগর।
-
WPL-এর লোগোর উদ্বোধন
জিও কনভেনশন সেন্টারে উপস্থিত পাঁচটি ফ্র্যাঞ্চাইজির কর্তারা। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে রয়েছেন ঝুলন গোস্বামী। সবার প্রথমে উইমেন্স প্রিমিয়র লিগের লোগোর উদ্বোধন করলেন বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি এবং সচিব জয় শাহ ও আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল।
-
হাতুড়ি হাতে মহিলা সঞ্চালক
উইমেন্স প্রিমিয়র লিগের নিলামে নতুন দৃশ্য
পড়ুন বিস্তারিত: বিসিসিআইয়ের চমক, মেয়েদের আইপিএলের নিলামে হাতুড়ি হাতে মহিলা সঞ্চালক!
-
ধোনির রাজ্য থেকে আসছেন শান্তি
ভাগ্য খুলবে শান্তি কুমারীর?
পড়ুন এখানে: মাড় ভাত, নুন খেয়ে বাইশ গজে, নিলামে ঝড় তুলবেন ধোনির রাজ্যের ক্রিকেটার
-
নিলামের পূর্বে কিছু তথ্য
১. মোট ৪০৯ জন ক্রিকেটার। ২৪৬ জন ভারতীয় এবং ১৬৩ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন।
২. প্রতিটি দলের কাছে থাকছে ১২ কোটি টাকা।
৩. প্রতিটি দল সর্বনিম্ন ১৫ এবং সর্বাধিক ১৮ জন ক্রিকেটার কিনতে পারবে।
৪. ক্রিকেটারদের ম্যাক্সিমাম বেস প্রাইস ৫০ লাখ। সবচেয়ে কম বেস প্রাইস রয়েছে ১০ লাখ।
৫. পাঁচ দলের টুর্নামেন্টে ২২টি ম্যাচ খেলা হবে। মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়াম ও ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে পুরো টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
৬. উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগে ৩০ জন বিদেশি ও ৬০ জন ভারতীয় ক্রিকেটারকে দেখা যাবে। মোট ৯০ জন।
৭. অস্ট্রেলিয়ার ২৮, ইংল্যান্ডের ২৭, ওয়েস্ট ইন্ডিজের ২৩, নিউজিল্যান্ডের ১৯ জন খেলোয়াড় থাকছেন। দক্ষিণ আফ্রিকা থেকে ১৭, শ্রীলঙ্কা থেকে ১৫ জন, জিম্বাবোয়ে থেকে ১১, বাংলাদেশের ৯, আয়ারল্যান্ডের ৬ এবং অ্যাসোসিয়েট দেশের ৮ জন ক্রিকেটার নিলামে থাকছেন।
-
নজরে থাকবেন যাঁরা
নিলামে নজরে থাকবেন কোন কোন ক্রিকেটার?
পড়ুন বিস্তারিত: শেফালি থেকে হিলি, নিলামে রেকর্ড অর্থ পেতে পারেন যাঁরা
-
মোট কয়টি দল?
মোট পাঁচটি টিম। গুজরাট জায়ান্টস, ইউপি ওয়ারিয়র্স, দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম উইমেন্স প্রিমিয়র লিগের জন্য দল গড়তে নামবে।
-
কখন শুরু অকশন?
জিও কনভেনশন সেন্টারে কখন শুরু হবে মেয়েদের আইপিএলের অকশন?
পড়ুন বিস্তারিত: জেনে নিন কখন, কীভাবে দেখবেন উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম
Published On - Feb 13,2023 12:34 PM