India vs Bangladesh: চিপক টেস্টের দ্বিতীয় সেশনেও উজ্জ্বল হাসান, ভারতের প্রাপ্তি যশস্বীর হাফসেঞ্চুরি

IND vs BAN, 1st Test: চা বিরতি অবধি স্কোরবোর্ডে টিম ইন্ডিয়া তুলেছে ১৭৬ রান। উইকেট খুইয়েছে ৬টি। প্রথম টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে একদিকে উজ্জ্বল হাসান, রানারা। আর ভারতের প্রাপ্তি তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের হাফসেঞ্চুরি।

India vs Bangladesh: চিপক টেস্টের দ্বিতীয় সেশনেও উজ্জ্বল হাসান, ভারতের প্রাপ্তি যশস্বীর হাফসেঞ্চুরি
চিপক টেস্টের দ্বিতীয় সেশনেও উজ্জ্বল হাসান, ভারতের প্রাপ্তি যশস্বীর হাফসেঞ্চুরিImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Sep 19, 2024 | 4:42 PM

কলকাতা: চিপকে যেন হাসান মাহমুদের (Hasan Mahmud) শো চলছে। ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) প্রথম টেস্টের প্রথম সেশনে তিনটি উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় সেশনে নেন আরও একটি। সব মিলিয়ে চেন্নাইয়ে দ্বিতীয় সেশনে মোট ৩টি উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের বোলাররা। চা বিরতি অবধি স্কোরবোর্ডে টিম ইন্ডিয়া তুলেছে ১৭৬ রান। উইকেট খুইয়েছে ৬টি। প্রথম টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে একদিকে উজ্জ্বল হাসান, রানারা। আর ভারতের প্রাপ্তি বলতে যশস্বী জয়সওয়ালের হাফসেঞ্চুরি।

চেন্নাইয়ে প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও উইকেট তুলে নেওয়ার দায়িত্বটা পালন করেছেন হাসান মাহমুদ। লাঞ্চ বিরতির পরই তিনি ফেরান টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থকে। তিনি ৫২ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। পন্থ মাঠ ছাড়লে পঞ্চম উইকেটে যশস্বী জয়সওয়াল জুটি বাঁধেন লোকেশ রাহুলের সঙ্গে। এই জুটিতে ওঠে ৯৮ বলে ৪৮ রান। ৪২ তম ওভারের চতুর্থ বলে নাহিদ রানা ফাঁসান যশস্বীকে। তাঁর ১৪৮ কিমি/ঘন্টার ডেলিভারিতে স্লিপে ক্যাচ দেন যশস্বী। ১১৮ বলে ৫৬ রান করেছেন তিনি। টেস্ট কেরিয়ারে এটি তাঁর পঞ্চম হাফসেঞ্চুরি। এ বছর তিনি দেশের মাটিতে যতগুলো টেস্ট ম্যাচ এখনও অবধি খেলেছেন, তার প্রত্যেকটিতে হাফসেঞ্চুরি করেছেন। বছরের শুরুর দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি টেস্টেই তাঁর রয়েছে অর্ধশতরান।

বাংলাদেশের রানা যশস্বীকে ফেরানোর পরের ওভারেই লোকেশ রাহুলের উইকেটও হারায় টিম ইন্ডিয়া। তাঁকে ফেরান মেহেদি হাসান মিরাজ। ধারাভাষ্য দিতে দিতে তামিম যখন বলছিলেন বাংলাদেশের স্পিনারদের উইকেট নেওয়া প্রয়োজন এ বার। ঠিক তখনই, ৪৩তম ওভারের তৃতীয় বলে মেহেদি তোলেন রাহুলের উইকেট। তিনি ৫২ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন।

চা বিরতির ঠিক আগে রবি অশ্বিন ও রবীন্দ্র জাডেজা ধীরে ধীরে জুটি বাঁধেন। ২১ রানে অপরাজিত থেকে চা বিরতিতে যান অশ্বিন। আর জাডেজা ৭ রানে অপরাজিত থাকেন। এ বার দেখার প্রথম দিনের শেষ সেশনে কত রান তুলতে পারে ভারত। আর কত তাড়াতাড়ি বাকি ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ।